বরিশালের শহীদ বুদ্ধিজীবীগণের তালিকা

Barisalpedia থেকে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বরিশাল বিভাগের শহীদ বুদ্ধিজীবীগণের তালিকা এরূপ: ১. লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন (আগরতলা ষড়যন্ত্র মামলার ২নং আসামি), ডুমুরতলা, পিরোজপুর; মৃত্যু ২৬ মার্চ, ঢাকায়; ২. শহীদ আলতাফ মাহমুদ (একুশে ফেব্রুয়ারির গানের সুরকার), পাতাকাটা, মুলাদী; মৃত্যু- সেপ্টেম্বর, ঢাকায়; ৩. অধ্যাপক ড. আবুল খায়ের, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যাল; মৃত্যু- ১৪ ডিসেম্বর ১৯৭১; ৪. অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা ৩০ র্মাচ; ৫. মুহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, পিআরএস, চিফ পারসোনেল অফিসার; মৃত্যু- ১১ মে, চট্টগ্রাম; ৬. হীরালাল দাশগুপ্ত, কমিউটিস্ট পার্টি নেতা, পটুয়াখালী; মৃত্যু- ২৬ এপ্রিল; ৭. এডভোকেট শ্রী ললিত কুমার বল, আইনসভার প্রাক্তন সদস্য, শিয়ালকাঠি, ভান্ডারিয়া; ৮. কাজী শামসুল হক, সহসভাপতি, আওয়ামী লীগ, আকলম, স্বরূপকাঠি; ৯. আবদুর রাজ্জাক, এসডিও, পিরোজপুর; ১০. মিজানুর রহমান, ম্যাজিস্ট্রেট, পিরোজপুর; ১১. ফয়জুর রহমান, এসডিপিও, পিরোজপুর; ১২. মোহাম্মদ ইয়াকুব আলী শেরেবাংলার একান্ত সচিব, সাতুরিয়া, রাজাপুর; মৃত্যু- ১৫ ডিসেম্বর, ঢাকায়; ১৩. শরীফ নুরুল হুদা, অধ্যাপক, বিএম কলেজ; মৃত্যু- ২১ জুলাই, বরিশাল; ১৬. কাজী আজিজুল ইসলাম. অতিরিক্ত জেলা প্রশাসক, বরিশাল; মৃত্যু- মে; ১৭. এডভোকেট সুধীর কুমার চক্রবর্তী, বরিশাল বার, মৃত্যু- অক্টোবর, বরিশালে; ১৮. এডভোকেট জিতেন্দ্রলাল দত্ত, বরিশাল বার, আগরপুর রোড; মৃত্যু- ১৪ অক্টোবর; ১৯. নীল কুমার চক্রবর্তী, প্রভাষক, রংপুর কারকাইকেল কলেজ; ২০. রামকৃষ্ণ অধিকারী, বাবুগঞ্জ, প্রভাষক, বাংলা বিভাগ, রংপুর কারমাইকেল কলেজ; ২১. আবদুল হাকিম, বরিশাল শহর, অধ্যাপক, ঝিলাইদহ ক্যাডেট কলেজ; ২২. গোলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ফরিদপুর; ২৩. ডা. বংশী বিহারী চক্রবর্তী, এম, বি, বরিশাল; ২৪. মুজিবুর রহমান কাঞ্চন, আওয়ামী লীগ নেতা, শ্রীনাথ লেইন, বরিশাল শহর; ২৫. ডা. সুশীল চন্দ্র শর্মা এলএমএফ, গৌরনদী; ২৬. এসএসএ সাদেক, শিক্ষক, বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল; মৃত্যু- ২৬ মার্চ, ঢাকা; ২৭. শফিকুল মান্নান প্রভাষক, পাতারহাট কলেজ; ২৮. কবি রফিকুল ইসলাম, প্রভাষক, দর্শনা কলেজ, চুয়াডাঙ্গা; মৃত্যু- ২৯ জুলাই; ২৯. আতিকুল্লাহ, পাথরঘাটা, মৃত্যু- মে, পটুয়াখালী; ৩০. অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ৩১. লে. কামরুল ইসলাম সেলিম, মোহাম্মদপুর, ঢাকা; ৩২. ফজলুল হক খোকন, ছাত্রনেতা,পিরোজপুর; ৩৩. তোফাজ্জেল হোসেন, মীরবহর; ৩৪. রাজা মিয়া, আমুয়া, কাঁঠালিয়া; ৩৫. গণপতি হালদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মঠবাড়িয়া; ৩৬.সৈয়দ নজরুল ইসলাম, বিপ্লবী ছাত্র ইউনিয়ন নেতা, আলেকান্দা, বরিশাল; ৩৭. মোহাম্মদ ফারুক, ছাত্রলীগ নেতা, পিরোজপুর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খ-)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।