বরিশাল দর্পণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩২, ২৪ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯৬৬ সালে মোঃ ইয়াকুব আলীর স¤পাদনায় হাবিব প্রেস থেকে প্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯৬৬ সালে মোঃ ইয়াকুব আলীর স¤পাদনায় হাবিব প্রেস থেকে প্রকাশিত হয় বাকেরগঞ্জ জেলা বোর্ডের মুখপত্র ‘বরিশাল দর্পণ’। এটি একটি সচিত্র পাক্ষিক পত্রিকা। ১ম বর্ষ, ১ম সংখ্যার প্রকাশকাল ১লা জুলাই শুক্রবার ১৯৬৬ (১৬ আষাঢ় ১৩৭৩)। প্রতিষ্ঠাতা মফিজুর রহমান সি.এস.পি.। বাকেরগঞ্জ জেলাপরিষদের সৌজন্যে জেলা জনসংযোগ অফিসার মোঃ নজরুল ইসলাম কর্তৃক জেলা তথ্য মজলিস থেকে প্রকাশিত এবং বরিশাল সদর রোড, হাবিব প্রেস থেকে আর. আলী কর্তৃক মুদ্রিত। পৃষ্ঠাসংখ্যা - ১২, দাম-১৫ পয়সা, বার্ষিক চাঁদা-৩ টাকা। স্থানীয় সংবাদ ছাড়াও এ পত্রিকায় গল্প, কবিতা, প্রবন্ধ প্রভৃতি ছাপা হতো। খেলাধূলা ও মহিলা মজলিস নামে অন্য দু’টি বিভাগও ছিল।



তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।