"বরিশাল থেকে নির্বাচিত প্রাদেশিক ও আইনসভার সদস্যবৃন্দ ১৯০৬-১৯৪৭"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
(" == পূর্ব বঙ্গ ও আসাম আইনসভার সদস্য == খান বাহাদুর হেমায়েত..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১০:১৫, ৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ


পূর্ব বঙ্গ ও আসাম আইনসভার সদস্য

খান বাহাদুর হেমায়েত উদ্দীন আহমেদ ১৯০৬-১৯১১; চৌধুরী মুহাম্মদ ইসমাইল ১৯০৮-১৯১১; এ. কে. ফজলুল হক ১৯১৩-১৯২০; চৌধুরী মুহাম্মদ ইসমাইল ১৯১৪-১৯২০।

১৯২০-২৩: আজাহার উদ্দীন আহমেদ বাকেরগঞ্জ পশ্চিম -১৯২০-২৩; ওয়াজির আলী, বাকেরগঞ্জ উত্তর -১৯২০-২১; সৈয়দ আবুল হোসেন, বাকেরগঞ্জ উত্তর -১৯২১-২২; ফজলুল করিম চৌধুরী, বরিশাল - ভোলা- ১৯২২-২৩; মুহাম্মদ ফজলুল করিম উকিল, বাকেরগঞ্জ দক্ষিণ, পটুয়াখালী - ১৯২০-২৩; শ্রী নিরারণ চন্দ্র দাশগুপ্ত, বাকেরগঞ্জ উত্তর -১৯২০-২৩; শ্রী নিরোদ বিহারী মল্লিক, বাকেরগঞ্জ দক্ষিণ -১৯২০-২৩।

১৯২৪-২৬: ফজলুল করিম চৌধুরী বাকেরগঞ্জ উত্তর -১৯২৪-১৯২৬; আজাহার উদ্দীন, বাকেরগঞ্জ পশ্চিম -১৯২৪-১৯২৬; আবুল ফজলুল করিম উকিল, বাকেরগঞ্জ দক্ষিণ -১৯২৪-১৯২৬; নিবারণ চন্দ্র দাশগুপ্ত, বাকেরগঞ্জ উত্তর -১৯২৪-১৯২৬; বিনোাদ বিহারী মল্লিক (বাকেরগঞ্জ দক্ষিণ) -১৯২৪-১৯২৬।

১৯২৬-২৯: খোরশেদ আলম চৌধুরী, বাকেরগঞ্জ উত্তর; খাজা নাযিমউদ্দিন, বাকেরগঞ্জ দক্ষিণ; সৈয়দ মুহাম্মদ আফজাল, বাকেরগঞ্জ পশ্চিম; সরল কুমার দত্ত, বাকেরগঞ্জ উত্তর; রায় বাহাদুর সত্যেন্দ্রনাথ রায় চৌধুরী, বাকেরগঞ্জ দক্ষিণ।

১৯৩০-৩৩: মুহাম্মদ হোসেন চৌধুরী, বাকেরগঞ্জ উত্তর; এ. কে. ফজলুল হক, বাকেরগঞ্জ পশ্চিম; খাজা নাযিমউদ্দিন, বাকেরগঞ্জ দক্ষিণ; বি সি চ্যাটর্জিী, বাকেরগঞ্জ উত্তর; ললিত কুমার বল, বাকেরগঞ্জ দক্ষিণ।

১৯৩৪-৩৬: মুহাম্মদ হোসেন চৌধুরী, বাকেরগঞ্জ উত্তর; হাশেম আলী খান, বাকেরগঞ্জ পশ্চিম; আবি আবদুল্লাহ চান মিয়া, বাকেরগঞ্জ দক্ষিণ; বি সি চ্যাটার্জী, বাকেরগঞ্জ উত্তর; ললিত কুমার বল, বাকেরগঞ্জ দক্ষিণ।


কেন্দ্রীয় আইন সভা ১৯৩৪-৩৬

এ. কে ফজুলল হক, কলকাতা; চৌধুরী মুহাম্মদ ইসমাইল খান কটক, উড়িষ্যা।

নির্বাচিত এমএলএ ১৯৩৭-৪৫:

এ. কে. ফজলুল হক পটুয়াখালী উত্তর; আবদুল কাদের লাল মিয়া পটুয়াখালী দক্ষিণ; খান সাহেব হাতেম আলী জমাদ্দার পিরোজপুর দক্ষিণ; সৈয়দ মুহাম্মদ আফজাল পিরোজপুর উত্তর; খান বাহাদুর হাশেম আলী খান বাকেরগঞ্জ উত্তর; আবদুল ওহাব খান বিএ বিএল বাকেরগঞ্জ উত্তর-পশ্চিম; সদরউদ্দির উকিল বাকেরগঞ্জ দক্ষিণ; কবি মোজাম্মেল হক ভোলা উত্তর; তোফাঢেল আহমেদ চৌধুরী ভোলা দক্ষিণ; যোগেন্দ্রনাথ মÐল বাকেরগঞ্জ উত্তর; উপেন্দ্রনাথ এতবর বাকেরগঞ্জ দক্ষিণ; নরেন্দ্রনাথ দাশগুপ্ত বাকেরগঞ্জ।

প্রাদেশিক কাউন্সিল: খোরশেদ আলম চৌধুরী এমএলসি।

১৯৪৬-৫৩: আরিফ হোসেন চৌধুরী বাকেরগঞ্জ উত্তর; মওলানা আবুল কাশেম বাকেরগঞ্জ উত্তর-পশ্চিম; এ.কে. ফজলুল হক বাকেরগঞ্জ দক্ষিণ; আজিজুর রহমান নওয়াব মিয়া ভোলা দক্ষিণ; খান বাহাদুর নূরুজ্জামান ভোলা উত্তর; সৈয়দ মোহাম্মদ আফজাল পিরোজপুর উত্তর; খান সাহেব হাতেম আলী জমাদ্দার পিরোজপুর দক্ষিণ; আবদুর রহমান খান পটুয়াখালী দক্ষিণ; শামসুদ্দিন সানু মিয়া পটুয়াখালী উত্তর; শ্রী সতীন্দ্রনাথ সেন বাকেরগঞ্জ দক্ষিণ; মনোরঞ্জন গুপ্ত বাকেরগঞ্জ উত্তর; ললিত কুমার বল বাকেরগঞ্জ উত্তর-পশ্চিম।

প্রাদেশিক কাউন্সিল ১৯৪৬-৪৭: আবদুল লতিফ চৌধুরী।

কেন্দ্রীয় আইনসভা

এ.কে ফজুলল হক কলকাতা; চৌধুরী মুহাম্মদ ইসমাইল খান বাকেরগঞ্জ, ফরিদপুর; যোগেন্দ্রনাথ মণ্ডল বাকেরগঞ্জ; অরুণ চন্দ্র গুহ বাকেরগঞ্জ।


পাকিস্তান গণপরিষদ ১৯৪৭-৫৫

এ. কে. ফজুলল হক বাকেরগঞ্জ; যোগেন্দ্রনাথ মণ্ডল বাকেরগঞ্জ; আজিজউদ্দীন আহমেদ বাকেরগঞ্জ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।