বরিশালের প্রথমদিকের মুসলিম কীর্তিমানগণ

Barisalpedia থেকে

১৯২০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাকেরগঞ্জের মুসলমানদের মধ্যে যারা গ্রাজুয়েট ছিলেন তারা হলেন ১. মুহাম্মদ ওয়াজেদ, চাখার, বানারীপাড়া; আফছার উদ্দীন মিয়া, আগরপুর, বাবুগঞ্জ; ২. খান বাহাদুর হেমায়েত উদ্দীন আহম্মদ; ৩. আজগর আলী উকিল, কুচিয়ামারা, ভোলা (ভোলার প্রথম বিএ-১৮৯৪, বিএল পাস-১৮৯৬); ৪. ব্যারিষ্টার মোতাহার হোসেন, শায়েস্তাবাদ, বরিশাল সদর; ৫. এ কে ফজলুল হক, চাখার, বানারীপাড়া; ৬. লেহাজ উদ্দীন, কাউখালী; ৭. মফিজ উদ্দীন উকিল, বরাকোটা, উজিরপুর; ৮. গোলাম মোস্তফা, বাউফল; ৯. এম. লুৎফর রহমান (১৮৭৬-১৯৪২), কাচিয়া, ভোলা সদর উপজেলা, ভোলার প্রথম এমএ এবং দ্বিতীয় গ্র্যাজুয়েট; ১০. হাশেম আলী খান, সেহাঙ্গল, স্বরূপকাঠি; ১১. কবি মোজাম্মেল হক, বাপ্তা, ভোলা সদর উপজেলা; ১২. এলেমদ্দিন, আলিমাবাদ, মুলাদী (অবশ্য মেহেন্দিগঞ্জেও একটি আলিমাবাদ গ্রাম রয়েছে।সিরাজ উদ্দীন আহমেদ শুধু আলিমাবাদ উল্লেখ করেছেন, কোন উপজেলা তা বলেননি। ); ১৩. সৈয়দ উদ্দীন, ভারুকাঠি, ঝালকাঠি সদর উপজেলা; ১৪. খন্দকার ফজলুল করিম, হোসনাবাদ, গৌরনদী; ১৫. আশরাফ আলী খান (দ্বিতীয় মুসলমান এমএ) শেখেরহাট, ঝালকাঠি; ১৬. এমদাদ আলী, বাউফল; ১৭. মোবারক আলী, ভোলা; ১৮. আলী মিয়া, চাখার, বানারীপাড়া, ১৮. মুহাম্মদ ওয়াজেদ, বলাহার, বানারীপাড়া; ১৯. ফরিদউদ্দীন আহম্মদ, আগলপুর (?) প্রমুখ। মুসলমানদের মধ্যে প্রথম এমবিএস ডাক্তার ভোলার সৈয়দ আহম্মদ ১৯৩২; আবদুল হাফিজ তালুকদার, চরাদি, বাকেরগঞ্জ, ১৯৩৮; আবদুর রউফ, কাউখালী ১৯৩৮। প্রথম ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আহম্মদ, গৌরনদী; মোশারেফ উদ্দীন আহম্মেদ, মঠবাড়য়িা; মোশারেফ হোসেন, মানপাশা, ঝালকাঠি। তারা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পাস করেছেন। মুসলমানদের মধ্যে প্রথম ডেপুটি ম্যাজিষ্ট্রেট কাউখালীর লেহাজ উদ্দীন, দ্বিতীয় ডেপুটি ম্যাজিষ্ট্রেট বাউফলের ইমদাদ আলী এবং প্রথম জেলা জজ ভাÐারিয়ার শাহাবুদ্দিন আহম্মদ। জেলার হিন্দু-মুসলমাননের মধ্যে প্রথম আইসিএস, ভোলার শৈবাল গুপ্ত এবং আইপিএস ভোলার আবি আব্দুল্লাহ। জেলার প্রথম মুসলমান মুন্সেফ নবাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং মুসলমান জমিদারদের মধ্যেও প্রথম মুসলমান মুন্সেফ নবাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।