বরিশাল বিভাগের বধ্যভূমি ও গণকবরসমূহ

Barisalpedia থেকে

১৯৭১ সালে পাকবাহিনী হাজার হাজার লোক হত্যা করে গণকবর দিয়েছে। এযাবৎ চিহ্নিত বরিশাল বিভাগের বধ্যভূমি ও গণকবরগুলো হলো: ১. বরিশাল ওয়াপদা অফিসের পিছনে সাগরদি খাল; ২. বরিশাল শহরে ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমি, কীর্তনখোলা নদীর তীর; ৩. ঝালকাটি বন্দর, সন্ধ্যা নদীর তীর; ৪. ঝালকাটি সিও রেভ. অপিস ও পালবাড়ী; ৫. পিরোজপুর বলেশ্বর নদীর তীরে খেয়াঘাট; ৬. হুলারহাট লঞ্চঘাট, পিরোজপুর; ৭. স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা; ৮. মঠবাড়িয়া খালের পাড়; ৯. ভোলা ওয়াপদা অফিস; ১০. পটুয়াখালী জেলখানা; ১১. বরগুনা এসডিও’র লঞ্চ ঘাট; ১২. বরগুনা খাকদন নদী; ১৩. পাথরঘাটা বন্দর; ১৪. গৌরনদী কলেজ; ১৫. রাংতার বিল, রাজিহার, গৌরনদী; ১৬. বাটাজোর, গৌরনদী; ১৭. বড়কোটা, দরগাবাড়ী, উজিরপুর; ১৮. গুঠিয়া, উজিরপুর; ১৯. কলসকাঠি, বাকেরগঞ্জ; ২০. ধুলিয়া, বাউফল; ২১. চিকনিকান্দি, গলাচিপা; ২২. চরবাড়িয়া, তালতলি, বরিশাল সদর; ২৩. কাটিরা ব্যাপটিস্ট চার্চ সংলগ্ন বধ্যভূমি, আগৈলঝারা; ২৪. বেবাজ বধ্যভূমি, বাকেরগঞ্জ; ২৫. ক্যাডেট কলেজ, বাবুগঞ্জ; ২৬. বানারীপাড়া নরেরকাঠি বধ্যভূমি; ২৭. কুড়িয়ানা রায় দেব হালদারের বাড়িস্থ বধ্যভূমি; ২৮. পূর্বজলা বাড়ি খালপাড় বধ্যভূমি, স্বরূপকাঠি; ২৯. বোর্ড স্কুল, চাঁদপাশা, বাবুগঞ্জ; ৩০. কাকচিড়া, পাথরঘাটা; ৩১. আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান, স্বরূপকাঠি; ৩২. ইন্দ্রেরহাট, স্বরূপকাঠি; ৩৩. হলারহাট, পিরোজপুর; ৩৪. বাংলাবাজার, ভোলা; ৩৫. আমুয়া, কাঁঠালিয়া; ৩৬. রাজাপুর থানার সামনে পুলের গোড়ার বধ্যভূমি; ৩৭. কাউয়ার চর, বরিশাল; ৩৮. বাবুগঞ্জ; ৩৯. রমানন্দপুর, ঝালকাঠি; ৪০. নন্দীর বাজার, কাজিরচর, মুলাদী; ৪১. বেশাইন খান, ঝালকাঠি; ৪২. কীর্তিপাশা, ঝালকাঠি; ৪৩. কদমতলা, জুজখোলা, পিরোজপুর; ও ৪৪. কাউখালী স্টীমার ঘাট।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।