বরিশালের বিখ্যাত ব্যক্তিগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৩, ২৯ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে (" == ঝালকাঠি জেলার বিখ্যাত ব্যক্তিগণ == '''কাঠালিয়া উপজেলা'''..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

ঝালকাঠি জেলার বিখ্যাত ব্যক্তিগণ

কাঠালিয়া উপজেলা

ক) আওরাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মোহাম্মদ মকসুদুল্লাহ (রহ.), (১৮৮৩ - ?), তালগাছিয়ার পিরসাহেব।

খ) শৌলজালিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. বয্লুর রহমান (১৯০১ - ১৯৮৫) সুফিতাত্ত্বিক সাধক ও লেখক; গ্রাম: শৌলজালিয়া। ২. জাহাঙ্গীর তারেক (১৯৪৩-২০০৩), ভাষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস এর ভূতপূর্ব পরিচালক; গ্রাম: শৌলজালিয়া।


ঝালকাঠি সদর উপজেলা

ক) ঝালকাঠি পৌরসভার বিখ্যাত ব্যক্তিগণ: ১. রজনীকান্ত চট্টোপাধ্যায় (১৮৭৪ - ২৪ নভেম্বর ১৯৩৬), রাজনীতিক ও সমাজসেবক; পৌরসভার চেয়ারম্যান এবং ১৯২১ খৃস্টাব্দ থেকে ১১ বছর জেলা কংগ্রেসের সভাপতি। ২. নকুলেশ্বর সরকার (১৮৯৪ - ১৯৮৭), খ্যাতনামা কবিয়াল।

খ) বিনয়কাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. দাউদ শাহ (১৬ শতকের শেষভাগ) সুফি সাধক; গ্রাম: সুগন্ধিয়া । ২. হজরত একিন শাহ (১৮ শতক?) সুফি সাধক; গ্রাম: সুগন্ধিয়া ৩. কামিনীকুমার ঘোষ ( ১৮৮৯ - ৩১ অক্টোবর ১৯৭৪), নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও কর্ণধার; গ্রাম: বিনয়কাঠি।

গ) গাবখান-ধানসিড়ি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শশীকুমার তর্কতীর্থ (? - ১৯৪৮), গৈলা কবীন্দ্র কলেজের প্রধান অধ্যাপক; গাবখান গ্রাম। ২. শান্তিরঞ্জন পালিত: (২৪ মার্চ ১৯১২ - ১৩ সেপ্টেম্বর ১৯৮১), ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স এর ফিজিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক; গাবখান গ্রাম।

ঘ) গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত শাহ আহম্মদ (ষোল শতকের শেষভাগ), বাগদাদ থেকে আগত সুফী সাধক; গ্রাম: উদচড়া। ২. তিতুরাম পুততুণ্ড (অষ্টাদশ শতক), চন্দ্রদ্বীপের ইতিহাস লেখক শ্রীবৃন্দাবন পুততুণ্ডের পূর্ব পুরুষ, রাজা উদয়নারায়ণ কর্তৃক সনদপ্রাপ্ত জ্যোতিষী; গ্রাম: হোসেনপুর। ৩. অন্নদাসুন্দরী ঘোষ (১৮৭৩ - ২০ জুলাই ১৯৫০), কবি ও বিপ্লবী শান্তিসুধা ঘোষের মা; গ্রাম রামচন্দ্রপুর। ৪. কালীশচন্দ্র বিদ্যাবিনোদ (? - ১৪ আগস্ট ১৯১৪), ১৮৯৪খ্রি. ‘দরিদ্র বান্ধব সমিতি’র সর্বাধিনায়ক; গ্রাম রামচন্দ্রপুর। ৫. সৈয়দ উদ্দীন আহমেদ (১৮৯০ - ৩১ মার্চ ১৯৫৫), প্রথম জীবনে নওয়াব সলিমুল্লাহর প্রাইভেট সেক্রেটারি ও পরবর্তী জীবনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা; গ্রাম: ভারুকাঠি। ৬. হেমচন্দ্র গুহ (১.৬.১৯০৩ - ১৮.১১.১৯৯২), যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য; কাঁচাবালিয়া গ্রাম। ৭. নিরঞ্জন সেনগুপ্ত (২৬ জুলাই ১৯০৩ - ৪ সেপ্টেম্বর ১৯৬৯), ৭ বছর আন্দামানে দ্বীপান্তর দ-প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী; ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গ মন্ত্রীসভার উদ্বাস্তু ও ত্রাণমন্ত্রী; গ্রাম: ভারুকাঠি। ৮. হীরালাল দাশগুপ্ত (১৯০৫ - ২০ এপ্রিল ১৯৭১) বিপ্লবী ও শহীদ মুক্তিযোদ্ধা: গ্রাম: ভারুকাঠি। ৯. অশোক গুহ (১৯১১ - ১৯৬৫), বিখ্যাত অনুবাদক ও লেখক; গ্রাম: কাঁচাবালিয়া।

ঙ) কেওড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. জনার্দন বন্দ্যোপাধ্যায় (১৯২৮ - মার্চ ১৯৭৯), কলকাতায় নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের তিনি প্রতিষ্ঠাতা ও প্রধানশিক্ষক, গ্রাম: কেওড়া। ২. মুহাম্মদ হোসেন (রঃ), জৌনপুরী সিলসিলার প্রবীণ খলিফা। ৩. শঙ্কর সেনগুপ্ত (১৯৩৩-১৫.১০.১৯৮৯), বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও লেখক; গ্রাম: কেওড়া।

চ) নথুল্লাবাদ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. অশ্বিনীকুমার গঙ্গোপাধ্যায়: (জন্ম ১৮৮৮ - ১৬ নভেম্বর ১৯৮৫), স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী; গ্রাম: নথুল্লাবাদ। ২. সৈয়দ আবদুল মান্নান (১৯১৪ - ১৯৮০) লেখক ও সাংবাদিক, গ্রাম: চাচইর।

ছ) কীর্তিপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হরসুন্দরী দেবী ( ? - ১৮২৮ ), কীর্তিপাশার জমিদারির প্রতিষ্ঠাতা কৃষ্ণরামের প্রপৌত্র কালী প্রসন্ন কুমারের স্ত্রী যিনি সহমরণে স্বামীর চিতায় আরোহণ করেছিলেন; গ্রাম: কীর্তিপাশা। ২. শরৎকুমার রায় (১৮৭৮- ২ জুন ১৯৩৫), লেখক ও সাংবাদিক; গ্রাম: তারপাশা। ৩. চিন্তারঞ্জন স্মৃতিতীর্থ: (জুলাই ১৮৮৩ - ৩০ মার্চ ১৯৫০), মহাভারতের বিষয়ে নিখিল ভারতীয় প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ‘সরস্বতী’ ও ‘ভারতী’ উপাধিপ্রাপ্ত; গ্রাম: তারপাশা। ৪. আশুতোষ আইচ: (১৮৯৫ - ১৯৯৪ সালে) কোলকাতার বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান ‘শ্রীনিকেতন’-এর প্রতিষ্ঠাতা; গ্রাম: রুনসি। ৫. রাধিকারঞ্জন বন্দ্যোপাধ্যায়: (১৯১৬- ১৩.১.১৯৯৯) স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের দুই মেয়াদে মন্ত্রী, গ্রাম: তারপাশা। ৬. শৈলেন পাল (১০.৫.১৯২২-৩.৫.২০০০), ভারতের বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা; গ্রাম: গোবিন্দধবল ৭. অধ্যাপক ড তপন রায়চৌধুরী (১৯২৬ সালের ৮ মে - ২৬ নভেম্বর ২০১৪) খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ ও অক্সফোর্ডের প্রফেসর; গ্রাম: কীর্তিপাশা।

জ) নবগ্রাম ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মাহের উদ্দীন ফকির (রঃ) (উনবিংশ শতক), সুফী-সাধক, গ্রাম: মোকাররমপুর। ২. সুহাসিনী সেন (১৯১৬-২১.৮.১৯৯৭), স্বাধীনতা সংগ্রামী ও মনোরমা (বসু) মাসিমার ঘনিষ্ঠ সহযোগী; গ্রাম: বাউকাঠি।

ঝ) পোনাবালিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হেমচন্দ্র রায়চৌধুরী (৬ এপ্রিল ১৮৯২ - মৃত্যু ৪ মে ১৯৫৭), বিশিষ্ট ঐতিহাসিক ও কলকাতা বিশ^বিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, পোনাবালিয়ার জমিদার পরিবারের সন্তান, গ্রাম: পোনাবালিয়া। ২. আবদুল গনি বয়াতি (১৯০৯ - ১৯৭৯ সনের ১৯ আগস্ট) জারী স¤্রাট ও গীতিকার; গ্রাম: নুরুল্লাপুর।

ঞ) শেখেরহাট ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শেখ শাহ্ খুদগীর (১৭ শতক) আরব থেকে আসা ইসলাম প্রচারক; তাঁর নামে শেখের হাট নামকরণ: গ্রাম: রাজপাশা। ২. কালু খা (১৭ শতক), শাহ সুজার সামরিক কর্মচারী; গ্রাম: শেরযুগ। ৩. আবদুল কুদ্দুস (? - ১৯৭৬), ছারছিনা মাদ্রাসার হেড মাওলানা; গ্রাম: গুয়াটোন

ট) বাসন্ডা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. চণ্ডীচরণ সেন (২৭ জানুয়ারি ১৮৪৫- ১০ জুন ১৯০৬) সাব-জজ, লেখক ও কবি কামিনী রায়ের পিতা; গ্রাম: বাসণ্ডা। ২. কামিনী রায় (১২ অক্টোবর ১৮৬৪ - ২৭ সেপ্টেম্বর ১৯৩৩) বিখ্যাত কবি ও ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট; গ্রাম: বাসণ্ডা। ৩. ডা. যামিনী সেন (জুন ১৮৭১ - ১৯৩৩) ‘ফেলো অফ দি রয়াল ফ্যাকাল্টি অফ সার্জনস অ্যান্ড ফিজিশিয়ানশ’ উপাধিতে ভূষিত পৃথিবীর প্রথম মহিলা ডাক্তার; কামিনী রায়ের বোন; গ্রাম: বাসণ্ডা। ৪. সুধীরকুমার সেন (১৮৮৮ - ২৮ আগস্ট ১৯৫৯), ‘সেন অ্যান্ড পন্ডিত কোং’ এর মালিক; কবি কামিনী রায়ের ভাই; ভারতবর্ষে সাইকেলের ব্যবসায় এবং সাইকেল নির্মাণ ও বিকাশে পথিকৃৎ; গ্রাম: বাসণ্ডা।


নলছিটি উপজেলা

ক) নলছিটি পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. পীতাম্বর সেন (অষ্টাদশ শতক), ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের ষড়যন্ত্রকারী রাজবল্লভের পৌত্র ও নলছিটি শহরের প্রতিষ্ঠাতা। ২. হেরম্বনাথ চট্টোপাধ্যায় (১.৩.১৯২৫ - ১১.৮.১৯৯৯), বিশিষ্ট শিক্ষাব্রতী; কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.ফিল. এবং বুদাপেস্ট বিশ্ববিদ্যালয় থেকে ডি.এসসি.।

খ) দপদপিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ:: ১. হোসাইন আহমদ (রহ.), (? - ১৯৬৫) তিমিরকাঠির হুজুর নামে পরিচিত ছারছিনা মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক; গ্রাম: দপদপিয়া। ২. আবদুল মান্নান: (? - ১৯৯৪) মুক্তিযুদ্ধে বরিশাল সদরের বেইজ কমান্ডার, গ্রাম: দপদপিয়া। ৩. গোলাম মুস্তাফা (২ মার্চ ১৯৩৫ - ২০ ফেব্রুয়ারি ২০০৩), বাংলাদেশের অভিনয় জগতে এক কিংবদন্তী; গ্রাম: দপদপিয়া।

গ) কুলকাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত শাহ্ চেরাগ আলম (১৭ শতকে) ইসলাম ধর্ম প্রচারক; গ্রাম: বিহঙ্গল। ২. অমূল্যকুমার দাশগুপ্ত (জন্ম ১৯১১ - ৫ মার্চ ১৯৭৩), লেখক এবং ‘আনন্দবাজার পত্রিকা’ ও ‘শনিবারের চিঠি’র সহ-সম্পাদক; গ্রাম: কুলকাঠি। ৩. সুশীলকুমার মুখোপাধ্যায় (১.১.১৯১৪ - ১৮.১১.২০০৬), প্রখ্যাত মৃত্তিকাবিজ্ঞানী এবং কলকাতা ও কল্যাণী দুটি বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য; গ্রাম: কুলকাঠি।

ঘ) কুশঙ্গল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. তারিণীকুমার গুপ্ত (১৮৫০ - ১১ জানুয়ারি ১৯২৪), স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী ডাক্তার ও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান; গ্রাম: সরমহল। ২. নিশিকান্ত গঙ্গোপাধ্যায় (জন্ম ১৮৮৫ - ২১ ডিসেম্বর ১৯৭৮), ১৯৩০খ্রি. বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি ও বরিশালের সত্যাগ্রহ পরিচালনার সর্বাধিনায়ক; গ্রাম: মানপাশা। ৩. বিমল সেন (জন্ম ১৯০৬ - ১০ সেপ্টেম্বর ১৯৩৪), বিখ্যাত লেখক, গ্রাম: ফয়রা । ৪. যতীন্দ্রনাথ রায় (১৮৮৯ - ১৭ নভেম্বর ১৯৭২), ওরফে ফেগু রায়; বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী; কুশঙ্গল গ্রাম। ৫. নগেন্দ্রনাথ গুপ্ত (২০ জুন ১৯০৯- ২০ জুলাই ১৯৮৫) বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সংঘের জেলাশাখার সভাপতি ও শঙ্কর মঠের গ্রন্থাগারিক; গ্রাম: সরমহল।।

ঙ) মোল্লাহাট ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬ সালের ১ এপ্রিল - ১৯৯৭ সালের ১০ জানুয়ারি), বিখ্যাত লেখক, গ্রাম: কামদেবপুর।

চ) রানাপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (রহ.) (? - ১ আগস্ট ১৯৪২), হদুয়ার পীরসাহেব; গ্রাম: হদুয়া।

ছ) সিদ্ধকাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. গিরিজাপ্রসন্ন রায়চৌধুরী (জন্ম ১৮৬২ - মৃত্যু ১৮৯৯) সাহিত্যিক, গ্রাম: সিদ্ধকাঠী। ২. অনুকূলচন্দ্র (১৮৯৫ - ??), বরিশাল ‘ধর্মরক্ষিণী সভা’র অধ্যাপক ও সহ-সম্পাদক এবং আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে গীতা, রামায়ণ, মহাভারত প্রভৃতির ব্যাখ্যাতা; গ্রাম: সিদ্ধকাঠী।


রাজাপুর উপজেলা

ক) গালুয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সৈয়দ হাতেম আলী (১৯০৭- ২৮ মার্চ ১৯৭৪), ওরফে হাতেম মীরা; সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল- এর প্রতিষ্ঠাতা; গ্রাম: গালুয়া। ২. আজিজুল হক শাজাহান (১৯৩৩- ১৫ নভেম্বর ২০১৪), লেখক এবং শেরে বাংলার সহকারী একান্ত সচিব; গ্রাম: গালুয়া।

খ) সাতুরিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শেখ শাহাবুদ্দিন (১৬২৮ - ১৭৪৫), সাতুরিয়ার জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ও ইসলামী সাধু পুরুষ। গ্রাম: সাতুরিয়া। ২. মেহেরুন্নেছা (ঊনবিংশ শতক), সাতুরিয়ায় পোস্ট অফিস, স্কুল ও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা এবং বরিশাল সদর হাসপাতালের অন্যতম জমিদাতা, গ্রাম: সাতুরিয়া। ৩. মুহাম্মদ ইয়াকুব মিয়া (১৯২৮ - ১৯৭১), এ কে ফজলুল হক গভর্নর থাকাকালে তাঁর একান্ত সচিব ও শহীদ বুদ্ধিজীবী; গ্রাম: সাতুরিয়া।

গ) শুক্তাগড় ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. বনমালী চক্রবর্তী (১২ ফেব্রুয়ারি ১৮৭৫ - ১৬ এপ্রিল ১৯৫৭), কলকাতা বঙ্গবাসী কলেজ ও কাশী হিন্দু কলেজের অধ্যক্ষ; গ্রাম: শুক্তাগড় । ২. অমরেন্দ্র ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯০৭ - ১৪ জানুয়ারি ১৯৬২), বিভাগপূর্ব পূর্ব বাংলার বিখ্যাত ঔপন্যাসিক; গ্রাম: শুক্তাগড় । ৩. দেলওয়ার হোসেন (১ এপ্রিল ১৯৪৫ - ২৩ সেপ্টেম্বর ১৯৮১), বীরপ্রতীক মুক্তিযোদ্ধা ও ৬ নম্বর সেক্টরের অধীন দিনাজপুরের সাব-সেক্টর কমান্ডার; গ্রাম: গোপালপুর। ৪. হুমায়ূন কবির (২৫ ডিসেম্বর ১৯৪৮ - ৬ই জুন ১৯৭২) কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; গ্রাম: স্যাকরাইল।


পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিগণ

দুমকি উপজেলা

ক) শ্রীরামপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শ্রী শিবন মজুমদার (অষ্টাদশ শতকের প্রথমভাগ), মুর্শিদকুলী খানের খাজাঞ্চি, গ্রাম- শ্রীরামপুর। ২. মোহাম্মদ কেরামত আলী (১ জানুয়ারি ১৯২৬ - ৪ জুন ২০০৪), বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সরকারের প্রশাসনিক বিভাগে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের দায়িত্বও পালন করেছেন; গ্রাম- শ্রীরামপুর ৩. রফিকুল ইসলাম (১৯৩৬ - ২৯ জুলাই ১৯৭১), শহীদ বুদ্ধিজীবী ও অধ্যাপক; গ্রাম- শ্রীরামপুর।


পটুয়াখালি সদর উপজেলা

ক) পটুয়াখালি পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. দীনেশচন্দ্র সেন (১৯০৩ - ৩ আগস্ট ১৯৭৪), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। ২. লাবণ্যপ্রভা দাশগুপ্ত (জন্ম ১৯০৩ - ২১ ফেব্রুয়ারি ১৯৮৪), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী।

খ) লোহালিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শেখ কবির মাহমুদ (১৮ শতক), ইসলাম ধর্ম প্রচারক; গ্রাম: লোহালিয়া। ২. বি. ডি. হাবীবুল্লাহ (১৯০৮ - ১২ নভেম্বর ১৯৯৮), বাকসম্রাট হিসেবে খ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও লেখক, গ্রাম: লোহালিয়া।


বাউফল উপজেলা


ক) ধুলিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. গাজী পঞ্চম আলী হাওলাদার (১৯২৬ - ১০ ফেব্রুয়ারি ১৯৯৪), মুক্তিযুদ্ধকালে বাউফলের বেইজ কমান্ডার; গ্রাম: ধুলিয়া। ২. সৈয়দ আশরাফ হোসেন (১৩ডিসেম্বর ১৯২৯ - ৩ মে ২০০৮), রাজনীতিবিদ, ভাষাসৈনিক, ও এমপিএ; গ্রাম: ধুলিয়া।

খ) কাচিপাড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. আবদুল আজিজ খন্দকার, এডভোকেট (১৯২৩- ১৯৯১), রাজনীতিবিদ, ১৯৭০ সালে এমপিএ, ১৯৭৩ সালে এমপি; গ্রাম: বৌলতলা। ২. এম. এ. মুনএম (১৯৩৫ - ১৯৯৯), সাবেকমন্ত্রী; গ্রাম: কারখানা।

গ) কালাইয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. মনোরঞ্জন সিকদার (১৯১৩ - ২৭ ডিসেম্বর ১৯৭৬), ১৯৫৬ সনে প্রাদেশিক মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী; গ্রাম: কর্পুরকাঠী।

ঘ) কালিশুরি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. সাইয়েদুল আরেফিন (র.) (পঞ্চদশ শতক), সুফী-সাধক ও ইসলাম প্রচারক।

ঙ) কেশবপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. ডা. মোখলেছুর রহমান (১৯৩৪ - ৪ এপ্রিল ২০১৬), বরিশাল জেলা পরিষদের প্রশাসক; গ্রাম: কেশবপুর।  

পিরোজপুর জেলার বিখ্যাত ব্যক্তিগণ

কাউখালী উপজেলা


ক) কাউখালী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ড. আবুল খায়ের (১৯২৯ সালের ১ এপ্রিল- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর), শহীদ বুদ্ধিজীবী ও অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; গ্রাম: কাঠালিয়া।

খ) শিয়ালকাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মাওলানা আব্দুর রহিম (২ মার্চ ১৯১৮ - ১ অক্টোবর ১৯৮৯), লেখক ও ১৯৭৯ সালে এমপি।


নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা

ক) স্বরূপকাঠি পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. নেছারউদ্দীন আহমদ (রহ.) (১৮৭৩ - ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারি), ছারছিনার পির সাহেব।

খ) জলাবাড়ি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. কমরেড অজিত বিশ্বাস (১৯২৪ সনের ১৫ ডিসেম্বর- ২০০৪ সনের ১০ অক্টোবর), ব্রিটিশ বিরোধী সংগ্রামের একজন নিবেদিত কর্মী ও কমিউনিস্ট নেতা; গ্রাম: জলাবাড়ি। ২. জীবন বালা বিশ্বাস (১৯২৫ - ২০০৫ সনের ২৮ জানুয়ারি), ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর বরিশালের অন্যতম নারীনেত্রী।

গ) সমুদয়কাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত শাহ্ কামাল (সপ্তদশ শতক), মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাকলায় ইসলাম প্রচারক; গ্রাম: সেহাঙ্গল। ২. হাশেম আলী খান (২ ফেব্রুয়ারী ১৮৮৮ - ১৬ এপ্রিল ১৯৬২), অবিভক্ত বাংলার মন্ত্রী ও বঙ্গীয় আইন সভার সদস্য; গ্রাম: সেহাঙ্গল। ৩. নুরুল ইসলাম খান (২৪ নভেম্বর ১৯২১ - ৯ এপ্রিল ১৯৮১), বৃটিশ বিরোধী আন্দোলনের কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব; খান বাহাদুর হাশেম আলী খানের পুত্র; গ্রাম: সেহাঙ্গল।

ঘ) সোহাগদল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. দস্তর খাঁ (সপ্তদশ শতক) দিল্লি থেকে আগত ইসলাম প্রচারক। ২. জাহাঙ্গীর বাহাদুর: (? - ১৯৭২) মুক্তিযুদ্ধকালে স্বরূপকাঠীর বেইজ কমান্ডার।


পিরোজপুর সদর উপজেলা

ক) পিরোজপুর পৌরসভা অঞ্চলের ব্যক্তিবর্গ: ১. আয়েত আলী চৌধুরী (বিংশ শতকের প্রথম ভাগ) লেখক; মাছিমপুর। ২. যোগেশচন্দ্র বাগল (২৭ মে ১৯০৩ - ৭ জানুয়ারি ১৯৭২), বিখ্যাত প-িত, সাংবাদিক ও সম্পাদক; জন্মস্থান কুমিরমারা। ৩. ক্ষেত্র গুপ্ত (১৭ জানুয়ারি ১৯৩০ - ২ সেপ্টেম্বর ২০১০), বিশিষ্ট অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক। ৪. মোয়াজ্জেম হোসেন, শহীদ লে. কমান্ডার (১৯৩২-১৯৭১): আগরতলা ষড়যন্ত্র মামলার ১ নম্বর আসামি ও শহীদ মুক্তিযোদ্ধা; ডুমুরতলা। ৫. সুনীলবিহারী সেনশর্মা (১৫.৫.১৯৩৩ - ১.১১.২০০৩), বিশিষ্ট ভূতত্ত্ববিদ। ৬. কামরুন্নাহার লাইলী (জন্ম ১৯৩৭ - ১২ মে ১৯৮৪), পূর্ব পাকিস্তান ছাত্রইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী এবং ডাকসুর নির্বাচিত সদস্য; ‘বাংলাদেশ-চীন মৈত্রী’ সমিতির সভানেত্রী।

খ) রায়েরকাঠি গ্রামের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. রুদ্রনারায়ণ রায় (সপ্তদশ শতক), রায়েরকাঠিতে রায়দের জমিদারির প্রতিষ্ঠাতা। ২. নরনারায়ণ রায় (ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগ) বাংলা ভাষায় বরিশালের সর্ব প্রথম গদ্যলেখক মর্মে রোহিনীকুমার সেনের দাবি। ৩. উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রী (জন্ম ১৫ নভেম্বর ১৮৬৭। মৃত্যু ২১ জুলাই ১৯৫৯) খ্যাতনামা সংস্কৃতবিদ, আদর্শ শিক্ষাব্রতী ও অধ্যাপক; বেদপাঠের অধিকার আন্দোলনের পথিকৃৎ; রায়েরকাঠি রাজবংশের রাজা শশিভূষণ রায় চৌধুরীর পুত্র। ৪. শিশিরকুমার বসু (২৪ সেপ্টেম্বর ১৮৯৬ - ২৭ জুন ১৯৭০), শিশির পাবলিশিং হাউসের পরিচালক ও বিশিষ্ট সম্পাদক। ৫. নৃপেন্দ্রনাথ রায়চৌধুরী (১৯ ফেব্রুয়ারি ১৯০৬ - মৃত্যু ৩০ এপ্রিল) লেখক, প্রাবন্ধিক ও ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তা, উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রীর পুত্র। ৬. শিবনারায়ণ রায় (২০.১.১৯২১ - ২৬.২.২০০৮), বিশিষ্ট প্রাবন্ধিক ও অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ইউনিভার্সিটির অধ্যাপক।

গ) শঙ্করপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তি: ১. আহসান হাবীব (২ জানুয়ারি, ১৯১৭ - ১০ জুলাই, ১৯৮৫), কবি ও সম্পাদক।


ভাণ্ডারিয়া উপজেলা

ক) ভাণ্ডারিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মাওলানা মোহাম্মদ এমদাদ আলী (১৮৯১ - ১৯৬৯ সালের ৯ এপ্রিল) ছারছিনা আলীয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা; ভান্ডারিয়া গ্রাম ২. তফাজ্জল হোসেন মানিক মিয়া (১৯১১ - ৩১ মে ১৯৬৯), দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা; ভান্ডারিয়া গ্রাম। ৩. মনিরুজ্জামান রাজ (জুলাই ১৯৩৬ - ২৭ ডিসেম্বর ১৯৭৬ সাল): অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব; আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী শহীদ লে. ক. মোয়াজ্জেম হোসেনের কনিষ্ঠ ভ্রাতা; ভান্ডারিয়া গ্রাম।

খ) ভিটাবাড়িয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আবদুল খালেক, বীরপ্রতীক (?? - ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি), বীরপ্রতীক মুক্তিযোদ্ধা, গ্রাম: শিয়ালকাঠি। ২. রায়সাহেব ললিত কুমার বল (?? - ১৯৭১) প্রাদেশিক আইসভার সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধা, গ্রাম: শিয়ালকাঠি।

গ) গাজীপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শহীদ আবুল কাসেম, বীরবিক্রম (? - ১৯৭১ সালের ২১ নভেম্বর), শহীদ মুক্তিযোদ্ধা; রাধানগর তেওয়ারীপুর গ্রাম।


মঠবাড়িয়া উপজেলা

ক) মঠবাড়িয়া পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মুহম্মদ আবদুল খালেক (বিংশ শতকের শেষভাগ), লেখক; দক্ষিণ মিঠাখালি।

খ) দাউদখালী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মেহেদী আলী ইমাম, বীরবিক্রম (১২ জুন ১৯৪৯ - ২৮ সেপ্টেম্বর ১৯৯৮), খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, গ্রাম: দাউদখালী। ২. আনিস মোল্লা (?? - ১৯৯৩), বীরবিক্রম মুক্তিযোদ্ধা; খায়েরঘাটচরা গ্রাম।

গ) গুলিসাখালী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মহিউদ্দিন আহমেদ (১৫ জানুয়ারী ১৯২৫ - ১২ এপ্রিল ১৯৯৭): জাতীয় সংসদের বিরোধী দলের প্রাক্তন উপনেতা; গ্রাম: গুলিশাখালী। ২. সওগাতুল আলম সগীর (১৯৪১ - ১৯৭৩ সালের ২ জানুয়ারি), ঢাকা বিশ^বিদ্যালয়ের জহুরুল হক হলের ভিপি এবং ১৯৭০ সালের এমপিএ; গ্রাম: গুলিশাখালী।

ঘ) টিকিকাটা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. গগন মিয়া (উনবিংশ শতকের মধ্যভাগ), জমিদার বিরোধী আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দিয়ে আন্দামানে যাবজ্জীবন দ-প্রাপ্ত, গ্রাম: সিংখালী। ২. মোহন মিয়া (উনবিংশ শতকের মধ্যভাগ), সিংখালী কৃষক বিদ্রোহের নেতা; আন্দামানে যাবজ্জীবন দ-প্রাপ্ত; গগন মিয়ার ভাই; গ্রাম: সিংখালী।  

বরগুনা জেলার বিখ্যাত ব্যক্তিগণ

আমতলী উপজেলা

ক) হালদিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. নাসিরউদ্দিন আহমেদ, শহীদ মুহাম্মদ (? - মার্চ ১৯৭১), ১৯৪৮ সালে বরিশাল মুসলিম ছাত্রলীগের সভাপতি; শহীদ মুক্তিযোদ্ধা; তকতাবুনিয়া গ্রাম।


পাথরঘাটা উপজেলা

ক)চর দুয়ানি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ছিদাম চৌধুরী (উনবিংশ শতক), জ্ঞানপাড়া তালুকের মালিক ও জ্ঞানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বরগুনা সদর উপজেলা

খ) বরগুনা পৌরসভা: ১. সিদ্দিকুর রহমান (১৯৫১ - ১৯৮৬ সালের ২৯ জুন) মুক্তিযোদ্ধা কমান্ডার ও ১৯৭৯ সালে এমপি; রোডপাড়া


বামনা উপজেলা

ক) বামনা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সফিজউদ্দিন জমাদার (উনবিংশ শতক), বামনা চৌধুরী পরিবারের প্রতিষ্ঠাতা। ২. আসমত আলী সিকদার (১৯৩৯- ২০০১ সালের ৯ মে), রাজনীতিবিদ ও আইনজীবী; ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য; গ্রাম: কালিকাবাড়ি। ৩. সৈয়দ জিয়াউল হাসান (?),যুক্তফ্রন্টের সময় আইনসভার স্পীকার। ৪. সৈয়দ শামিম আহসান (?), বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব। ৫. সৈয়দ কামরুল আহসান (?),রাজনীতিবিদ ও সাহিত্যিক; হবিগঞ্জ হতে পাকিস্তান গণপরিষদের সদস্য।

খ) বুকাবুনিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মীর ফজলে আলী (১৮৮৯ - ১৯৩৯), লেখক-গায়ক, সঙ্গীতজ্ঞ, সুরকার ও আইনজ্ঞ ঢাকা বিশ^বিদ্যালয়ের আইনের শিক্ষক । গ্রাম: চালিতাবুনিয়া।  

বরিশাল জেলার বিখ্যাত ব্যক্তিগণ

আগৈলঝাড়া উপজেলা

ক) বাকাল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ত্রিলোচন দাশ কবীন্দ্র (পঞ্চদশ শতক), কলাপ ব্যাকরণের টীকা ‘কাতন্ত্রবৃত্তি পঞ্জিকা’র রচয়িতা; কবি বিজয় গুপ্তের মামা; গ্রাম: ফুল্লশ্রী। ২. বিজয় গুপ্ত (পঞ্চদশ- ষোড়শ শতক), মনসা মঙ্গলের বিখ্যাত মধ্যযুগীয় কবি। ৩. জানকীনাথ কবিকণ্ঠহার (পঞ্চদশ - ষোড়শ শতক), “চর্করিত রহসা” নামক ব্যাকরণের অংশবিশেষ ও যঙ-লুগন্ত প্রত্যয় সম্বন্ধে শ্লোকপূর্ণ গ্রন্থের রচয়িতা; বিখ্যাত নৈয়ায়িক; গ্রাম: ফুল্লশ্রী। ৪. কার্তিকচন্দ্র দাশগুপ্ত (৬ আগস্ট ১৮৮৪ - ২৭ ফেব্রুয়ারি ১৯৬৫) সাহিত্যিক; গ্রাম: ফুল্লশ্রী। ৫. নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (২০ মার্চ ১৯০১ - ২ সেপ্টেম্বর ১৯৯৩) বেদান্ততীর্থ; শিক্ষাব্রতী ও সমাজসেবী; গ্রাম: বাকাল। ৬. প্রাণকুমার সেন (৬ এপ্রিল ১৯০১ - ২৫ মার্চ ১৯৬২), দশ বছর বরিশাল শিক্ষক সমিতির সম্পাদক ও পরে সভাপতি; বরিশাল হিতৈষীর সম্পাদক; গ্রাম: ফুল্লশ্রী। ৭. অমিয় দাশগুপ্ত (১৯১৭ - ২৮ মার্চ ১৯৮০), সর্বভারতীয় কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক; গ্রাম: ফুল্লশ্রী। ৮. মনীন্দ্রনাথ সমাজদার (১৯২৪ - ?), বহু ভাষাবিদ ও সংস্কৃত পন্ডিত; গ্রাম: ফুল্লশ্রী। ৯. ভেগাই হালদার(১৮৫৩-১৯৩৩) দেশপ্রেমিক ও সাধক পুরুষ; আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতা; গ্রাম: মানসী-ফুল্লশ্রী।

খ) গৈলা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ছবি খা (ষোড়শ - সপ্তদশ শতক), মূল নাম সাবিহ খা (?), সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাকলার ফৌজদার; গ্রাম: গৈলা। ২. কালীপ্রসন্ন তর্কচূড়ামণি (১৮৩৩ - ১৮৯৭) বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামের জমিদার বরদাকান্ত রায়ের সভাপ-িত ও ধর্মোপদেষ্টা; গ্রাম: গৈলা। ৩. ললিতমোহন দাস (৬ ফেব্রুয়ারি ১৮৬৮ - ২৭ ডিসেম্বর ১৯৩২), কলকাতাস্থ ‘বরিশাল সেবা সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি; গ্রাম: গৈলা। ৪. কুসুমকুমারী দাশ (১৮৭৫ - ২৫ ডিসেম্বর ১৯৪৮), কবি; কবি জীবনানন্দ দাশের মাতা; গ্রাম: গৈলা। ৫. চন্দ্রকান্ত চক্রবর্তী (জন্ম ১৮৮৭ - ১৫ মে ১৯৭১), ১৯১৫-১৭ খ্রি. ভারত-জার্মান ষড়যন্ত্রের যে মামলা আমেরিকায় চলছিল তার আসামি; গ্রাম: গৈলা। ৬. সুরেন্দ্রনাথ দাশগুপ্ত (১৮৮৭ - ১৮ ডিসেম্বর ১৯৫২), কলকাতা বিশ্ববিদ্যালয়ের নীতিবিজ্ঞানের অধ্যাপক এবং প্রখ্যাত দার্শনিক; গ্রাম: গৈলা। ৭. সুরেশচন্দ্র সেনগুপ্ত (১৯০১-১৯৯৫), ভারতের জৈব রসায়ণের গবেষণা ও শিক্ষণের ক্ষেত্রে শিষ্যপরম্পরায় এক উল্লেখ্য ঘরানার প্রবর্তক; গ্রাম: গৈলা। ৮. অমিয়কুমার দাশগুপ্ত (১৬ জুলাই ১৯০৩ - ১৪ জানুয়ারি ১৯৯২), একজন আন্তর্জার্তিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও অধ্যাপক; গ্রাম: গৈলা। ৯. তারকেশ্বর সেনগুপ্ত (১৫ এপ্রিল ১৯০৫ - ১৬ সেপ্টেম্বর ১৯৩১), হিজলি বন্দি-শিবিরে রাজবন্দিদের উপর গুলিবর্ষণকালে নিহত; গ্রাম: গৈলা। ১০. নয়নাঞ্জন দাশগুপ্ত (২৭.১.১৯০৭ - ১৩.১১.১৯৯২), স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গৈলা। ১১. মুকুল সেন (১৪.৬.১৯০৭-২৫.২.১৯৯২), আন্দামানে দ্বীপান্তরপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গৈলা। ১২. মৈত্রেয়ী দেবী (১ সেপ্টেম্বর ১৯১৪ - ৪ ফেব্রুয়ারী ১৯৯০), পদ্মশ্রী উপাধিতে ভূষিত প্রখ্যাত সাহিত্যিক; গ্রাম: গৈলা। ১৩. সুপ্রকাশ রায় (সুধীরচন্দ্র ভট্টাচার্য) (১৯১৫- ২১.১২.১৯৯০), স্বাধীনতা সংগ্রামী ও বামপন্থী ইতিহাস গবেষক; গ্রাম: গৈলা। ১৪. অণিমা সেনগুপ্ত (মার্চ ১৯২০ - ২ ফেব্রুয়ারি ১৯৬৪), লেখিকা; ১৯৫৭ খ্রি. থেকে মৃত্যুকাল অবধি শশিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং এসোসিয়েশনের সদস্য হিসাবে কুমায়ুনের ট্রেইল গিরিবর্ত্ম অঞ্চলের অভিযাত্রী; গ্রাম: গৈলা। ১৫. আবদুর রব সেরনিয়াবাত (২৮ মার্চ ১৯২১ - ১৫ আগস্ট ১৯৭৫) সালের এমএনএ, মুক্তিযুদ্ধকালে দক্ষিণ জোনাল কাউন্সিলের চেয়ারম্যান; স্বাধীনতা-উত্তর সরকারের ভূমিমন্ত্রী; গ্রাম: সেরাল। ১৬. জ্যোতির্ময় গুপ্ত (২৩ আগস্ট ১৯২৩ - ১৬ সেপ্টেম্বর ১৯৩১) বিপ্লবী ও পরবর্তীতে বিলাতফেরত চক্ষু-বিশেষজ্ঞ; গ্রাম: গৈলা। ১৭. ভোলানাথ সেন (১৯২৩ (?)- ১৮.১.১৯৯৮), প্রখ্যাত আইনজীবী ও বিশিষ্ট কংগ্রেস নেতা; কংগ্রেস মন্ত্রীসভায় পূর্তমন্ত্রী; গ্রাম: গৈলা। ১৮. উমা দাশগুপ্ত (১৪ এপ্রিল ১৯২৮ - ২১ জুন ২০০৫), জাদু সম্রাজ্ঞী; গ্রাম: গৈলা।

গ) রতনপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ল্যান্সনায়েক আলিমুল ইসলাম বীরপ্রতীক (?? - ২০১০), বীরপ্রতীক মুক্তিযোদ্ধা, গ্রাম: রতনপুর।


উজিরপুর উপজেলা

ক) উজিরপুর সদর অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. কালীপ্রসন্ন বিদ্যারত্ন মহামহোপাধ্যায় (১৮৪৮ - ১ সেপ্টেম্বর ১৯৩০), প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। ২. সরোজিনী দেবী (১৮৮১ - ১৯৬০) বিপ্লবী ও স্বদেশাত্মক গানের রচয়িতা। ৩. সতীশচন্দ্র রায় (১৮৮২ - ১৯০৪) শান্তিনিকেতনের শিক্ষক। ৪. নগেন্দ্র বিজয় ভট্টাচার্য (১৮৮৫ - ১৩ই নভেম্বর ১৯৬৭) জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কংগ্রেস কমিটির সভাপতি। ৫. খন্দকার সিরাজুর রহমান (১৯০১ - ১৫ ডিসেম্বর ১৯৮৯) বাংলাদেশ ফায়ার ব্রিগেডের আদি ও বিকাশ পর্যায়ের পুরোধা ব্যক্তিত্ব। ৬. রতেœশ্বর মুখোপাধ্যায় (১৯০৮ - ১৩ নভেম্বর ১৯৮০), সংগীতশিল্পী; মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃব্য। ৭. সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় (১৯১২-৮.৭.১৯৯৯), কাজী নজরুল ইসলামের ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গী এবং নজরুল-সংগীতের বিশিষ্ট শিল্পী। ৮. মানবেন্দ্র মুখোপাধ্যায় (১১.৮.১৯২৯-১৯.১.১৯৯২), প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার। ৯. মেজর এম এ জলিল (৯ ফেব্রুয়ারি ১৯৪২ - ১৫ নভেম্বর ১৯৮৮) মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সেক্টর কমান্ডার। খ) বামরাইল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সরদার ফজলুল করিম (১ মে ১৯২৫ - ১৫ জুন ২০১৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বরেণ্য দার্শনিক; গ্রাম: আটিপাড়া।

গ) বড়াকোঠা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মফিজ উদ্দিন আহম্মদ (১৮৭২ - ১৯২৮), লোকাল বোর্ডের চেয়ারম্যান ও জেলা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘বঙ্গমিহির’ পত্রিকার প্রতিষ্ঠাতা; গ্রাম: গাজীপাড়া।

ঘ) গুঠিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. পূর্ণানন্দ স্বামী, মহারাজ: (? - ১৩ নভেম্বর ১৯৩৬), সাধুপুরষ; শিষ্যদের কাছে তাঁর লিখিত পত্রাবলি ‘বেদবাণী’ নামে তিনখ-ে প্রকাশিত; গ্রাম: গুঠিয়া। ২. অমিয়কুমার সেন (৭ আগস্ট ১৮৯৬ - ১৮জুলাই ১৯৮০), কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক; গ্রাম: গুঠিয়া। ৩. সুধীররঞ্জন সেন পঞ্চতীর্থ (১৩ এপ্রিল ১৯০৪ - ৬ মে ১৯৬২), আয়ুর্বেদশাস্ত্রের অধ্যাপক ও বিখ্যাত গীতাভাষ্যকার; গ্রাম: গুঠিয়া। ৪. অরুণকুমার সেন (১৮ এপ্রিল ১৯০৫ - ১৭ আগস্ট ১৯৮৫), বিশিষ্ট অধ্যাপক; কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিন বছরের বি.কম-এর পাঠ্যসূচির তিনি রচয়িতা; অমিয়কুমার সেনের ভাই; গ্রাম: গুঠিয়া। ৫. শান্তি রায় (৪.৯.১৯২৭- ২৩.৪.২০০২) নকশালবাড়ি কৃষক সংগ্রামে সহায়ক কমিটির অন্যতম প্রধান সংগঠক; গ্রাম: রায়ভদ্রাদি। ৬. মজিবর রহমান বীরবিক্রম (? - ৬ ডিসেম্বর ১৯৭১), বীরবিক্রম মুক্তিযোদ্ধা; গ্রাম: কমলাপুর।

ঙ) ওটরা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. নিশিকান্ত বসু (জন্ম ১৮৭৩ - ২৭ জুলাই ১৯৩৯), ‘স্বদেশ বান্ধব সমিতি’র প্রথম সম্পাদক, ‘উন্নতি বিধায়িনী সমিতি’র প্রতিষ্ঠাতা ও ‘বঙ্গীয় হিতসাধন ম-লী’র প্রধান কর্মী; গ্রাম: হাবিবপুর। ২. বিপদবারণ সরকার (১৮৮৫ - ১৯৮০), ফিল্টারহীন টিউবওয়েলসহ বিভিন্ন পদ্ধতির টিউবওয়েলের আবিষ্কারক; গ্রাম: হাবিবপুর। ৩. শান্তিরঞ্জন বসু (৩ মার্চ ১৯০৮ - ১৮ ডিসেম্বর ১৯৮৪), কবিগুরু কর্তৃক বিশ্বভারতীর পল্লী¬সংগঠন বিভাগের দায়িত্বে নিয়োজিত; নিশিকান্ত বসুর পুত্র; গ্রাম: হাবিবপুর। ৪. ড. অজিতনারায়ণ বসু (১০ ফেব্রুয়ারি ১৯২৭ - ২৮ নভেম্বর ২০০৪) একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, খ্যাতনামা অর্থনীতিবিদ এবং খড়গপুর আই. আই. টি.’র অধ্যাপক; গ্রাম: হাবিবপুর।

চ) শোলক ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত মাহমুদ ইদ্রাক (সপ্তদশ শতক) সুবাদার শায়েস্তা খানের সাথে বাংলাদেশে আগমনকারী ইসলাম প্রচারক; গ্রাম: ধামুরা। ২. আভা গান্ধী (১৬ এপ্রিল ১৯৩১ -  ??), মহাত্মা গান্ধীর প্রপৌত্র কানুর স্ত্রী; গ্রাম: শোলক।


গৌরনদী উপজেলা

ক) গৌরনদী পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. গোবর্দ্ধন আচার্য (দ্বাদশ শতক) বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের সভাকবি; তাঁর নামে গোবর্ধন গ্রাম। ২. দুধ মল্লিক (সপ্তদশ শতক), ইয়েমেন থেকে আগত মোগল আমলের ইসলাম প্রচারক; স্থান: কসবা। ৩. নারায়ণ গঙ্গোপাধ্যায়(৪ ফেব্রুয়ারি, ১৯১৮ - ৬ নভেম্বর, ১৯৭০) বিখ্যাত কথাসাহিত্যিক। ৪. মহম্মদ মসিহুর রহমান (১৯২৫ - ৫ জুলাই ২০০১), এম. এম. রহমান এন্ড কোম্পানী নামক সি.এ. ফার্মের প্রতিষ্ঠাতা; ১৯৭৩-৭৪ সালে ঢাকার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। ৫. কাজী গোলাম মাহবুব (১৯২৭ - ২০০৬), ভাষাসৈনিক ও কলকাতা ইসলামিয়া কলেজের ভি.পি.; জন্মস্থান: কসবা।

খ) বার্থী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. (২৬ মার্চ ১৮৯৩- ১৮ নভেম্বর ১৯৭৮) চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পদ্মভূষণ’ (১৯৭৪) এবং ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ (১৯৭৬) প্রাপ্ত; রবীন্দ্রনাথের জামাতা নগেন্দ্রনাথের ছোট ভাই; গ্রাম: আলতা/ বার্থী। ২. মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় (১৯০৫ - ৩০ নভেম্বর ১৯৮০); যুগান্তর বিপ্লবী গোষ্ঠির বিশিষ্ট কর্মী ও সংগীতজ্ঞ; গ্রাম: তারাকুপি । ৩. যোগেন্দ্রনাথ মন্ডল (২৯ জানুয়ারি ১৯০৪ - ১৯৬৮) ওরফে যোগেন মন্ডল; তফসিলি সম্প্রদায়ের বিখ্যাত রাজনীতিবিদ ও পাকিস্তান গণ পরিষদের এক সময়ের স্পিকার; গ্রাম: মৈস্তারকান্দি।

গ) বাটাজোর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ব্রজমোহন দত্ত (১৮২৬ - ১৮৮৬), নদীয়ার স্মল কোর্ট জজ, পটুয়াখালিকে মহকুমায় উন্নীতকরনে ভূমিকা পালনকারী; অশ্বিনীকুমার দত্তের পিতা; গ্রাম: বাটাজোর। ২. অশ্বিনীকুমার দত্ত (২৫ জানুয়ারি ১৮৫৬ - ৭ নভেম্বর ১৯২৩) বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও বরিশালের সর্বজন শ্রদ্ধেয় নেতা; গ্রাম: বাটাজোর। ৩. কামিনীকুমার দত্ত (?), অশি^নীকুমার দত্তের ভাই; গ্রাম: বাটাজোর। ৪. দুর্গামোহন সেন (১৭ নভেম্বর ১৮৭৭ - ১১ সেপ্টেম্বর ১৯৭২) বাংলা সাপ্তাহিক ‘বরিশাল হিতৈষী’র সম্পাদক; গ্রাম: চন্দ্রহার। ৫. সরল কুমার দত্ত (?)অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুস্পুত্র এবং জেলা কংগ্রেসের সভাপতি; গ্রাম: বাটাজোর। ৬. সুকুমার দত্ত (২ ফেব্রুয়ারি ১৮৯১ - ৯ এপ্রিল ১৯৭০), ঢাকা বিশ^বিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক; দিল্লি রামযশ কলেজের অধ্যক্ষ; গ্রাম: বাটাজোর। ৭. শশিভূষণ দাশগুপ্ত (১৭ মার্চ ১৯১১ - ২১ জুলাই ১৯৬৪), বাংলা সাহিত্যের বিখ্যাত গবেষক ও অধ্যাপক; গ্রাম: চন্দ্রহার। ৮. নরেন গুপ্ত (১৯১৮-৬.৯.২০০৪) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা; গ্রাম: শৌলাকর।

ঘ) চাদসী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (৮ মে ১৮৬১ - ৩ অক্টোবর ১৯২৩), কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী। এফ.আর.সি.এস (গ্লাসগো) এবং ডি.এফ.এস. (ডাবলিন); গ্রাম: চাদসী। ২. হরনাথ শাস্ত্রী (১৮৬৫ - ১৯৪৪) হরনাথ শাস্ত্রী বিখ্যাত বেদান্ত ও ন্যায়শাস্ত্রবিদ; গ্রাম: চাদসী।ে ৩. সীতানাথ সিদ্ধান্তবাগীশ (১৮৭৩- ১৯৪৮), লেখক ও সংস্কৃত সাহিত্যের অধ্যাপক; গ্রাম: চাদসী। ৪. কালীবিলাস ভট্টাচার্য (২ অক্টোবর ১৯০৮ - ১৬ মে ১৯৯২) স্বাধীনতা সংগ্রামী ও ভারতের বিশিষ্ট কম্যুনিস্ট রাজনীতিবিদ; গ্রাম: চাদসী। ৫. পঙ্কজকান্তি দাস (১৯৩৪- ২৬.৪.১৯৯৮), ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য; গ্রাম: চাদসী।

ঙ) মাহিলারা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. রামচন্দ্র দাশগুপ্ত (১৮৭৮ - ১৯১৯) গীতিকার ও লেখক; গ্রাম: মাহিলারা। ২. অনন্তকুমার সেন (১৬ জুলাই ১৮৮৮ - ১৫ অক্টোবর ১৯৩৫), মহাত্মা অশ্বিনীকুমারের অনুগামী সংগঠক ও আদর্শ শিক্ষক; গ্রাম: মাহিলারা। ৩. ড. সুরেন্দ্রনাথ সেন (২৯ জুলাই ১৮৯০ - ৩০ অক্টোবর ১৯৬২), খ্যাতনামা ঐতিহাসিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘আশুতোষ অধ্যাপক’; গ্রাম: মাহিলারা। ৪. হীরালাল দাশগুপ্ত (১৮৯০ - ৩০ অক্টোবর ১৯৭১), বৃটিশ বিরোধী বিপ্লবী ও সুলেখক; গ্রাম: মাহিলারা। ৫. সুধীরকুমার দাশগুপ্ত (১৫ জুন ১৮৯৪ - ১৪ মার্চ ১৯৫৬), স্কটিশ চার্চ কলেজের বাংলার অধ্যাপক; বাংলা ভাষায় অলংকারশাস্ত্র ও সাহিত্যতত্ত্ব আলোচনায় অন্যতম পথিকৃৎ; গ্রাম: মাহিলারা। ৬. জ্যোতিষচন্দ্র সেনগুপ্ত (১৮ মার্চ ১৯১০ - ২৩ এপ্রিল ২০০৫), স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী; গ্রাম: মাহিলারা। ৭. রবীন্দ্রকুমার দাশগুপ্ত (১১.৭.১৯১৫ - ৩.২.২০০৯) ডি.ফিল. অক্সফোর্ড; গবেষক, অধ্যাপক ও প্রাবন্ধিক; গ্রাম: মাহিলারা।

চ) নলচিড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মাধবকর (৭ম - ৮ম শতক) বাকলা-চন্দ্রদ্বীপের মাধবকর ভারতব্যাপী খ্যাতিমান আয়ুর্বেদ চিকিৎসক; ‘রোগবিনিশ্চয়’ ও ‘চিকিৎসা’ চিকিৎসা শাস্ত্রে তাঁর দুখানা বিখ্যাত গ্রন্থ; গ্রাম: নলচিড়া। ২. উলফৎ গাজী (ষোড়শ শতক), চন্দ্রদ্বীপের রামচন্দ্রের সাথে মোগলদের যুদ্ধে ইসলাম খা-কে সাহায্যকারী; নলচিড়র মিয়াদের আদি পুরুষ; গ্রাম: নলচিড়া। ৩. সৈয়দ কুতুব শাহ (সপ্তদশ শতক), সুফী-সাধক ও ইসলাম প্রচারক; সম্রাট জাহাঙ্গীরের অমাত্য উলফৎ গাজীর পুত্র; গ্রাম: নলচিড়া। ৪. সৈয়দ ইমাম উদ্দিন (অষ্টাদশ শতক), বরিশালের প্রথম যুগের বৃটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের একজন; শরিকলের যুদ্ধের সেনাপতি; গ্রাম: নলচিড়া। ৫. শংকর চক্রবর্তী (অষ্টাদশ শতক), চন্দ্রদ্বীপের রাজা উদয় নারায়ণের ভান্ডার রক্ষক (ট্রেজারার); গ্রাম: নলচিড়া। ৬. জগন্নাথ পঞ্চানন: (অষ্টাদশ শতাব্দী) রাজা রাজবল্লভের সভায় বাকলার এগারো জন নিমন্ত্রিত পণ্ডিতের মধ্যে অন্যতম; গ্রাম: নলচিড়া। ৭. লোকনাথ ন্যায়পঞ্চানন (ঊনবিংশ শতাব্দী), সুকবি ও পূর্ববঙ্গের সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক; গ্রাম: নলচিড়া। ৮. মনোহর মুখোপাধ্যায় (৩০.৪.১৯০৩ - ৮.৮.২০০৩), স্বাধীনতা সংগ্রামী, গ্রাম: নলচিড়া। ৯. শচীন্দ্রলাল করগুপ্ত (২৮ ফেব্রুয়ারি ১৯০৫ - ১১ মে ১৯৭৫), পশ্চিমবঙ্গের হাবড়ায় ‘গ্রামসেবা সংঘ’- এর প্রতিষ্ঠাতা; গ্রাম: নলচিড়া। ১০. লক্ষ্মী সেন (৩১.১.১৯২০ - ১৬.২.২০০১) পশ্চিমবঙ্গের বিশিষ্ট সি.পি.আই. (এম) নেতা; গ্রাম: কলাবাড়িয়া। ১১. মৃণালকুমার দাশগুপ্ত (১.৯.১৯২৩ - ২৮.১১.২০০৫), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী; গ্রাম: নলচিড়া।

ছ) শরিকল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মনোরঞ্জন গুপ্ত (৭ মার্চ ১৮৯০ - ১৯৭৪) সশস্ত্র বিপ্লবী ও অবিভক্ত বাংলার আইনসভার সদস্য; গ্রাম: আধুনা। ২. নিজামউদ্দিন আহমেদ (?? - ১৯৮৪) বেইজ কমান্ডার, গৌরনদী; গ্রাম: হোসনাবাদ।


বরিশাল সদর উপজেলা

ক) বরিশাল সিটি কর্পোরেশন অঞ্চলের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. দাল সিংহ বর্মণ (অষ্টাদশ শতক), আসমান সিং-এর পালা নামের লোকনাট্য দাল সিংহ পরিবারকে কেন্দ্র করে রচিত; পাঞ্জাব প্রদেশ হতে আগত জমিদার; পুরান বাজার। ২. শাহ করিম বকস (অষ্টাদশ শতক - উনবিংশ শতকের প্রথম ভাগ), শাহ করিম বকস বরিশাল শহরের ফকিরবাড়ি মসজিদ সংলগ্ন ফকিরবাড়ির আদি পুরুষ; ফকিরবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা; ফকিরবাড়ি রোড। ৩. জন ফ্রান্সিস প্যারেরা, (১৭৬৪ - ১৮৩৪), বরিশাল শহরের প্রধান ইউরোপীয় অধিবাসীদের একজন; তাঁর নামানুসারে প্যারারা রোড। ৪. এলায়েচীরাম তালিব (? - ১৮৭৬), ফার্সী কবি। ৫. মুহম্মদ ফাযেল (উনবিংশ শতক), ফার্সী কবি। ৬. আবদুর রহিম খান (? - ১৯১৫), ভাটিখানার জোড় মসজিদের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ও ব্রজমোহন কলেজের আরবি অধ্যাপক; ভাটিখানা। ৭. দীন মোহাম্মদ গঙ্গোপাধ্যায় (১৮৫৩ - ১৯১৬), লেখক; নথুল্লাবাদ। ৮. খান বাহাদুর হেমায়েতউদ্দিন আহম্মদ (১৮৬০ - ১৯৪১) ঊনিশ শতকের শেষভাগের ও বিশ শতকের গোড়ার দিকের বরিশালের শিক্ষা ও রাজনৈতিক আন্দোলনের অগ্রণী মুসলিম নেতা; বগুড়া রোড। ৯. মুন্সি মোহাম্মদ রেয়াজুদ্দীন (১৮৬২ - ১৯৩৩), সাহিত্যিক ও সম্পাদক; কাউনিয়া। ১০. সত্যানন্দ দাশ (১৮৬৩ - ১৯৪২), ব্রজমোহন স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং বরিশাল ব্রাহ্ম সভার সম্পাদক ও উপাচার্য; কবি জীবনানন্দ দাশের পিতা; বগুড়া রোড। ১১. ইসমাইল চৌধুরী (১৮৭৪ - ১৯৫৪), নগরীর আসমত আলী খান ইনস্টিটিউশন, হালিমা খাতুন গার্লস স্কুল, চরামদ্দির ওয়াজেদুন্নেসা উচ্চ বিদ্যালয়, বেল ইসলামিয়া হোস্টেল ইত্যাদির প্রতিষ্ঠাতা। ১২. স্নেহলতা দাশ (উনবিংশ শতকের শেষ ভাগ - বিংশ শতকের মধ্যভাগ), বরিশাল সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা; জীবনানন্দ দাশের পিসি; বগুড়া রোড। ১৩. দেবেন্দ্রনাথ ঘোষ (২২ এপ্রিল ১৮৯০ - ১১ জানুয়ারী ১৯৯৯), সশস্ত্র বৃটিশ বিরোধী আন্দোলনকারী। ১৪. জীবনানন্দ দাশ (১৮ ফেব্রুয়ারি ১৮৯৯ - ২২ অক্টোবর ১৯৫৪), কবি; বগুড়া রোড। ১৫. খান বাহাদুর ওয়াজির আলী (৫ জুলাই ১৮৯৫ - ২৩ এপ্রিল ১৯৭৩), হাওড়া জেলার এ. ডি. এম.; গোরাচাদ দাস রোড, বরিশাল। ১৬. মণিকুন্তলা সেন (১১.১২.১৯১০- ১১.৯.১৯৮৭), অবিভক্ত বাংলার প্রথম সারির মহিলা নেত্রী ও বঙ্গীয় প্রাদেশিক মহিলা আত্মরক্ষা সমিতির অন্যতম প্রতিষ্ঠাত্রী; বগুড়া রোড। ১৭. বরুণ সেনগুপ্ত (২৩.১.১৯৩৪- ১৯.৬.২০০৮), আনন্দবাজার সহ অনেক পত্রিকার সাংবাদিক, সম্পাদক ও লেখক। ১৮. মোহিত চট্টোপাধ্যায় (১.৬.১৯৩৪ - ১২.৪.২০১২), বিশিষ্ট কবি ও নাট্যকার; ফকিরবাড়ি রোড। ১৯. আলমগীর কবির (১৯৩৭ সনের ১৮ই ডিসেম্বর - ১৯৮৯) বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক; নবগ্রাম রোড, মুনসুর কোয়ার্টার। ২০. খন্দকার নাজমুল হুদা [কে এন হুদা]), বীরবিক্রম (১৯৩৮ সালের ৬ জুলাই - ৭ নভেম্বর ১৯৭৫), কর্নেল; মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার, যশোর; বগুড়া রোড। ২১. সমীর সেনগুপ্ত (২১.১২.১৯৪০-২৩.১২.২০১১), বিশিষ্ট প্রাবন্ধিক ও জীবনীকার; বরিশাল শহর।


খ) চাঁদপুরা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হজরত গজনী শাহ (ষোড়শ শতক), ইসলাম ধর্ম প্রচারক, চাঁদপুরা গ্রাম।

গ) চরবাড়িয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আরজ আলী মাতুব্বর (১৭ ডিসেম্বর, ১৯০০ - ১৫ মার্চ ১৯৮৫), দার্শনিক ও মানবতাবাদী চিন্তাবিদ; লামচরি

ঘ) চরকাউয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শহীদ সিপাহী জাহাঙ্গীর হোসেন, বীরপ্রতীক (?? - ২৮ মার্চ ১৯৭১), কুমিরার যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা।

ঙ) চরমোনাই ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মরহুম সৈয়দ মোহাম্মদ এছহাক (রহঃ) (১৯০৫ - ১৪ সেপ্টেম্বর ১৯৭৩), চরমোনাইর পির সাহেব; চরমোনাই।

চ) জাগুয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শরৎ চন্দ্র গুহ (৯ মে ১৮৭২ - ১৯৫৬), একাধিক বার বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও সমাজসেবী; গ্রাম: জাগুয়া।

ছ) কাশীপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. রাজচন্দ্র রায়চৌধুরী (১৭৯৭ -  ??), লাখুটিয়ার জমিদার রায় বংশের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব; ১৮৬০ খৃস্টাব্দে বরিশাল হতে লাখুটিয়ায় খাল খনন ও রাস্তা নির্মাণকারী; গ্রাম: লাখুটিয়া। ২. রাখালচন্দ্র রায়চৌধুরী (উনবিংশ শতক), পিতার নামে বরিশালে রাজচন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা; শহরের রাখাল বাবুর পুকুরটি তাঁর নামের স্মারক; গ্রাম: লাখুটিয়া। ৩. কুসুমকুমারী রায়চৌধুরী (উনবিংশ শতক), বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক, স্বামী লাখুটিয়ার জমিদার রাখালচন্দ্র রায়চৌধুরী। ৪. প্রতাপ চন্দ্র মুখোপাধ্যায় (উনবিংশ শতক), রোহিনী কুমার সেন কর্তৃক প্রশংসিত লেখক; গ্রাম: কাশীপুর। ৫. দেবকুমার রায়চৌধুরী (২৩ জানুয়ারি ১৮৮৬ - ১০ ডিসেম্বর ১৯২৯), কবি ও লেখক; সাহিত্যক কুসুমকুমারী রায়চৌধুরীর পুত্র; গ্রাম: লাখুটিয়া। ৬. ইন্দ্রলাল রায় (২ ডিসেম্বর ১৮৯৮ - ২২ জুলাই ১৯১৮), প্রথম বাঙালি ফ্লাইট লেফটেন্যান্ট; বিমান বাহিনীর সর্বোচ্চ সম্মান ডিএফসি-প্রাপ্ত; প্রথম বিশ্বযুদ্ধে শহীদ; পিতা বরিশালের প্রথম ব্যারিস্টার পিয়ারীলাল রায়; গ্রাম: লাখুটিয়া। ৭. পরেশলাল রায় (২০ ডিসেম্বর ১৮৯৮ - ৩০ ডিসেম্বর ১৯৭৯) খ্যাতনামা মুষ্টিযোদ্ধা; বরিশাল পুলিশ লাইনসের উত্তরপাশের পরেশ সাগর নামের দীঘিটি তাঁর নামের স্মারক; পিতা বরিশালের প্রথম ব্যারিস্টার জমিদার পিয়ারীলাল রায়; গ্রাম: লাখুটিয়া। ৮. মহেন্দ্রনাথ দত্ত (২.৮.১৮৯৯-১৮.১০.১৯৮৭), পশ্চিমবঙ্গে মুদ্রণশিল্পের ক্ষেত্রে এবং পুস্তক প্রকাশনার জগতে খ্যাতনামা ব্যক্তি; সাহিত্য সংসদ ও শ্রী সরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা; গ্রাম: কাশীপুর। ৯. ক্ষীরোদরঞ্জন বন্দ্যোপাধ্যায় (১৯১২ - ১৯৪৮), ১৮.০৪.১৯৩০ তারেিখ জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যের সঙ্গে মুখোমুখি যুদ্ধে জয়লাভকারী বিপ্লবী; গ্রাম: কাশীপুর। ১০. নিখিল সেন (১৬ এপ্রিল ১৯৩১ - ২৫ ফেব্রুয়ারি ২০১৯), নাট্য নির্দেশনায় বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত; গ্রাম: কলস।

জ) রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. হায়াত মাহমুদ (অষ্টাদশ শতক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহীদের প্রথম যুগের বিশিষ্ট একজন। গ্রাম: কড়াপুর। ২. আব্দুল লতিফ (১৯২৭ - ২৬ ফেব্রুয়ারি ২০০৫) একজন খ্যাতনামা বাংলাদেশী গীতিকার ও সুরকার। গ্রাম: রায়পাশা

ঝ) শায়েস্তাবাদ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মির মোয়াজ্জেম হোসেন (১৮১০ - ১৯০৯ খ্রিস্টাব্দের ০৭ অক্টোবর), নদীয়া ও যশোরে প্রিন্সিপাল স্মল কজেজ কোর্টের জজ; বাঙালীদের মধ্যে প্রথম অতিরিক্ত জজ; কলকাতা প্রেসিডিন্সিতে অনরারি ম্যাজিষ্ট্রেট; নবাবজাদা খেতাবপ্রাপ্ত বরিশালের একমাত্র জমিদার। ১. মির আবদুল মজিদ (উনবিংশ শতক) বরিশাল জেলার মধ্যে তিনি প্রথম ডেপুটি ম্যাজিষ্ট্রেট; খান বাহাদুর উপাধিপ্রাপ্ত ; গ্রাম: সায়েস্তাবাদ। ২. নবাবজাদা সৈয়দ মোতাহার হোসেন (?? - ১৯১১), বরিশালের দ্বিতীয় ব্যারিস্টার; গ্রাম: সায়েস্তাবাদ। ৩. মির মুহাম্মদ হোসেন (? - ১৯৩০), বাকেরগঞ্জ জেলা বোর্ডের চেয়ারম্যান; লন্ডন টাইমস পত্রিকা এক সংখ্যায় তার ইংরেজী ভাষার দখল ও লাইব্রেরীর উচ্ছ্বসিত প্রশংসা করেছিল; তাঁর ব্যক্তিগত লাইব্রেরী উপমাহাদেশে বিখ্যাত ছিল; গ্রাম: সায়েস্তাবাদ। ৪. ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক (১৯৪২ - ১৯৯৫ সালের ১৬ জানুয়ারি), আগরতলা যড়যন্ত্র মামলার আসামি; গ্রাম: সায়েস্তাবাদ। ৫. সুফিয়া কামাল: বেগম সুফিয়া কামাল (২০ জুন ১৯১১ - ২০ নভেম্বর ১৯৯৯) কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ; গ্রাম: সায়েস্তাবাদ।


বাকেরগঞ্জ উপজেলা

ক) ভরপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সুবেদার করম আলী হাওলাদার, বীরপ্রতীক (?? - ১৯৮৮), বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা; গ্রাম: ভরপাশা।

খ) চরাদি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আতাহার আলী মল্লিক, বীরবিক্রম (১৯৩৪ - ২ এপ্রিল ১৯৭১ ) বীরবিক্রম খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা; গ্রাম: চরাদি। ২. লেফটেনান্ট মোহাম্মদ কামরুল হাসান সেলিম, বীরপ্রতীক (?? - ৩০ জানুয়ারি ১৯৭২) বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা।

গ) চরামদ্দি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. নাসির উদ্দিন (?? - ১ নভেম্বর ১৯৮৫), মুক্তিযুদ্ধকালে বেইজ কমান্ডার, বাকেরগঞ্জ; শ্যামপুর যুদ্ধে নেতৃত্ব দানকারী; গ্রাম: চরামদ্দি।

ঘ) দাড়িয়াল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সুরেশচন্দ্র চক্রবর্তী (১৪ জুলাই ১৯০০ - ১৪ মে ১৯৭৩), কাশী-প্রবাসী খ্যাতনামা সাংবাদিক ও সাহিত্যসেবী। গ্রাম: কাজলাকাঠি। দুর্গাপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ১. অবলাকান্ত কর (১৮৯১ - ২ নভেম্বর ১৯৭৪), ২৫ বছর কারানিবাসী স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: গোবিন্দপুর।

ঙ) ফরিদপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. গাজী আবদুল ওয়াহেদ, বীরপ্রতীক (?? - ১৯৯৭), বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা; গ্রাম: মঙ্গলসি। ২. শরৎ কুমার ঘোষ (১৮৮৩ - ১ এপ্রিল ১৯৫৮), পোশাকি নাম পুরুষোত্তমানন্দ অবধূত; ‘বিশ্বকল্যাণ সভা’, ‘আনন্দমঠ’ প্রভৃতি সংস্থার প্রতিষ্ঠাতা; বেদান্তের বৈপ্লবিক ব্যাখ্যাতা; গ্রাম: কাকরদা।

চ) গারুরিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. বিশ্বেশ্বর তর্করত্ন, মহামহোপাধ্যায় (১৯ জানুয়ারি ১৮৭২ - ২ ফেব্রুয়ারি ১৯১৫), লেখক ও মহামহোপাধ্যায়; গ্রাম: গারুড়িয়া।

ছ) নিয়ামতি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আইন উদ্দিন সিকদার (অষ্টাদশ শতক), ইংরেজ বিরোধী সশস্ত্র বিদ্রোহের নেতা; গ্রাম: নিয়ামতি।

জ) রঙ্গশ্রী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. দয়াল চৌধুরী (অষ্টাদশ শতক), আগাবাকেরের সময়ে বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের এক প্রভাবশালী জমিদার; গ্রাম: নন্দপাড়া। ২. হেমচন্দ্র মুখোপাধ্যায় (১৮৮৮ - ১৯৩১), কবি ও নাট্যকার; গ্রাম: রঙ্গশ্রী। ৩. ফজলুর রহমান খন্দকার, বীরউত্তম (?? - ২৭ সেপ্টেম্বর ১৯৭১), বীরোত্তম খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা; গ্রাম: বারোআউলিয়া।


বানারীপাড়া উপজেলা

ক) বানারীপাড়ার পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. মনোরঞ্জন গুহঠাকুরতা (১৮৫৮ - ৩ মে ১৯১৯), খ্যাতনামা জননেতা; নিখিল ভারত কংগ্রেসের কলকাতা অধিবেশনে বাংলায় বক্তৃতা দানকারী। ২. জগদ্বন্ধু দত্ত (১৮৭২ - নভেম্বর ১৯৩০) J.B.D. মার্কা চাকতি ও গুঁড়ো কালির আবিষ্কারক, ম্যানুফ্যাকচারার ও সরবরাহকারী [তাঁর জন্মস্থান বানারীপাড়ায়, কিন্তু ঠিক কোন গ্রামে তা জানা যায়নি]। ৩. প্রবোধচন্দ্র গুহ (১৮৮৫ - ২ জুলাই ১৯৬৯), নাট্যপ্রযোজক ও নির্দেশক; ‘নাট্য-নিকেতন’ নামে নিজস্ব রঙ্গালয়ের প্রতিষ্ঠাতা। ৪. সতীশচন্দ্র গুহঠাকুরতা (১৮৮৮ - জুলাই ১৯৬০) প্রসিদ্ধ গ্রন্থাগারবিজ্ঞানী। ৫. প্রফুল্লমুখী বসু (৩ নভেম্বর ১৮৯৮ - ৮ এপ্রিল ১৯৮৩), কংগ্রেসকর্মী ও কুমিল্লার সারদা দেবী মহিলা সমিতির সম্পাদিকা ৬. মনীন্দ্রকুমার ঘোষ (৫ জানুয়ারি ১৮৯৮ - ১৬ আগস্ট ১৯৮৯), কিংবদন্তি প্রধান শিক্ষক; বিখ্যাত ব্যাকরণবিদ; সহশিক্ষা প্রচলনের বিশিষ্ট ব্যক্তিত্ব; বিখ্যাত কবি শঙ্খ ঘোষের পিতা। ৭. রাজেন্দ্রনারায়ণ গুহঠাকুরতা (১৮৯২ - ২১ জুলাই ১৯৪৫), প্রসিদ্ধ ব্যায়ামবীর; ‘All Bengal Physical culture’ নামে সমিতির প্রতিষ্ঠাতা। ৮. সাবিত্রী দত্ত (১৯০৩ - ১৩ মে ১৯৭৯), ভারতীয় পঞ্জিকার প্রথম ইংরেজি অনুবাদক ৯. নরেন্দ্রনাথ দত্ত (১৯০৪ - ১৯৬৭) চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক। ১০. বীরেশচন্দ্র গুহ (৮ জুন ১৯০৪ - ২০ মার্চ ১৯৬২), বিশিষ্ট বিজ্ঞানী; কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক। ১১. কুমুদবিহারী গুহঠাকুরতা (জন্ম ১৯০৬ - ২৮ এপ্রিল ১৯৭৪), ইংরেজ বিরোধী বিপ্লবী কর্মকান্ডের জন্য ২০ বছর কারাদ- ভোগকারী। ১২. শুভ গুহঠাকুরতা (১০.৭.১৯১৮ - ১.১.১৯৮৯), ত্রৈমাসিক রবীন্দ্রসংগীত-সম্মেলনের প্রতিষ্ঠাতা। ১৩. ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা (১০ জুলাই ১৯২০ - ৩০ মার্চ ১৯৭১), প্রখ্যাত শিক্ষাবিদ ও ১৯৭১ এর শহীদ বুদ্ধিজীবী। ১৪. সত্যপ্রিয় ঘোষ (১২.৯.১৯২৪ - ১৫.১০.২০০৩) বাংলা আকাদেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক; দুই বাংলার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষের বড় ভাই।

খ) বানারীপাড়া ইউনিয়নের গাভা গ্রামের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ক্ষীরোদনট্ট (১৮৬৮ - ১২ মার্চ ১৯৭৫), বিখ্যাত ঢোল-বাদক; বরিশালে কংগ্রেস অধিবেশনে অশ্বিনীকুমার দত্ত তিনটি জিনিস উপহার দিয়েছিলেন - মুকুন্দ দাসের গান, ক্ষীরোদ নট্টের ঢোল বাজনা আর বালাম চাল। ২. হেমচন্দ্র ঘোষ (২৪ অক্টোবর ১৮৮৪ - ৩১ অক্টোবর ১৯৮০), অগ্নিযুগের বিশিষ্ট বিপ্লবী এবং ‘মুক্তিসংঘে’র প্রতিষ্ঠাতা। ৩. দেবপ্রসাদ ঘোষ (১৫ মার্চ ১৮৯৮ - ১৪ জুলাই ১৯৮৫), খ্যাতনামা গণিতজ্ঞ, সুপণ্ডিত শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ; বিপ্লবী শান্তিসুধা ঘোষের ভাই ৪. নির্মলচন্দ্র ঘোষ (অক্টোবর ১৯০০- ১০ অক্টোবর ১৯৮৭), স্বাধীনতা সংগ্রামী। ৫. চারুচন্দ্র ঘোষ (৫ নভেম্বর ১৯০৫ - ৫ ফেব্রুয়ারি ১৯৮৮), কথাসাহিত্যিক ও সরকারের উচ্চপদস্থ কর্মচারী। ৬. শান্তিসুধা ঘোষ (১৮.৬.১৯০৭ - ৭.৫.১৯৯২), বিশিষ্ট শিক্ষাব্রতী ও স্বাধীনতা সংগ্রামী; পিতা বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যাপক ক্ষেত্রনাথ ঘোষ; মাতা কবি অন্নদাসুন্দরী। ৭. কালীকিঙ্কর ঘোষ দস্তিদার (১৬ জুন ১৯০৮ - ২৮ সেপ্টেম্বর ১৯৭২), বিশিষ্ট চিত্রশিল্পী। ৮. গায়ত্রী দেবী (১২ অক্টোবর ১৯০৮ - ৮ সেপ্টেম্বর ১৯৯৫), প্রথম ভারতীয় তথা বঙ্গনারী যিনি আমেরিকায় বেদান্ত প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। ৯. বিজনবালা ঘোষদস্তিদার (১৯ অক্টোবর ১৯২১ - ৯ জুন ১৯৮১), বিখ্যাত সঙ্গীত শিল্পী। ১০. অরুন্ধতী দেবী (১৯২৫ - ১৬ অক্টোবর ১৯৯০) বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী, চিত্র পরিচালিকা ও রবীন্দ্রসংগীতশিল্পী। ১১. জোছন দস্তিদার (১৬ জুন ১৯৩১ - ১৬ জুলাই ১৯৯৮) বাংলা থিয়েটারের ক্ষেত্রে সমাজসচেতন শিল্পী ও নাট্যকার। ১২. শঙ্কু মহারাজ (৭.৩.১৯৩১ - ১৮.১০.২০০৪) বাংলা সাহিত্যে সুপরিচিত ভ্রমণ কাহিনিকার; আসল নাম জ্যোতির্ময় ঘোষ দস্তিদার। ১৩. সুখরঞ্জন সমদ্দার (১৫ জানুয়ারি ১৯৩৮ - ১৪ এপ্রিল ১৯৭১), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং একজন শহীদ বুদ্ধিজীবী। উল্লেখ্য, বর্তমান প্রশাসনিক বিভাগ অনুযায়ী পূর্বের গাভা গ্রামটি বিভক্ত হয়ে কিছু অংশ বানারীপাড়া উপজেলায় ও কিছু অংশ ঝালকাঠি উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে পড়েছে। ফলে এখানে যাদের নাম লেখা হলো তাদের অনেকের জন্মস্থানই মূলত ঝালকাঠি উপজেলার গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে হতে পারে।

গ) বাইশারি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. রাখালচন্দ্র দাস (১৯১৩ - ৩০ নভেম্বর ১৯৮৪) ওরফে রাখালরানি, যাত্রাভিনেতা; গ্রাম: বাইশারি।

ঘ) চাখার ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আমির আলী ( সপ্তদশ শতক), মোগল আমলের বাকলা চন্দ্রদ্বীপের এযাবৎ আবিষ্কৃত একমাত্র মুসলিম লেখক; গ্রাম: চাখার। ২. এ কে ফজলুল হক (১৮৭৩ - ১৯৬২), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী; কোলকাতার প্রথম মেয়র; গ্রাম: চাখার। ৩. সুরেশচন্দ্র দাশগুপ্ত (১৯০২-৯.১২.১৯৯৩), রাজনীতিক; ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য; গ্রাম: খলিসাকোটা। ৪. মহানামব্রত ব্রহ্মচারী (২৫.১২.১৯০৪-১৮.১০.১৯৯৯) বিখ্যাত সাধুপুরুষ; গ্রাম: খলিসাকোটা। ৫. ফণিভূষণ দাশগুপ্ত (২৭ ডিসেম্বর ১৯০৭ - ১২ ফেব্রুয়ারি ১৯৪২), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী; গ্রাম: খলিসাকোটা । ৬. সৈয়দ আজিজুল হক (নান্না মিয়া) (১ অক্টোবর ১৯১২ - ১৯৯৯), ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের প্রথমে শ্রম ও পরে রাজস্বমন্ত্রী; গ্রাম: চাখার। ৭. নরেশচন্দ্র সেনগুপ্ত (৭ আগস্ট ১৯১৬ - ২৩ নভেম্বর ১৯৮৪), শিশুকল্যাণ কাজের জন্য ১৯৮২খ্রি. ভারতীয় জাতীয় পুরস্কারে ভূষিত; গ্রাম: খলিসাকোটা। ৮. রফিকুল ইসলাম (১৯২০ সালের ১৬ জুন - ১৯৬৮ সালের ১ জুলাই), অধ্যাপক ও রাজনীতিবিদ। গ্রাম: বলহার। ৯. ইসহাক চাখারী (১৯২২ -  ??), লেখক; গ্রাম: চাখার। ১০. নূরুদ্দীন আহমদ (বিংশ শতক), লেখক; গ্রাম: বলহার।

ঙ) সালিয়াবাকপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. জ্যোতিষচন্দ্র রায় (২০ এপ্রিল ১৮৯৯ - ২৪ নভেম্বর ১৯৭৫), ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত খ্যাতনামা প্রাণরসায়নবিদ, গ্রাম: নরোত্তমপুর। ২. ২. মনোরমা বসু (মাসীমা): স্বদেশী আন্দোলনের নেত্রী ও বরিশাল মাতৃমন্দির আশ্রম তথা স্কুলের প্রতিষ্ঠাতা। গ্রাম: নরোত্তমপুর।

চ) ইলুহার ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শৈলেন্দ্র বিশ্বাস (১২ সেপ্টেম্বর ১৯১৮ - ৬ অক্টোবর ১৯৭২) শিক্ষাবিদ, লেখক ও বিপ্লবী; গ্রাম: ইলুহার। ২. নিখিলরঞ্জন গুহ (২৮.৩.১৯৪০ - ২০০০), নাট্যকার; গ্রাম: মলুহার।


মেহেন্দিগঞ্জ উপজেলা

ক) মেহেন্দিগঞ্জ পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সুজয়া গুহ (৩০ জানুয়ারি ১৯৩৮ - ২৬ আগস্ট ১৯৭০), বাঙালি নারীদের মধ্যে বিশিষ্ট পর্বতারোহী এবং মাউনটেনিয়ারিং এ্যাসোসিয়েশনের সংগঠক।

খ) আলিমাবাদ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ১. কবির কাসেম (জন্ম ১৯৫৩ - ২২ জানুয়ারি ১৯৯২), একজন ত্যাগী কৃষক নেতা ও মুক্তিযোদ্ধা; গ্রাম: শ্রীপুর। ২. রূপিয়া খা (ষোড়শ শতক), রাজা কন্দর্প নারায়ণের অস্ত্রশালার একজন প্রকৌশলী; গ্রাম: শ্রীপুর।।

গ) ভাসানচর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মুহাম্মদ হোসেন চৌধুরী (১৮৯৩ - ১৯৮০ সনের ২৭শে মার্চ), প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন সভার সদস্য; গ্রাম: ভাসানচর।

ঘ) চাঁদপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আশু আকন্দ (উনবিংশ শতক), ইংরেজ তথা তাদের তাবেদার জমিদার বিরোধী কৃষক বিদ্রোহে সারাবাংলার কিংবদন্তিতুল্য নাম; গ্রাম: চাঁদপুর।

ঙ) মেহেন্দিগঞ্জ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আয়েন আলী শিকদার (উনবিংশ শতক), ড. সৈকত আসগরের তথ্যমতে আয়েন আলী শিকদার বরিশাল জেলার প্রথম বাংলা গদ্যের লেখক (গ্রন্থের নাম: বিধবা বিলাস); গ্রাম: রুকুন্দি।

চ) উলানিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আবদুল লতিফ চৌধুরী (১৮৮২ - ২৬ এপ্রিল ১৯৭৩) উলানিয়ার জমিদার বংশের সর্বশেষ জমিদার; স্বনামধন্য সমাজসেবক ও সরকারি কর্মকর্তা; গ্রাম: উলানিয়া। ২. খোরশেদ আলম চৌধুরী (১৮৯২ - ১৫ মার্চ ১৯৮৫), বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য; গ্রাম: উলানিয়া। ৩. ফজলাল করিম চৌধুরী (১৮৯২ - ৫ জানুয়ারি ১৯৬৩ সাল), ২বার বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য; গ্রাম: উলানিয়া। ৪. ওয়াহেদ রাজা চৌধুরী (?? - ১৯৩৮), হাজী; জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি; আবদুল গাফফার চৌধুরীর পিতা; গ্রাম: উলানিয়া। ৫. মোহাম্মদ আরিফ চেীধুরী (আনুমানিক ১৯০১ - ১৪ অক্টোবর ১৯৬৫), ওরফে ধনু মিয়া; রাজনীতিবিদ; পাকিস্তান আন্দোলন এবং আওয়ামী লীগের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী; গ্রাম: উলানিয়া। ৬. এডভোকেট আমিনুল হক চৌধুরী (?? - ১০ মার্চ ১৯৮৯), রাজনীতিক; উলানিয়ার জমিদার পরিবারের সর্বশেষ জমিদার; ১৯৭৫ সালে তিনি বরিশাল জেলার গভর্নর; গ্রাম: উলানিয়া। ৭. আবদুর রহমান চৌধুরী (২৫ নভেম্বর ১৯২৬ - ১১ জানুয়ারি ১৯৯৪), সুপ্রিম কোর্টের বিচারপতি; গ্রাম: উলানিয়া। ৮. ফজলুর রহিম চৌধুরী (বিংশ শতকের প্রথম ভাগ); লেখক; গ্রাম: উলানিয়া। ৯. মোহাম্মদ কাসেম (১৯১৬ - ২০০১), লেখক ও সাংবাদিক; গ্রাম: নয়াখালী।

ভোলা জেলার বিখ্যাত ব্যক্তিগণ

দৌলতখান উপজেলা

ক) চর খলিফা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শহীদ হাবিলদার রফিকুল ইসলাম, বীরবিক্রম (?? - ডিসেম্বর ১৯৭১), শহীদ মুক্তিযোদ্ধা; বীরবিক্রম খেতাবপ্রাপ্ত; গ্রাম: চরখলিফা। ২. শাহে আলম, বীরউত্তম (?? - ৪ ডিসেম্বর ১৯৭১), শহীদ মুক্তিযোদ্ধা; বীরউত্তম খেতাবপ্রাপ্ত; গ্রাম: দিদারউল্লাহ।

খ) হাজীপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. কালাচাদ রায় (অষ্টাদশ শতক), দৌলত খানের রায় বংশের জদিারির প্রতিষ্ঠাতা; প্রকৃত নাম কালিকা প্রসাদ রায়। কালারাজা নামে পরিচিত; গ্রাম: হাজীপুর। ২. মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ (১৬ ডিসেম্বর ১৯৪৭ - ১৮ এপ্রিল ১৯৭১), বীরত্বের সর্বেচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ মর্যাদায় ভূষিত মুক্তিযোদ্ধা; গ্রাম: হাজীপুর।

গ) মদনপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আজিজুদ্দীন আহমদ (২১ ফেব্রুয়ারী ১৮৯৭ - ১০ জুলাই ১৯৬৮) আইনজ্ঞ, রাজনীতিবিদ ও পাকিস্তান আমলের মন্ত্রী; গ্রাম: মদনপুর। ৭। উত্তর জয়নগর ইউনিয়ন: ১. ড. আবুল হাসান শামসুদ্দিন (১৯৩৫ সালের ১১ই ফেব্রুয়ারী), অধ্যাপক ও লেখক; কোলকাতা বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি; গ্রাম: জয়নগর।


বোরহানউদ্দিন উপজেলা

ক) পাক্ষিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সৈয়দ আজিজুর রহমান (নওয়াব মিয়া) (১৯০১ - ১৯৫৬), একটানা তিন দশক বরিশাল জেলা বোর্ড এবং লোকাল বোর্ডের সদস্য; যুক্ত বাংলার আইনসভার সদস্য; এবং প্রাদেশিক চিফ হুইপ; গ্রাম: বাটামারা। ২. সৈয়দ মাহবুবুর রহমান (৭ জুন ১৯১০ - ১৯৯৭), বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সচিব; গ্রাম: বাটামারা।


ভোলা সদর উপজেলা

ক) যাঁদের আদি নিবাস ভোলায় কিন্তু ভোলার ঠিক কোন স্থানে তা জানা যায়নি এমন ব্যক্তিদের তালিকা: ১. শৈবালকুমার গুপ্ত (৫.২.১৯০২ - ২২.৬.১৯৮৯) বিশিষ্ট সিভিলিয়ান ও স্বদেশপ্রেমী। ২. মনোজ কাহালী (১৯০৫ - ২২ ফেব্রুয়ারি ১৯৭১), বিপ্লবী যুগান্তর দলের সশস্ত্র কর্মী। ৩. নলিনী দাস (১ জানুয়ারি ১৯১০ - ১৯ জুন ১৯৮২), স্বাধীনতা সংগ্রামী। ‘স্বাধীনতা সংগ্রামে দ্বীপান্তরের বন্দী’ শীর্ষক গ্রন্থের লেখক। ৪. বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় (২৩.৫.১৯১৭ - ১৩.১২.১৯৮৭), সাহিত্যিক ও গ্রন্থাগারিক।

খ) বাপ্তা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মোহাম্মদ মোজাম্মেল হক (৬ সেপ্টেম্বর ১৮৮৩ - ১ আগষ্ট ১৯৭৬), কবি; বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদের চিফ হুইপ; গ্রাম: বাপ্তা।

গ) চর শিবপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ফজলুল করিম (১৮ জুলাই ১৯০০-  ??), লেখক ও জজ; গ্রাম: শিবপুর।

ঘ) দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. নাজিউর রহমান মঞ্জু (১৯ মার্চ ১৯৪৯ - ৬ এপ্রিল ২০০৮) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদ সদস্য; গ্রাম: বালিয়া।


লালমোহন উপজেলার বিখ্যাত ব্যক্তিগণ ১. মোতাহার উদ্দিন আহমেদ (১ জানুয়ারি ১৯৩২ - ১০ জানুয়ারি ১৯৭৪), রাজনীতিবিদ; ১৯৭০ সালে এমপিএ; ১৯৭৩ সালে এমপি; গ্রাম: গজারিয়া, পশ্চিম চরউমেদ।



তথ্যসূত্র: ১। সংসদ বাঙালি চরিতাভিধান। ২। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৩। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস।