বরিশাল ব্রহ্মসভা বা ব্রাহ্ম উপাসনালয়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:২২, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে (" আঠারোশ আটাশ সালে রাজা রামমোহন রায় কর্তৃক হিন্দুধর্ম সং..." দিয়ে পাতা তৈরি)

আঠারোশ আটাশ সালে রাজা রামমোহন রায় কর্তৃক হিন্দুধর্ম সংস্কারের উদ্দেশ্যে একেশ্বরবাদী ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্মসমাজভুক্তদের উপাসনালয় ব্রহ্মসভা নামে পরিচিত। আঠারোশ একষট্টি সালে বরিশাল শহরের কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তি ব্রাহ্মমত গ্রহণ করলেও হিন্দুসমাজের ভয়ে ক্ষ্রহ্মসভা নির্মাণ অনেক বিলম্বিত হয়। চ-ীচরন রায়চৌধুরী সদর রোডে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পার্শ্বে  এক বিঘার মতো জায়গা ব্রাহ্মসমাজকে দান করেন। আর চ-ীচরণের দানকৃত জায়গার উপর তৈরি হয় বরিশালের এই একমাত্র ব্রহ্মসভা। এর গায়ে ঝুলিয়ে রাখা সাইনবোর্ডে এর প্রতিষ্ঠাসাল ১৮৪৬ উল্লেখ থাকলেও এই প্রতিষ্ঠা সাল এই ভবনের প্রতিষ্ঠাসাল নয়, বরং বরিশাল ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা সাল। সিরাজউদ্দীন আহমেদের বর্ণনামতে এটি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। 

ব্রাহ্ম উপাসনালয়, বলশিাল


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।