বরিশালের সমবায় আন্দোলন

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৪২, ২৪ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("বিশ শতকের প্রথমভাগে খান বাহাদুর হেমায়েত উদ্দীনের নেতৃত..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বিশ শতকের প্রথমভাগে খান বাহাদুর হেমায়েত উদ্দীনের নেতৃত্বে বরিশালে সমবায় আন্দোলন শুরু হয়। তাঁর উদ্যোগে ১৯১০ খ্রিষ্টাব্দে বরিশাল ইসলামিয়া আরবান কো-অপারেটিভ সোসাইটি এবং ১৯১৩ খ্রিষ্টাব্দে বরিশালে সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি গঠন করা হয়। মঠবাড়িয়া ও খেপুপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি বিশেষ অগ্রগতি লাভ করে। ১৯৩৮ খ্রিষ্টাব্দে বরিশালে একজন সহকারী নিবন্ধক নিয়োগ করা হয়। ১৯৪১ খ্রিষ্টাব্দে খান বাহাদুর হাশেম আলী খান সমবায়মন্ত্রী নিযুক্ত হলে বরিশালে সমবায় আন্দোলন শক্তিশালী হয় এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে বহুমুখী সমবায় সমিতি গঠন করা হয়।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।