বরিশালের মুক্তিযুদ্ধের সংগঠক এমএনএ ও এমপিএগণ

Barisalpedia থেকে

বরিশালের মুক্তিযুদ্ধের সংগঠক এমএনএ ও এমপিএগণের তালিকা এরূপ: ১. আবদুর রব সেননিয়াবাত এমএনএ, গৌরনদী-উজিরপুর, চেয়ারম্যান, দক্ষিণ-পশ্চিম জোনাল কাউন্সিল; ২. নুরুল ইসলাম মঞ্জু এমএনএ, বরিশাল; ৩. এনায়েত হোসেন খান এমএনএ, পিরোজপুর; ৪. আসমত আলী সিকদার এমএসএ, বরগুনা; ৫. তোফায়েল আহমদ এমএনএ, ভোলা; ৬. শাহজাদা আবদুল মালেক খান এমপিএ, বেতাগী-বাকলা-পাথরঘাটা; ৭. আমির হোসেন আমু এমপিএ, বরিশাল; ৮. আবদুল আজিজ খন্দকার এমপিএ, বাউফল; ৯. সৈয়দ আবুর হাশেম এমপিএ, খেপুপাড়া-আমতলী; ১০. সওগাতুল আলম সগীর এমপিএ, মঠবাড়িয়া; ১১. নুরুল ইসলাম ভান্ডারী এমপিএ, ভান্ডারিয়া-কাঁঠালিয়া; ১২. ডাঃ ক্ষিতিশচন্দ্র মন্ডল এমপিএ, পিরোজপুর-নাজিরপুর; ১৩. ফ্লাইট জার্জেন ফজলুল হক এমপিএ, বাবুগঞ্জ; ১৪. ডা. আবদুল হাই এমপিএ, পিরোজপুর; ১৫. মোতাহার উদ্দিন এমপিএ, ভোলা; ১৬. হরনাথ বাইন, উজিরপুর; ১৭. একেএম নুরুল করিম, হিজলা; ১৮. আবদুল বাকের তালুকদার, গলাচিপা; ১৯. একেএম ইসমাইল মিয়া, রাজপুর, ঝালকাঠি; ২০. রেজায়ে করিম চৌধুরী, ভোলা; ২১. আবদুল করিম সর্দার, গৌরনদী; ২২. এমডি নজরুল ইসলাম, ভোলা


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা।