বরিশাল শিক্ষা বোর্ড

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২১:১৯, ৯ এপ্রিল ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশালবাসীর অনেক দিনের দাবির প্রেক্ষিতে ১৯৯৯ সালে বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়, যার পূর্ণ নাম ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল’।

বরিশাল শিক্ষা বোর্ড.jpg

বরিশালে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার জন্য বরিশাল বিভাগের মাধ্যমিক শিক্ষকগণ এমএ গফুর মোল্লার নেতৃত্বে প্রবল আন্দোলন করেছিলেন। ১৯৯৮ সালে অধ্যক্ষ মোহাম্মদ হানিফ ও চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ চুঙ্গীপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে বোর্ড প্রতিষ্ঠার দাবি জানান। প্রধানমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। বরিশাল বিভাগ সমিতির সভাপতি কাজী বাহাউদ্দিন আহম্মেদের নেতৃত্বে বরিশালে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর দাবি জানিয়ে আসছিল। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন জনাব সিরাজ উদ্দীন আহমেদ তৎকালীন শিক্ষামন্ত্রী এএইচকে সাদেকের বিরোধিতা সত্ত্বেও বোর্ড প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর নিকট সারসংক্ষেপ পেশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পূর্বের দেয়া প্রতিশ্রুতি অনুসারে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার অনুমোদন দেন। ১৯৯৯ সালের ২৩ আগস্ট, ৮ ভাদ্র ১৪০৬ এসআরও নম্বর ২৫০ আইন-৯৯৬ শাখা ১১(১)৯৮ Intermediate and Secondary Education Ordinance, 1961 (EP Ord. XXXIII of 1461)-এর Section 3A(I) এ পদত্ত ক্ষমতাবলে সরকার বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এবং বরগুনা জেলাসমূহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়ন্ত্রণের জন্য বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে। বরিশাল শহরে নবগ্রাম সড়কের পাশে ফরেস্টার লেনে একটি ভাড়া বাড়িতে বোর্ডের কার্যক্রম শুরু হয়। ২০০১ সালে এই বোর্ডের অধীনে প্রথম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ২০০৫ সালে বোর্ড নিজস্ব ভবন নির্মাণের জন্য কাশীপুরে ঢাকা-বরিশাল সড়কের পাশে ৬ একর জমি ক্রয় করে এবং ৬ কোটি ২১ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে। ৪ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি নতুন শিক্ষা ভবন উদ্বোধন করেন।

বরিশাল বোর্ডের চেয়ারম্যানগণের তালিকা

১. মোহাম্মদ আবদুস সালাম ১৬.১১.১৯৯৯ থেকে ২৫.০৯.২০০২। ২. অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক ২৬.০৯.২০০২ থেকে ০২.০৩.২০০৬। ৩. মোঃ মহিউদ্দিন ২৫.০৪.২০০৬ থেকে ০৪.১০.২০০৬। ৪. মুহাম্মদ হাসানুজ্জামান ০৩.১২.২০০৬ থেকে ২৮.০২.২০০৯। ৫. আবদুস সালাম হাওলাদার (ভারপ্রাপ্ত) ২৯.০২.২০০৮ থেকে ২৭.০৭.২০০৮। ৬. ড. মোঃ মোর্তজা আলীউল কবির ২৮.০৭.২০০৮ থেকে ২৬.০৮.২০০৯। ৭. প্রফেসর ড. বি কে মজুমদার ২৬.০৮.২০০৯ থেকে ২৬.০৮.২০০৯। ৮. প্রফেসর জিয়াউল হক ২০১৪-


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।