"বরিশালে দায়িত্বরত পাকিস্তান সেনাবাহিনীর ঘাতক সেনা কর্মকর্তাগণ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("মুক্তিযুদ্ধকালে বরিশালে অবস্থানরত পাকিস্তান সেনাবাহিন..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১০:৫৬, ২৪ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

মুক্তিযুদ্ধকালে বরিশালে অবস্থানরত পাকিস্তান সেনাবাহিনীর ঘাতক সেনা কর্মকর্তাগণের তালিকা এরূপ: ১. কর্নেল আতিক মালিক, বরিশাল, পিরোজপুর; ২. মেজর নাদের পারভেরজ, পটুয়াখালী; ৩. ক্যাপ্টেন শওকাত, বরগুনা; ৪. ক্যাপ্টেন এজাজ, পিরোজপুর; ৫. মেজর ইয়াহিয়া, বরিশাল; ৬. ক্যাপ্টেন হাবিব শাহ, বরিশাল; ৭. ক্যাপ্টেন আহসান, বরিশাল; ৮. ক্যাপ্টেন মালেক, বরিশাল; ৯. ক্যাপ্টেন কায়ানী, ভোলা; ১০. ক্যাপ্টেন ইয়াসিন, পটুয়াখালী; ও ১১. মেজর তারেক মোহাম্মদ, বরিশাল।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।