বরিশালের ব্যাপটিস্ট মিশন চার্চ
Barisalpedia থেকে
খৃস্টধর্মের প্রচারক বিখ্যাত কেরির পালিতা কন্যা জেনেট ইউরোপীয় সম্প্রদায়ের বাসস্থানসমূহকে কেন্দ্র করে সর্বপ্রথম বরিশালে একটি কাঠের গির্জা তৈরি করেন। প্রাচীন সেই গির্জাটি ধ্বংস হওয়ার পর শহর বরিশালে গির্জার স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে আঠারোশ ঊনত্রিশ সালে শহরের দক্ষিণ প্রান্তে নির্মিত হয় ব্যাপটিষ্ট মিশন গির্জাটি। বর্তমান গির্জাটি তার সংস্কারলব্ধ রূপ।
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।