বরিশালের সংবাদ ও সাময়িকপত্রের তালিকা (স্বাধীনতাপূর্ব যুগ)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০০:২৯, ১৪ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশালের সংবাদ ও সাময়িকপত্রের তালিকা (স্বাধীনতাপূর্ব যুগ)

বৃটিশ যুগ:

১। পরিমল বাহিনী, পাক্ষিক, ১৮৫৯; ২। বরিশাল বার্তাবহ, পাক্ষিক, ১৮৭০; ৩। হিতসাধনী, ত্রৈমাসিক, ১৮৭১; ৪। সত্য প্রকাশ, পাক্ষিক, ১৮৭১; ৫। বঙ্গদর্শন, সাপ্তাহিক, ১৮৭২; ৬। বালারঞ্জিকা, সাপ্তাহিক, ১৮৭৩; ৭। গ্রামদূত, পাক্ষিক, ১৮৭৩; ৮। হিতৈষিণী, সাপ্তাহিক, ১৮৭৫; ৯। বিনোদিনী, মাসিক, ১৮৭৫; ১০। অনাথিনী, মাসিক,১৮৭৫; ১১। সর্ব্বার্থদায়িনী, মাসিক, ১৮৭৭; ১২। কাশীপুর নিবাসী, সাপ্তাহিক, ১৮৮১, ১৩। ভারত হিতৈষী, পাক্ষিক, ১৮৮২; ১৪। আর্যরঞ্জন, মাসিক, ১৮৮২; ১৫। বরিশাল হিতৈষী, সাপ্তাহিক, ১৮৮৫; ১৬। স্বদেশী, পাক্ষিক, ১৮৮৫; ১৭। সহযোগী, সাপ্তাহিক, ১৮৮৫ (১৮৯০?); ১৮। ছাত্রবন্ধু, পাক্ষিক, ১৮৯৬; ১৯। বিকাশ, সাপ্তাহিক, ১৯০০; ২০। ব্রহ্মবাদী, মাসিক, ১৯০০; ২১। বালক, সাপ্তাহিক, ১৯০১; ২২। ভারত সুহৃদ, মাসিক, ১৯০২; ২৩। স্বদেশী, সাপ্তাহিক, ১৯০৪; ২৪। মাতৃবক্ষ, মাসিক, ১৯০৯; ২৫। নমঃশূদ্র, সাপ্তাহিক, ১৯১০; ২৬। সেনাপতি, মাসিক, ১৯১২; ২৭। শিক্ষক, মাসিক, ১৯১২; ২৮। বিশ্ববন্ধু, মাসিক, ১৯১৯; ২৯। মন্ডলী, মাসিক, ১৯১৯; ৩০। দীপালী, মাসিক, ১৯২০; ৩১। তারা, মাসিক, ১৯২০; ৩২। শ্রী শ্রী সম্রাট পঞ্চম জর্জ, মাসিক, ১৯২০; ৩৩। মহিমান্বিত বৃটিশ রাজ, মাসিক, ১৯২০; ৩৪। তরুণ, মাসিক, ১৯২৩; ৩৫। নমোব্রহ্ম, ত্রৈমাসিক, ১৯২৩; ৩৬। প্রবাহ, মাসিক, ১৯২৩; ৩৭। বরিশাল, সাপ্তাহিক, ১৯২৩; ৩৮। বাখরগঞ্জ, সাপ্তাহিক, ১৯২৩; ৩৯। ভাস্কর, মাসিক, ১৯২৩; ৪০। সত্যবাদী, সাপ্তাহিক, ১৯২৩; ৪১। বাসন্তী, মাসিক, ১৯২৩; ৪২। শেফালী, মাসিক, ১৯২৩; ৪৩। বঙ্গমিহির, সাপ্তাহিক, ১৯২৪; ৪৪। পথিক, মাসিক, ১৯২৫; ৪৫।নকীব, পাক্ষিক, ১৯২৬; ৪৬। উজ্জ্বল ভারত, সাপ্তাহিক, ১৯২৬; ৪৭। প্রদীপ, মাসিক, ১৯২৭; ৪৮। বিলবাসী, মাসিক, ১৯২৭; ৪৯। সাধনা, সাপ্তাহিক, ১৯২৭; ৫০। সারথী, সাপ্তাহিক, ১৯৩১; ৫১। জাগরণী, পাক্ষিক, ১৯৩১; ৫২। পল্লীসেবী, সাপ্তাহিক, ১৯৩৪; ৫৩। পিরোজপুর হিতৈষী, পাক্ষিক, ১৯৩৬; ৫৪। পিরোজপুর নিবাসী, পাক্ষিক, ১৯৩৬; ৫৫। সপ্তক, সাপ্তাহিক, ১৯৩৭; ৫৬। ভোলা কল্যাণ, মাসিক, ১৯৩৯; ৫৭। Barisal, সাপ্তাহিক, ১৯৪০; ৫৮। সাত সতের, ত্রৈমাসিক, ১৯৪৫; ৫৯। গুলবাগ, মাসিক, ১৯৪৫।


পাকিস্তান যুগ:

১। খেলাফত, সাপ্তাহিক, ১৯৪৮; ২। হেলাল-্ই-পাকিস্তান, সাপ্তাহিক, ১৯৪৮; ৩। প্রতিভা, মাসিক, ১৯৪৮; ৪। তানজীম, সাপ্তাহিক, ১৯৪৯; ৪। গুলিস্তান, মাসিক, ১৯৫০; ৫। প্রগতি, মাসিক, ১৯৫০; ৬।তাবলীগ, পাক্ষিক, ১৯৫০; ৭। হেলাল-ই-ইসলাম, পাক্ষিক, ১৯৫০; ৮। কল্যাণ, ?, ১৯৫২; ৯। অগ্রদুত, সাপ্তাহিক, ১৯৫৩; ১০। যুগবানী, সাপ্তাহিক, ১৯৫৫; ১১। খাদেম, পাক্ষিক, ১৯৫৬; ১২। Khadem, সাপ্তাহিক, ১৯৫৬; ১৩। প্রগতি, পাক্ষিক, ১৯৬৪; ১৪। বরিশালের দর্পণ, পাক্ষিক, ১৯৬৬; ১৫। সংসার, সচিত্র মাসিক, ১৯৬৬; ১৬। কথা, সাপ্তাহিক, ১৯৬৯; ১৭। বাংলাদেশ, অর্ধসাপ্তাহিক, ১৯৭১; ১৮। বিপ্লবী বাংলাদেশ, সাপ্তাহিক, ১৯৭১।



তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।