বরিশাল বারের সভাপতি ও সম্পাদকগণ (১৮৮৪-১৯৪৭)

Barisalpedia থেকে

সভাপতি: ১. প্যারীলাল ১৮৮৪-১৯০১; ২. দীনবন্ধু সেন ১৯০১-১০; ৩. হরনাথ ঘোষ ১৯১০-১৯৩৫; ৪. রসিক চন্দ্র চক্রবর্তী ১৯৩৫-৫২।

সম্পাদক: ১. নলিনী গুপ্ত ১৮৯৮ - ১৯০২; ২. অসিত রঞ্জন চ্যাটার্জী ১৯০১-০৪; ৩. গোপাল চন্দ্র বিশ্বাস ১৯০৫-০৬; ৪. চন্দ্রমোহন চ্যাটার্জী ১৯০৬-০৭; ৫. যোগেন্দ্র মোহন ব্যানার্জী ১৯০৮- ? ৫. মথুরানাথ সেন ১৯১২-১৩; ৬. সারদা চন্দ্র সেন ১৯১৩৬-১৪; ৭. গঙ্গাচরণ দাশগুপ্ত ১৯১৪-১৫; ৮. মধুসুদন কুন্ঠ ১৯১৬-১৭; ৯. শরৎ চন্দ্র গুহ ১৯১৮-১৯; ১০. শ্রী চরণ সেন ১৯১৯-২০; ১১. ফণীকান্ত গাঙ্গুলী ১৯২০-২১; ১২. দীনেশ চন্দ্র গুহ ১৯২২-২৩; ১৩. অশ্বিনী কুমার দাশগুপ্ত ১৯২৪-২৫; ১৪. দুর্গা প্রসন্ন দাশগুপ্ত ১৯২৫-২৬; ১৫. ললিত মোহন মুখার্জী ১৯২৭-২৮; ১৬. শশীকান্ত গুপ্ত ১৯২৩-৩০; ১৭. পূর্ণচন্দ্র দে ১৯৩১-৩২; ১৭. রুহিনী লাল রায় ১৯৩৩-৩৪; ১৮. বরদাকান্ত ব্যানার্জী ১৯৩৫-৩৬; ১৯. মনোরঞ্জন মুখার্জী ১৯৩৭-৩৮; ২০. তারকানাথ চন্দ্র ১৯৩৯-৪০; ২১. বঙ্কিম বিহারী গুহ ১৯৪১-৪২; ২২. শ্যামা চন্দ্র দত্ত ১৯৪৩-৪৪; ২৩. ঋষিকেশ মুখার্জী ১৯৪৫-৪৬; ২৪. সিদ্ধেশ্বর কাঞ্জিলাল ১৯৪৭-৪৮।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।