"বরিশালের সংবাদ ও সাময়িকপত্রের তালিকা (স্বাধীনতাপূর্ব যুগ)"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বরিশালের সংবাদ ও সাময়িকপত্রের তালিকা (স্বাধীনতাপূর্ব য..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

১২:৪৯, ১৩ অক্টোবর ২০২০ তারিখের সংস্করণ

বরিশালের সংবাদ ও সাময়িকপত্রের তালিকা (স্বাধীনতাপূর্ব যুগ)

বৃটিশ যুগ:

১। পরিমল বাহিনী, পাক্ষিক, ১৮৫৯; ২। বরিশাল বার্তাবহ, পাক্ষিক, ১৮৭০; ৩। হিতসাধনী, ত্রৈমাসিক, ১৮৭১; ৪। সত্য প্রকাশ, পাক্ষিক, ১৮৭১; ৫। বঙ্গদর্শন, সাপ্তাহিক, ১৮৭২; ৬। বালারঞ্জিকা, সাপ্তাহিক, ১৮৭৩; ৭। গ্রামদূত, পাক্ষিক, ১৮৭৩; ৮। হিতৈষিণী, সাপ্তাহিক, ১৮৭৫; ৯। বিনোদিনী, মাসিক, ১৮৭৫; ১০। অনাথিনী, মাসিক,১৮৭৫; ১১। সর্ব্বার্থদায়িনী, মাসিক, ১৮৭৭; ১২। কাশীপুর নিবাসী, সাপ্তাহিক, ১৮৮১, ১৩। ভারত হিতৈষী, পাক্ষিক, ১৮৮২; ১৪। আর্যরঞ্জন, মাসিক, ১৮৮২; ১৫। বরিশাল হিতৈষী, সাপ্তাহিক, ১৮৮৫; ১৬। স্বদেশী, পাক্ষিক, ১৮৮৫; ১৭। সহযোগী, সাপ্তাহিক, ১৮৮৫ (১৮৯০?); ১৮। ছাত্রবন্ধু, পাক্ষিক, ১৮৯৬; ১৯। বিকাশ, সাপ্তাহিক, ১৯০০; ২০। ব্রহ্মবাদী, মাসিক, ১৯০০; ২১। বালক, সাপ্তাহিক, ১৯০১; ২২। ভারত সুহৃদ, মাসিক, ১৯০২; ২৩। স্বদেশী, সাপ্তাহিক, ১৯০৪; ২৪। মাতৃবক্ষ, মাসিক, ১৯০৯; ২৫। নমঃশূদ্র, সাপ্তাহিক, ১৯১০