বরিশাল জেলার পুলিশ সুপারগণ (১৮৯৯ - ১৯৩৭)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০১:৫১, ২৪ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("বরিশাল জেলার পুলিশ সুপারগণ (১৮৯৯ - ১৯৩৭): ১৯১১ খ্রিস্টাব্দ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশাল জেলার পুলিশ সুপারগণ (১৮৯৯ - ১৯৩৭):

১৯১১ খ্রিস্টাব্দে বাকেরগঞ্জে ২০টি থানার জন্য একজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার, ২ জন ডেপুটি পুলিশ সুপার, ১ জন সহকারী পুলিশ সুপার, ৭ জন ইন্সপেক্টর, ৭৯ জন সাব হেড ইন্সপেক্টর ও ৬২৭ জন সিপাহী ছিল। তা ছাড়া গ্রামে শাস্তি রক্ষার জন্য ছিল ৫২১ জন দাফাদার ও ৫৪৬৪ জন চৌকিদার ছিল। ১৯১১ খ্রিষ্টাব্দে পুলিশের জন্য মোট ব্যয় হয়েছিল ২৫৩১৮ টাকা।

বরিশাল জেলার পুলিশ সুপারিনটেনডেন্টগণ: ১. ডব্লিউ এইচ করনিস ১৮৯৯-১৯০১; ২. মি. এফ ব্রিসকো ১৯০২; ৩. মি. সিমসন ১৯০২-০৫; ৪. ডেক ব্রোকলন ১৯০৫; ৫. এফ. ই. কেম্প ১৯০৫-০৭; ৬. ই. জি. হার্ট ১৯০৭; ৭. এফ. ই. কেম্প ১৯০৭-০৮; ৯. এফ. বকসওয়েল ১৯০৮; ১০. এ. টি. হ্যালিডে ১৯০৮-১০; ১১. ই. পি. ওয়েব ১৯১০; ১২. ই. জি. হার্ট ১৯১০-১২; ১৩. ই. সি. ওয়েব ১৯১২-১৩; ১৪. ই. এল. পিটার্স ১৯১৩-১৬; ১৫. লিও ফকনার ১৯১৬-১৯; ১৬. ওয়াকার ১৯২৩-২৪; ১৭. হোয়াইটলোর ১৯২৪; ১৮. এ. ই. হেয়ারড ১৯২৫-২৭; ১৯. সি. জে. টেলর ১৯২৭-২৮; ২০. এ. ই. পেরটার ১৯২৯; ২১. এইচ. সি. এসটরক ১৯৩০; ২২. সি. ই. এস. ফেয়ারওয়েদার ১৯৩১-৩২; ২৩. পি. ডি. এল. কেলি ১৯৩৩; ২৪. পি. ই. এস. এফনি ১৯৩৭।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।