বরছাকাঠির প্রাচীন ইমারত, স্বরূপকাঠি
পিরোজপুর জেলার ইন্দ্রকাঠি সংলগ্ন বরছাকাঠিতে সরদার বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে একটি প্রাচীন স্থাপনার অবস্থান রয়েছে। ঠিক কোন সময়ে এবং কে বা কাদের দ্বারা এই এই স্থাপনাটি নির্মিত হয়েছিলো তা সঠিকভাবে জানা যায় না। সাধারণভাবে মসজিদ নামে পরিচিত বরছাকাঠির তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি সতের শতকে নির্মিত বলে কোনো কোনো গবেষক মত প্রকাশ করেছেন। প্রকৃত পক্ষে এই স্থাপনাটি আদৌ মসজিদ কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশের অবকাশ রয়েছে। অন্তত স্থাপনাটির নির্মান রীতি অন্য কিছুর প্রতি ইঙ্গিত প্রদান করে বলে। যে কোনো মসজিদ নির্মানের ক্ষেত্রে কয়েকটি সাধারন বৈশিষ্ট্য পালন করা হয়ে থাকে। সেই বৈশিষ্ট্যের মধ্যে মেহরাব এবং মিম্বরের কথা উল্লেখ করা যায়। বরছাকাঠির কথিত মসজিদে এই প্রকার কিছু নেই। সামগ্রিক বিচারে প্রাচীন এই স্থাপনাটির হোসাইনিয়া মাদ্রাসা অর্থাৎ আবাসিক মাদ্রাসা কিংবা খানকা হওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে বলে প্রতীয়মান।