বরিশাল বার্তাবহ

Barisalpedia থেকে

বরিশাল বার্তাবহ বরিশালের দ্বিতীয় মুদ্রিত পত্রিকা। এটি একটি পাক্ষিক পত্রিকা ছিল।

জন্ম

১৮৭০ সালে বর্তমান ঝালকাঠির মাগুরা গ্রাম নিবাসী ঈশ্বর চন্দ্র কর কর্তৃক স্থাপিত হয় ‘সত্য প্রকাশ’ মুদ্রাযন্ত্র। ঐ সালেই ঐ মুদ্রাযন্ত্র থেকে ঈশ্বরচন্দ্র কর এর সম্পাদনায় পাক্ষিক ‘বরিশাল বার্তাবহ’ আত্মপ্রকাশ করে।


পত্রিকাটির ইতিহাস

এ প্রসঙ্গে মুনতাসীর মামুন তার ‘উনিশ শতকে বাংলাদেশের সংবাদ সাময়িকপত্র (১ম খন্ড) গ্রন্থে লিখেছেন: ‘পাক্ষিক বরিশাল বার্তাবহ’ বরিশাল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। ঝালকাঠী থেকে পত্রিকাটি প্রকাশিত হোত। সম্পাদক ছিলেন মাগুরা গ্রাম নিবাসী ঈশ্বরচন্দ্র কর। এর আয়তন ছিল দু’ফর্মা এবং ইহাতে রাজকীয় সামাজিক ও নানা প্রকার সংবাদাদি প্রাকাশিত হোত। ফালগুন ১২৭৬ সনে প্রকাশিত হলেও পত্রিকাটি কতদিন টিকে ছিল জানা যায়নি।’

তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় যে, মুনতাসীর মামুন যে পত্রিকাটি প্রকাশ কাল ফালগুন ১২৭৬ (১৮৬৯) বলেছেন, সুরেশ চন্দ্র গুপ্ত সেই ‘বরিশালে বার্তাবহ’ পত্রিকা ও সত্যপ্রকাশ প্রেসটিকে ১২৮০ সালে স্থাপিত বলে মনে করেন। শরৎকুমার রায়ের মতেও পত্রিকাটি ১২৮০ সনে প্রকাশিত হয়। ব্রজেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় পত্রিকাটিকে বরিশাল থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবে মনে করেন। রোহিনীকুমার সেন ১৮৭৩ সালে ‘সত্যপ্রকাশ’ মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয় বলে মনে করেন।


সত্যপ্রকাশ মুদ্রণযন্ত্র

ঈশ্বরচন্দ্র কর এর ছোট ভাইয়ের পৌত্র প্রফুল্লকৃষ্ণ কর তপংকর চক্রবর্তীর কাছে লেখা এক চিঠিতে লিখেছেন: ‘সত্য প্রকাশ যন্ত্রালয়’ বরিশাল জিলা তথা বরিশাল শহরের প্রথম মুদ্রণালয়। প্রথমে কাঠপট্টিতে ছিল।.. সত্যপ্রকাশ যন্ত্রালয়ের প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র্র কর আমার পিতৃদেব স্বর্গীয় চন্দ্রকান্ত কর এর জ্যেষ্ঠতাত। তিনি অসাধারণ মেধাবী ছিলেন। মূলত তিনি বাংলানবীশ ছিলেন। ইংরেজি তিনি নিজেই অধ্যয়ন করতেন। কাউখালীর অপর পারে (পশ্চিম তীরে) আমরাজুরি সংলগ্ন (উত্তরে) দত্তের হাট গ্রামের জমিাদার দেবনাথ দত্ত মহাশয়ের তিনি ¯েœহধন্য ছিলেন। তিনি ঈশ্বরবাবুকে উৎসাহিত করে যশোহর পাঠান। সেখানে তার সম্বন্ধী হিজলবাড়ীর (সমুদয়কাঠী গ্রাম সংলগ্ন) সমদ্দার মোক্তার ছিলেন। তাঁরই চেষ্টায় ঈশ্বরবাবু যশোহরের জেলা শাসকের নিজস্ব মুন্সীপদের কাজ করার সুযোগ পান। এই সময় অমৃত বাজার সাপ্তাহিক বাংলা পত্রিকা ঝিনাইদহের অদূরে অমৃতবাজার পল্লী থেকে আত্মপ্রকাশ করে। বিদ্যোৎসাহী ও মেধাবী ঈশ্বরচন্দ্র কর আর স্থির থাকতে পারলেন না। কলিকাতায় গিয়ে জেলার জমিদারের সহায়তায় অর্থ সংগ্রহ করেন একটি প্রেস নিয়ে বরিশাল শহরে স্থাপন করেন। (পরিশিষ্ট‘ক’ দ্রষ্টব্য) অমৃত বাজার পত্রিকার যাত্রা শুরু হয় ১৮৬৮ সালে। অতএব বরিশাল বার্তাবহ তার পরে প্রতিষ্ঠিত হওয়াই স্বাভাবিক। শুরেশচন্দ্র গুপ্ত লিখেছেন: পত্রিকাটি খুব আড়ম্বরের সঙ্গে প্রকাশিত হইয়াছিল।


ইংরেজ ঐতিহাসিকদের মত

উইলিয়াম হান্টার এর লেখায় বরিশালের এই পত্রিকাটির কথা পাওয়া যায়: One Newspaper is Published in the District but is printed in Calcutta, under the title of the Barishal Barttabaha, a monthly Newspaper in the Bengali character, and with a circulation of about 150 subscribers.

জে. সি. জ্যাক পত্রিকাটির প্রকাশকাল ১৮৭০ বলে মনে করেন। তিনি পত্রিকাটিকে মাসিক এবং এর গ্রাহক ১৫০ বলে উল্লেখ করেছেন। পত্রিকাটি নিয়মিত পাঁচ/ছয় বছর চলার পর বন্ধ হয়ে যায়। তার মতে In 1870 only one newspaper was published in the district , the ‘Barishal barttabaha’. This was a monthly print with 150 subscribers.

স্বাধীনতা সংগ্রামে বরিশাল (১ম খন্ড) গ্রন্থ হীরালাল দাশগুপ্ত পত্রিকাটিকে ১৮৭২ সালে প্রকাশিত বলে অভিমত ব্যক্ত করেছেন।



তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।