বরিশালের পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ
পরিচ্ছেদসমূহ
বীরশ্রেষ্ঠ
১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর; রহিমগঞ্জ, বাবুগঞ্জ। ২. সিপাহী মোঃ মোস্তফা কামাল; পশ্চিম হাজীপাড়া, দৌলতখাঁ, ভোলা।
বীরউত্তম
১. ক্যাপ্টেন মোঃ শাজাহান ওমর; রাজাপুর। ২. হাবিলদার মোঃ শাহ আলম; ভোলা। ৩. ল্যান্স নায়েক আবদুস ছত্তার; কাশীপুর, বরিশাল সদর। ৪. সুবেদার ফজলুর রহমান; বার আউলিয়া, বাকেরগঞ্জ। ৫. ফ্লাইট লে. সামসুল আলম; বাউফল।
বীরবিক্রম
১. মেজর কে এন হুদা; বগুড়া রোড, বরিশাল। ২.ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমেদ; লালমোহন, ভোলা। ৩. ক্যাপ্টেন মেহেদী আলী ইমাম; দাউদখালী, মঠবাড়িয়া। ৪. হাবিলদার শহীদ রফিকুল ইসলাম; দৌলতখাঁ, ভোলা। ৫. নায়েক সুবেদার আঃ হক; গৌরনদী। ৬. হাবিলদার আনিস মোল্লা; দাউদখালী মঠবাড়িয়া। ৭. হাবিলদার শহীদ আবুল কাশেম; ভান্ডারিয়া। ৮. সিপাহী শহীদ আতাহার আলী মল্লিক; বাকেরগঞ্জ। ৯. মাহবুব উদ্দিন আহমেদ; আমানতগঞ্জ, বরিশাল। ১০.আলতাফ হোসেন ভবানীপুর, উজিরপুর। ১১. শহীদ মজিবর রহমান; গুঠিয়া, উজিরপুর।
বীর প্রতীক
১. ক্যাপ্টেন দেলওয়ার হোসেন; রাজাপুর। ২. সেকেন্ড লেফটেন্যান্ট ওয়ালিউল ইসলাম; বটতলা, বরিশাল। ৩. সুবেদার করম আলী হাওলাদার; ভরপাশা, বাকেরগঞ্জ। ৪. নায়েক সুবেদার সাইদুল আলম; চরকরমজী, বরিশাল সদর। ৫.নায়েক আবদুল লতিফ; দুর্গাপাশা, বাকেরগঞ্জ। ৬. ন্যান্স নায়েক আলিমুল ইসলাম; রত্নপুর, আগৈলঝাড়া। ৭. সিপাহী মোহাম্মদ সিদ্দিক; চর নোয়াবাদ, ভোলা। ৮. হাবিলদার আবদুল হামিদ খান; দক্ষিণ কবাই, বাকেরগঞ্জ। ৯. নায়েক আবদুল ওয়াহেদ; ফরিদপুর, বাকেরগঞ্জ। ১০. নায়েক জাকির হোসেন; চরপদ্মা, মুলাদী। ১১. সিপাহী জাহাঙ্গীর হোসেন; চরকাউয়া, বরিশাল সদর। ১২. করপোরাল হেলালউজ্জামান; চাঁদপাশা, বাবুগঞ্জ। ১৩. করপোরাল রওন শরীফ; রাকুদিয়া, বাবুগঞ্জ। ১৪. কুদ্দুস মোল্লা; মুলাদী। ১৫. আনোয়ার হোসেন; মুলাদী। ১৬. রফিকুল আহসান; বাকেরগঞ্জ। ১৭. কেএসএ মহিউদ্দিন মানিক; বরিশাল শহর। ১৮. দেবদাস বিশ্বাস খোকন; ঝালকাঠি। ১৯. এএসএমএ আবদুল খালেক; শিয়ালকাঠি, ভান্ডারিয়া। ২০. আলতাফ হোসেন খান; বোয়ালিয়া, নলছিটি।২১. আবদুল ওয়াজেদ; বিনয়কাঠি, ঝালকাঠি। ২২. আনোয়ার হোসেন; পাতার চর, মুলাদী। ২৩. কুদ্দুস মোল্লা; কাইতমারা, মুলাদী। ২৪. গাজী আবদুল ওয়াহেদ; মঙ্গলসী, বাকেরগঞ্জ। ২৫. মোঃ দেলওয়ার হোসেন; কাজলাকাঠি, বাকেরগঞ্জ। রফিকুল ইসলাম; কাংশী, উজিরপুর।২৬. হাবিবুর রহমান; গাববাড়ী, উজিরপুর। ২৭. একেএম জয়নুল আবেদীন; ধারাখানা, ঝালকাঠি। ২৮. আয়েজ উদ্দিন আহমদ; কৃষ্ণকাঠি, বাকেরগঞ্জ। ২৯. আবদুল মান্নান; ঠাকুরমল্লিক, বাবুগঞ্জ। ৩০. আবদুর রহমান; কাশিপুর, বরিশাল। ৩১. আলী আকবর আকন; ভান্ডারিয়া। ৩২. লে. কামরুলহাসান সেলিম; চরাদি, বাকেরগঞ্জ।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।