বরিশালের প্রথম মুসলিম মহিলা সমাবেশ

Barisalpedia থেকে

মুসলমান মেয়েদের সামাজিক উন্নয়নের জন্য ১৯৬৩ খ্রিষ্টাব্দে প্রথম বরিশাল টাউন হলে মিসেস ফজলে রাব্বির সভানেত্রীত্বে একটি মুসলমান মহিলা সমাবেশ হয়। মিসেস হালিমা খাতুনকে সভানেত্রী ও হাশেম আলী খানের কন্যা লুৎফুন নেসাকে সম্পাদিকা করে একটি মুসলমান মহিলা সমিতি গঠন করা হয়। তারপর মিসেস হামিদ উদ্দিন, জৈনদ্দিন মুন্সী ও খলিলুর রহমান চৌধুরীর কন্যারা মহিলা সমিতিতে যোগ দেয়। তখন যারা ঘর থেকে বেরিয়ে মহিলা সমিতি করতে আসে তাদেরকে সমাজচ্যুত করার জন্য মোল্লারা প্রচার চালায়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।