বরিশাল ক্যাডেট কলেজ

Barisalpedia থেকে

বরিশাল ক্যাডেট কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্যাডেট কলেজগুলোর একটি। এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত।

বরিশাল ক্যাডেট কলেজ.jpg

পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের শাসনকালে ১৯৬৮ সালে বরিশাল জেলার রহমতপুরে একটি পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়। এ স্কুল প্রতিষ্ঠায় প্রাদেশিক আইনসভার পার্লামেন্টারী সেক্রেটারী আবদুর রহমান বিশ্বাস এমপিএ এবং পূর্ব পাকিস্তান সরকারের অতিরিক্ত চিফ সেক্রেটারী এস কেরামত আলী উদ্যোগী ভূমিকা পালন করেন। ১৯৮২ সালে প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ রহমতপুর পাবলিক স্কুলটি ক্যাডেট কলেজে উন্নীত করেন। এ কলেজ থেকে সুশিক্ষা গ্রহণ করে ছাত্ররা সমাজে সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠা লাভ করেছে।

অধ্যক্ষদের তালিকা

১. এম মোফাজ্জল হোসেন (০২-০২-১৯৮১ থেকে ১৭-০৬-১৯৮৬); ২. এফএম আবদুর রব (১৮-০৬-১৯৮৬ থেকে ৩১-০১-১৯৮৭); ৩. মাসউদ হাসান (১৫-০১-১৯৮৭ থেকে ২৭-০৭-১৯৯৩); ৪. ডেভিড অসিম কুমার দেওয়ান (২৮-০৭-১৯৯৩ থেকে ২০-০১-১৯৯৫); ৫. শামসুদদোহা (২১-০১-১৯৯৫ থেকে ২০-০৫-১৯৯৬); ৬. মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া (২১-০৪-১৯৯৬ থেকে ৩০-১২-১৯৯৮); ৭. সৈয়দ আবদুল খালেক (০৯-০২-১৯৯৯ থেকে ১৩-০৮-২০০১); ৮. রইস উদ্দিন আহমেদ (১১-১২-২০০১ থেকে ০১-০৮-২০০৪); ৯. মোহাম্মদ ফায়জুল হাসান (০৯-০২-২০০৫ থেকে ০১-০৪-২০০৬); ১০. লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান সুবহানী (১৮-০৫-২০০৬ থেকে ২৫-০৮-২০০৭); ১১. মহিউদ্দিন আহমেদ (২৫-০৮-২০০৭ থেকে ১৬-১০-২০০৭); ১২. মোঃ সহিদুল ইসলাম (১৪-১১-২০০৭ থেকে ২৪-০৫-২০১০); ১৩. মোঃ আবদুল বাতেন (০৯-০৬-২০১০ থেকে --)

তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।