বরিশালের লিটল ম্যাগাজিন
তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্বসাহিত্যে Ralph Waldo Emerson ও Magaret Fuller সম্পাদিত The Dial (Boston, ১৮৪০-১৮৪৪) পত্রিকাটির মাধ্যমে লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হয়। বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন ছোট কাগজের আদিরূপ হলেও বৈশিষ্ট্য বিবেচনায় অনেকেই মনে করেন যে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্রই ছোট কাগজের আদিরূপ। এরই ধারাবাহিকতায় বরিশাল অঞ্চলেও এক সময় শুরু হয় লিটল ম্যাগাজিন চর্চা।
পরিচ্ছেদসমূহ
ভূমিকা
তবে সঠিকভাবে বলা মুশকিল যে কবে থেকে এখানে লিটল ম্যাগাজিন চর্চা শুরু হয় বা কোনটি এ অঞ্চলের প্রথম ছোট কাগজ। কারণ তৎকালীন চর্চার কোনো নিদর্শন এখন আর সংগ্রহ করা প্রায় অসম্ভব। এছাড়াও যেসব লেখায় বা গ্রন্থে তৎকালীন পত্রিকা/ ছোট কাগজের বিষয় উঠে এসেছে সেখানে কোনটি প্রাতিষ্ঠানিক পত্রিকা আর কোনটি ছোট কাগজ তা সংশ্লিষ্ট লেখকগণ পরিষ্কার করেননি। ফলে আমাদের অনেক ক্ষেত্রেই ধারণার উপর নির্ভর করতে হচ্ছে, বিশেষ করে ব্রিটিশ আমল বা পাকিস্তান আমলের পত্রিকার ব্যাপারে। সাল তারিখ বা সংখ্যার তথ্য পাওয়া যায়নি বলে অনেক ক্ষেত্রেই কেবল পত্রিকা ও সম্পাদকের নামোল্লেখেই তৃপ্ত থাকতে হচ্ছে ।
প্রারম্ভ
অতীত ও বর্তমান গ্রন্থের ‘বরিশালের লিটল ম্যাগাজিনের ইতিহাস’ শীর্ষক প্রবন্ধে তপংকর চক্রবর্তী ১৮৫৯ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত বরিশালের পত্রিকা জগতের যে সুদীর্ঘ ইতিহাস রচনা করেছেন সেখানে ব্রিটিশ আমলের পত্রিকাগুলোর ক্ষেত্রে কোনটি প্রাতিষ্ঠানিক পত্রিকা আর কোনটি ছোট কাগজ তা বলা হয়নি। এক্ষেত্রে এখানে যে-সকল পত্রিকার নামের সাথে দৈনিক/পাক্ষিক/মাসিক/ত্রৈমাসিক বা এমন শব্দ যুক্ত আছে তাদের বাদ দিয়ে বাকিগুলোকে ছোট কাগজ ধরে উপস্থাপন করলে দেখা যায় যে ১৯২০ সালে মনি দত্ত ও শান্তিসুধা ঘোষ সম্পাদিত দিপালী পত্রিকাটিই বরিশালের আদি ছোট কাগজ। পত্রিকাটি মাত্র চারটি সংখ্যা প্রকাশিত হবার পরই বন্ধ হয়ে যায়। ব্রিটিশ আমলের আর কোনো কাগজ খুঁজে না পাওয়া গেলেও পাকিস্তান শাসনামলে বেশ কিছু ছোট কাগজ বরিশাল থেকে প্রকাশিত হতে দেখা যায়। উদাহরণস্বরূপ ১৯৬৬ পটুয়াখালীর চরপাড়া থেকে দেবেন্দ্রনাথ দত্তের সম্পাদনায় আন্ধার মানিক, ১৯৬৭ সালে স্বরূপকাঠী থেকে মো. ফজলুল হক দাওলাদার সম্পাদিত কল্লোল, বদিউর রহমান সম্পাদিত আনন্দধারা, ইদ্রিস আলী ও অরূপ তালুকদার সম্পাদিত পূর্বগগণ, প্রজিত কুমার সেন সম্পাদিত বিবর্তন, পরিমল দাস সম্পাদিত বিহঙ্গ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন কামাল সম্পাদিত দিগন্ত, সমীর দত্ত সম্পাদিত উত্তরা প্রভৃতি লিটল ম্যাগাজিন বা ছোট কাগজ পাকিস্তান আমলে প্রকাশিত হয়।
বালাদেশ পর্ব
স্বাধীনতা পরবর্তী থেকে বর্তমান পর্যন্ত বরিশালের লিটল ম্যাগাজিন চর্চার বেশ ভালো নজির পাওয়া যায়। তবে এখানেও সবগুলোর সাল উল্লেখ করা এমনকি কোনটি আগে কোনটি পরে তা নিরূপণ করা সম্ভব হয়নি বলে যেভাবে পাওয়া গেছে সেই ধারা রক্ষা করেই কেবল তালিকা আকারে ছোট কাগজের নাম ও সম্পাদকের নাম উল্লেখ করা হলো।
তালিকা
১. সুনীল করতল (১৯৭১), রহমান মাসুদ ও রবীন ঘোষ
২. শব্দ-ফুল-নীলিমা (১৯৭২), ফয়জুল হাকিম
৩. স্বকাল (১৯৭৪), নীতিবিকাশ ঘোষ ও টিপু সুলতান
৪. কম্পাস, নীতিবিকাশ ঘোষ ও হুমায়ুন কবীর
৫. শুভাশীষ, নীতিবিকাশ ঘোষ ও সা. ম. আ. শেলী
৬. পারাপার (সংখ্যা: ৩), ইকবাল হাসান
৭. উপকণ্ঠ, হারুন রশিদ
৮. অসংগতি, ফয়জুল হাকিম
৯. ধারাপাত (সংখ্যা: ৪), তপংকর চক্রবর্তী ও আনিসুর রহমান খান
১০. সমাবেশ (১৯৮৩), ফয়জুল হাকিম
১১. অঙ্গীকার (১৯৮৩), ফয়জুল হাকিম
১২. সমস্বর, পরিমল দাস
১৩. রূপসী বাংলা, মনিলাল দাস
১৪. কোরাস/ক্রান্তিকাল/ভোরের কবিতা/তেনা, রহমত উল্লাহ বাবুল
১৫. পথিকৃৎ, হাসান আজাদ
১৬. কবি ও কবিতা (সংখ্যা: ১০), জাতীয় কবিতা পরিষদ বরিশাল
১৭. জায়মান (সংখ্যা: ৩), শুভংকর চক্রবর্তী
১৮. কথাশব্দ, তপংকর চক্রতর্বী ও মাহমুদ হাসান
১৯. দিশারী/জীবনানন্দ, হেনরী স্বপন
২০. আরণ্যক/বিবর্তিত চিন্তার ট্যাবলয়েড, তুহিন দাস
২১. কংক্রীট, সুখরঞ্জন রায়
২২. উৎস, আযাদ আলাউদ্দিন (বোরহানউদ্দিন, ভোলা)
২৩. আগন্তুক, আশীষ আচার্য
২৪. উদ্ভাস
২৫. সকাল
২৬. কবিটীকা
২৭. কর্ষণ, মিজান রহমান
২৮. তারুণ্য, আনোয়ার কবির হীরা
২৯. নোঙর/চিত্রণ, গাফফার মাহমুদ
৩০. নতুন মুখ, মো. মোয়াজ্জেম হোসেন মানিক
৩১. কালস্রোত, সুজন কৃষ্ণ হালদার (বানারীপাড়া)
৩২. প্রতিকাশ (সংখ্যা: ৭), সাইফুল আহসান বুলবুল
৩৩. ঘোষণা, বাংলাদেশ লেখক শিবির বরিশাল
৩৪. কণ্যাশী (সংখ্যা: ৪), আখতারুজ্জামান ইরান
৩৫. কাশবন (১৯৮৯), তৌফিক মারুফ
৩৬. আগুনমুখা/কাঠবিড়ালী, নাজমুল শামীম
৩৭. ছটফট, রবীন আহসান
৩৮. মৌসুমী, সাইদা ফেরদৌস
৩৯. ধ্রুবতারা/শিরদাঁড়া ¯্রােত, অভিজিৎ দাস
৪০. শেকড়, আল হাফিজ ও এম. কামাল
৪১. উন্মেষ, অনিরুদ্ধ মিত্র
৪২. অরুণিম, মুস্তফা হাবীব
৪৩. নীলকণ্ঠ, মুজিব নেছার
৪৪. কথক (১৯৯০), পলাশ বালা মানিক, তারিক মোহাম্মদ সোহেল, আরিফ রেহমান, তুহিন সমদ্দার
৪৫. পটুয়া (২০০৪, সংখ্যা: ২), আবুল বাসার সেরনিয়াবাদ (পটুয়াখালী সাহিত্য পরিষদ, পটুয়াখালী)
৪৬. শব্দমালা, জহিরুল ইসলাম বাচ্চু (পটুয়াখালী)
৪৭. মরাকটাল, মফিউল আজম (স্বরূপকাঠী)
৪৮. জাগরী, বাদল রায়হান
৪৯. কংকাল, তাজউদ্দিন আহম্মেদ
৫০. প্রত্যাশা, মুহম্মদ আব্দুর হক
৫১. চেতনা, বিপুল কান্তি মণ্ডল
৫২. পলাশের মৌসুম, ধীরেন হালদার
৫৩. অনুশীলন/পানকৌড়ি, নাদিম আহমেদ
৫৪. গোধূলী, লিটন চৌধুরী
৫৫. প্রবাহ, অমল হালদার
৫৬. প্রাণদ/দিকদর্শন/চন্দ্রদ্বীপ, কর্ষণ সাহিত্য কেন্দ্র্র, স্বরূপকাঠী
৫৭. রোদসী (সংখ্যা: ৩), রিপন শান (লালমোহন, ভোলা)
৫৮. অধ্যায়, মাহবুবুল আলম (জাতীয় কবিতা পরিষদ, বানারীপাড়া)
৫৯. মোহনা (১৯৭৬), হেমায়েত উদ্দিন জাহাঙ্গীর ও সহীদুর রহমান মান্না
৬০. মা (১৯৭৮), হেমায়েত উদ্দিন কবীর (কিশলয় খেলাঘর আসর)
৬১. আজকের শব্দকাশ (সংখ্যা: ২, ১৯৯৫), এ. কে. এম. মোতালেব হোসেন (ঝালকাঠী)
৬২. নামতা (সংখ্যা: ৫/৬, ১৯৯৬), মামুন-অর-রশিদ (ঝালকাঠী)
৬৩. প্রতিভা (১৯৯৬), বাহাউদ্দিন গোরাপ (ঝালকাঠী)
৬৪. আগ্রহ (সংখ্যা: ২, ১৯৯৬), বিমল কুমার সাহা (ঝালকাঠী
৬৫. নদী (১৯৯৮), মুরাদ হোসেন (ঝালকাঠী)
৬৬. সবুজপত্র (সংখ্যা: ৪, ১৯৯৮), কিশোর কুমার সঞ্জ
৬৭. শহীদ নূর হোসেন সাহিত্যপত্র (সংখ্যা: ২) , পলাশ রায় ও তালুকদার হাসনাইন হাসান দিবস
৬৮. সৃজন, ঝালকাঠি বিজ্ঞান ক্লাব
৬৯. নদী (২০০২), আমীন আল-রশীদ
৭০. বিবিধ/প্রান্তস্বর, ইকতিজা আহসান
৭১. অভিঘাত, সালেহ মাহমুদ শেলী
৭২. ধানসিড়ি (১৯৯০), মুহম্মদ মুহসিন
৭৩. আড্ডা/চোরাবালি, সানাউল্লাহ সাগর
৭৪. শ্রীমন্ত (সংখ্যা: ১), মিছিল খন্দকার
৭৫. সাদাপাতা, অনিন্দ্য দ্বীপ
৭৬. পৃষ্ঠা, মোহাম্মদ জসিম
৭৭. পাটখড়ি, টোকাই ঠাকুর
৭৮. সেতুবন্ধন/মার্জিন, তুহিন ওসমান
৭৯. সন্ধ্যা/দাগ, কিং সউদ
৮০. সুবর্ন, সীমান্ত হেলাল
৮১. বিজন অশ্রুবিন্দু, মাহমুদ মিটুল
৮২. মেঘজল, হাসান মেহেদী
৮৩. বরিশালের কবিতা, ইব্রাহীম খলিল
৮৪. শিকল, রেশমা পপি
৮৫. এলিয়েন, রুমান শরীফ
৮৬. ভিনভাংড়া, শফিক আমিন
উপসংহার
তালিকাটি আরো দীর্ঘ হতে পারতো বা ধারণা করা যায় যে আরো দীর্ঘই হবে হয়তো। কিন্তু তথ্য অপ্রতুল হওয়ার ফলে এবং বরিশালের প্রত্যন্ত এলাকায় যে চর্চা হয়েছে বা চলছে তার সঠিক তথ্য আমাদের কাছে না থাকার দরুন আপাতত এখানেই থামতে হচ্ছে। আশা করছি ধীরে ধীরে তালিকাটিতে আরো তথ্য সংযোজন করা সম্ভব হবে এবং বরিশালের লিটল ম্যাগাজিন চর্চাও আপাত পূর্ণাঙ্গ একটি তালিকা পাঠকদের কাছে ভবিষ্যতে উপস্থাপিত হবে। এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকল পাঠককে অনুরোধ করা যাচ্ছে।
লেখক- মাহমুদ মিটুল
তথ্যসূত্র: ১. বাংলাদেশের লিটল ম্যাগাজিন চর্চা: অতীত ও বর্তমান, সম্পাদনা: মিজান রহমান
২. বরিশালের সংবাদ ও সাময়িকপত্র, তপংকর চক্রবর্তী
৩. বরিশালের লেখক চরিতকোষ, সম্পাদনা: সাইফুল আহসান বুলবুল
৪. লিটল ম্যাগাজিন মেলা ও আবৃত্তি ২০১৩ (পুস্তিকা), মেলা সমন্বয় কমিটি