বরগুনা সরকারি কলেজ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:২৫, ৪ এপ্রিল ২০১৬ পর্যন্ত সংস্করণে (কলেজের অধ্যক্ষগণের নাম ও কার্যকাল)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরগুনা সরকারি কলেজ বর্তমান বরগুনা জেলার অন্যতম ঐতিহ্যবাহী কলেজ। ১ অক্টোবর ১৯৬৯ তারিখে এটি প্রতিষ্ঠিত হয়।

বরগুনা কলেজ.jpg

প্রতিষ্ঠার ইতিহাস

১৯৬৯ সালের ১ জানুয়ারি পটুয়াখালী মহকুমা ও নতুন সৃষ্ট বরগুনা মহকুমা নিয়ে পটুয়াখালী জেলা গঠিত হয়। পটুয়াখালী মহকুমার বরগুনা, বেতাগী, আমতলী, খেপুপাড়া ও পিরোজপুর মহকুমার বামনা ও পাথরঘাটা থানা নিয়ে নতুন বরগুনা মহকুমা গঠিত হয়। পটুয়াখালী জেলার প্রথম জেলা প্রশাসক হাবিবুল ইসলাম এবং বরগুনা মহকুমার প্রথম এসডিও নিযুক্ত হন মোহাম্মদ সুলতান আলী ইপিসিএস। তার জন্মস্থান ঠাকুরগাঁও জেলায়। তিনি ১৯৬৯ সালের ১ জানুয়ারি বরগুনা মহকুমার দায়িত্ব গ্রহণ করেন। কলেজ প্রতিষ্ঠার জন্য ১৯৬৯ সালের ১৩ জানুয়ারি বিকেল ৩ টায় এসডিও সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠার জন্য সভায় ১৪৩ জন সদস্য নিয়ে অর্গানাইজিং কমিটি গঠন করা হয়। কলেজ প্রতিষ্ঠার অর্গানাইজিং কমিটির সদস্যগণ এসডিও মোঃ সুলতান আলী সভাপতি ইয়াসিন আলী খান এমপিএ সহ-সভাপতি মফিজউদ্দিন তালুকদার এমপিএ সহসভাপতি এমডি আজিজ এমএনএ সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ, সিও ডেভ. বরগুনা যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ মিয়া সহ-সম্পাদক আব্দুল খবির মিয়া সহ-সম্পাদক ম্যানেজার, হাবিব ব্যাংক ট্রেজারার এ্যাডভোকেট আসমত আলী সিকদার সদস্য সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সদস্য কলেজের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, প্রত্যেক ইউনিয়নের চেযারম্যান ১০০০ টাকা এবং বাজার কমিটি ১০ হাজার টাকা চাঁদা প্রদান করবে। এ সময় খেপুপাড়া বরগুনা মহকুমাধীন ছিল। ১৩-০১-১৯৬৯ তারিখের পর ৭ মে ১৯৬৯ তারিখে সিরাজ উদ্দীন আহমেদের বরগুনায় ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান পর্যন্ত কলেজের অর্গানাইজিং কমিটির আর কোনো সভা হয়নি। এসডিও সাহেব কলেজ প্রতিষ্ঠার দাপ্তরিক দায়িত সিরাজ উদ্দীন আহমেদের ওপর অর্পণ করেন। এরপর শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়া হয়। কলা এবং বাণিজ্য বিভাগ ১ জুলাই ১৯৬৯ তারিখে খোলার সিদ্ধান্ত হয়। শিক্ষক নির্বাচন কমিটি গঠন করা হয়। নি¤œলিখিত সদস্যেদের নিয়ে শিক্ষক নির্বাচন কমিটি গঠন করা হয়। মোঃ সুলতান আলী সভাপতি এমএ আজিজ মিয়া, সাধারণ সম্পদক সদস্য সিরাজ উদদীন আহমেদ, ডেপুটি ম্যাজিস্ট্রেট সদস্য এ্যাডভোকেট আসমত আলী সিকদার সদস্য ফরিদউদ্দিন আহমেদ-সিও ডেভ, বরগুনা সদস্য


কলেজে নিয়োগপ্রাপ্ত প্রথম শিক্ষকগণ

শাহাবুদ্দিন আহমেদ অধ্যক্ষ, ইংরেজি আব্দুল হক বাংলা আব্দুল মজিদ মিয়া সাবেক প্রধান শিক্ষক বরগুনা হাইস্কুল ইংরেজি মোঃ জয়নুল আবেদিন অর্থনীতি সামছুল আলম তালুকদার ইসলামের ইতিহাস একেএম আমজাদ হোসেন দর্শন মোঃ সুলতান আহমদ বাণিজ্য বিভাগ আব্দুল মোতালেব বাণিজ্য খবির উদ্দিন মিয়া অফিস সুপার কলেজের সাময়িক স্থান নির্বাচন করা হয় বরগুনা হইস্কুলে। ১৯৬৯ সালের ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়। প্রায় ৩শ ছাত্র নিয়ে যাত্র শুরু হয়। ১৯৬৯ সালের ১ অক্টোবর বরগুনা কলেজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কলেজের উদ্বোধন করেন পটুয়াখালীর ডিসি হাবিবুল ইসলাম।

সরকারি স্বীকৃতি ও সম্প্রসারণ

বরগুনা কলেজ যশোর শিক্ষাবোর্ড থেকে ১৯৭০ সালের ২৮ জানুয়ারি স্বীকৃতি লাভ করে। ১৯৭০ সালে কলেজে বিজ্ঞান বিভাগ চালু হয়। ১৯৭০ সালের ১৮ মে মোহাম্মদ সুলতান আলী কলেজ ভবনের ভিত্তি স্থাপন করেন। বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু জ্ঞানরঞ্জন ঘোষ কলেজের অনুকূলে ১.৯৬ একর জমি দান করেন। হাজী চান মিয়া হাওলাদার ১.২০ একর জমি দান করেন। জ্ঞানরঞ্জন ঘোষের মৃত্যুর পর তার নামে কলেজ হোস্টেলের নামকরণ করা হয়। আমতলী থানার ফজু মল্লিকের পুত্র হাশেম মল্লিক কলেজে নগদ ১০ হাজার টাকা দান করেন। কলেজ সংলগ্ন জমি ক্রয়ের জন্য আব্দুল লতিফ মাস্টার, সার্কেল অফিসার ফরিদ উদ্দিন আহমদ, বরগুনা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পনু মিয়া, মীর কুদ্দুস, পরেশ তালুকদার, ইউনুস শরীফ প্রমুখ জমি ক্রয়ের ব্যবস্থা করেন। নগদ টাকায় পাঁচ একর জমি ক্রয় করা হয়। ১৯৭৫ সাল পর্যন্ত কলেজে মোট জমির পরিমাণ ছিল-৯.৪২ একর। বরগুনা কলেজ পরিচালনা কমিটির সভাপতিদের তালিকা মোঃ সুলতান আলী, এসডিও ১৯৬৯-১৯৭০ সৈয়দ সুলতান আলী, এসডিও ১৯৭০-৭২ বাবু জ্ঞান রঞ্জন ঘোষ ১৯৭২ মোঃ আজিজুর রহামন, এসডিও ১৯৭২ সিরাজ উদদীন আহমেদ, এসডিও ১৯৭৩-২৪ সেপ্টেম্বর ১৯৭৫ ১৯৬৯-৭০ সালে কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। তাদের স্থলে নতুন শিক্ষক নিয়োগ করা হয়। বিজ্ঞান ও ডিগ্রী চালু করা হলে আরো শিক্ষক নিয়োগ করা হয়।

কলেজের অধ্যক্ষগণের নাম ও কার্যকাল (সরকারিকরণের পূর্বে)

১. শাহাবুদ্দিন আহমেদ (০১-০৭-১৯৬৯ থেকে ১৯-০৫-১৯৭০); ২. মোঃ শামসুল আলম তালুকদার (২০-০৫-১৯৭০ থেকে ১৯-১২-১৯৭৬); ৩. এম নাসির উদ্দিন মাহমুদ (২০-০৬-১৯৭৭ থেকে ২৯-০২-১৯৮০)

কলেজের অধ্যক্ষগণের নাম ও কার্যকাল (সরকারিকরণের পরে)

১. আবু হেনা মোঃ জাফর (৩০-১২-১৯৮৬ থেকে ২৯-১০-১৯৮৮); ২. প্রফেসর সরদার আমজাদ হোসেন (৩০-০১-১৯৮৯ থেকে ০৬-০৫-১৯৯১); ৩. প্রফেসর মোঃ আবদুল আলী (৩০-১০-১৯৯১ থেকে ২৭-০৬-১৯৯২); ৪. প্রফেসর খোন্দকার খলিলুর রহমান (২৯-০৭-১৯৯২ থেকে ১৪-০১-১৯৯৫); ৫. প্রফেসর আবু হেনা মোঃ জাফর (১৮-০৬-১৯৯৫ থেকে ০৪-১১-১৯৯৫); ৬. প্রফেসর মোঃ গোলাম বারী (০৪-০৪-১৯৯৬ থেকে ১৮-০৬-১৯৯৭); ৭. প্রফেসর মু. ফারুক (০৪-০৯-১৯৯৭ থেকে ০৪-০৯-১৯৯৯); ৮. প্রফেসর মোঃ নুরুল ইসলাম চৌধুরী (০১-০৩-২০০১ থেকে ৩০-০৮-২০০৩); ৯. প্রফেসর মোঃ আবদুল হালিম (০৬-১১-২০০৩ থেকে ০৩-০১-২০০৭); ৯. প্রফেসর এ কে এম আবদুল কাদের (৩০-০৪-২০০৭ থেকে ০৫-০৫-২০০৯); ১০. প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস (০৭-০৭-২০০৯ থেকে ০৪-০৮-২০০৯); ১১. প্রফেসর আবদুল কুদ্দুছ (২৬-১১-২০০৯-


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫