বরিশাল বিভাগের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

বীরশ্রেষ্ঠ

১. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, রহিমগঞ্জ, বাবুগঞ্জ ও ২. বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, পশ্চিম হাজীপাড়া, দৌলতখাঁ, ভোলা।

বীরউত্তম

১. মেজর শাহজাহান ওমর, সাঙ্গর, রাজাপুর; ২. ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, বাউফল; ৩. শহীদ শাহে আলম, ভোলা; ৪. সুবেদার ফজলুর রহমান খন্দকার, বার আউলিয়া, বাকেরগঞ্জ; ও ৫. আবদুস সাত্তার, কাশীপুর, বরিশাল সদর ।

বীরবিক্রম

১. কর্নেল খন্দকার নাজমুল হুদা, বগুড়া রোড, বরিশাল; ২. মেজর হাফিজউদ্দিন আহমেদ, লালমোহন, ভোলা; ৩. আলতাফ হোসেন, ভবানীপুর, উজিরপুর; ৪. মেজর মেহেদী আলী ইমাম, দাউদখালী, মঠবাড়িয়;া ৫. আতাহার আলী মল্লিক, বাকেরগঞ্জ; ৬. শহীদ হাবিলদার রফিকুল ইসলাম, দৌলতখাঁ, ভোলা; ৭. শহীদ আবুল কাসেম, ভা-ারিয়া; ৮. আনিস মোল্লা, দাউদখালী মঠবাড়িয়া; ৯. ক্যাপ্টেন মাহবুবউদ্দিন আহমেদ, আমানতগঞ্জ, বরিশাল; ১০. শহীদ মজিবর রহমান, গুঠিয়া, উজিরপুর; ও ১১. নায়েক সুবেদার আব্দুল হক, গৌরনদী।

বীরপ্রতীক

১. কর্নেল দেলওয়ার হোসেন, গোপালপুর, রাজাপুর; ২. লে. মোহাম্মদ কামরুল হাসান সেলিম, চরাদি, বাকেরগঞ্জ; ৩. ল্যান্স নায়েক আলিমুল ইসলাম, রতœপুর, আগৈলঝাড়া; ৪. নায়েক জাকির হোসেন, চরপদ্মা, মুলাদী; ৫. গাজী আবদুল ওয়াহেদ, ফরিদপুর, বাকেরগঞ্জ; ৬. মেজর জেনারেল মাসুদুর রহমান, ৭. এস এস এম এ আবদুল খালেক, শিয়ালকাঠি, ভা-ারিয়া; ৮. ইপিআর হাবিলদার আবদুল হামিদ খান, দক্ষিণ কবাই, বাকেরগঞ্জ; ৯. মোহাম্মদ সিদ্দিক, চর নোয়াবাদ, ভোলা ১০. শহীদ সিপাহী জাহাঙ্গীর হোসেন, চরকাউয়া, বরিশাল সদর; ১১. সুবেদার করম আলী হাওলাদার, ভরপাশা, বাকেরগঞ্জ; ১২. নায়েক সাইদুল আলম, চরকরমজী, বরিশাল সদর; ১৩. নায়েক সুবেদার আবদুল লতিফ, দুর্গাপাশা, বাকেরগঞ্জ ১৪. মেজর মোঃ ওয়ালিউল ইসলাম, বটতলা, বরিশাল; ১৫. ইপিআর নায়েক দেলোয়ার হোসেন, কাজলাকাঠি, বাকেরগঞ্জ; ১৬. করপোরাল হেলালউজ্জামান, চাঁদপাশা, বাবুগঞ্জ; ১৭. করপোরাল রত্তন শরীফ, রাকুদিয়া, বাবুগঞ্জ; ১৮. কুদ্দুস মোল্লা, কায়েতমারা, মুলাদী; ১৯. আনোয়ার হোসেন, পাতারচর, মুলাদী; ২০. রফিকুল আহসান, বাকেরগঞ্জ; ২১. কে এস এ মহিউদ্দিন মানিক; বরিশাল শহর; ২২. দেবদাস বিশ্বাস খোকন, ঝালকাঠি; ২৩. আলতাফ হোসেন খান, বোয়ালিয়া , নলছিটি; ২৪. আবদুল ওয়াজেদ, বিনয়কাঠি, ঝালকাঠি ; ২৫. গাজী আবদুল ওয়াহেদ, মঙ্গলসী, বাকেরগঞ্জ; ২৬. রফিকুল ইসলাম, কাংশী, উজিরপুর; ২৭. হাবিবুর রহমান, গাববাড়ী, উজিরপুর ; ২৮. একেএম জয়নুল আবেদীন, ধারাখানা, ঝালকাঠি; ২৯. আয়েজ উদ্দিন আহমদ, কৃষ্ণকাঠি, বাকেরগঞ্জ; ৩০. আবদুল মান্নান, ঠাকুরমল্লিক, বাবুগঞ্জ; ৩১. হাবিলদার আবদুর রহমান, কাশিপুর, বরিশাল; ও ৩২. আলী আকবর আকন, ভান্ডারিয়া।