বরগুনা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

বরগুনা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ: ১. অজিত, বরগুনা বন্দর। ২. ডা. কৃষ্ণকান্ত, বরগুনা বন্দর। ৩. ধৈর্যধর দেবনাথ, বরগুনা বন্দর। ৪. কামিনী কুমার দাস, বরগুনা বন্দর। ৫. নির্মলচন্দ্র নাথ, বরগুনা বন্দর। ৬. গোরাচান, বরগুনা বন্দর। ৭. মধুশীল, বরগুনা বন্দর। ৮. বিনোদনাথ সাহা, বরগুনা বন্দর। ৯. সুকুমার দাস, বরগুনা বন্দর। ১০. কানাই দাস, বরগুনা বন্দর। ১১. রবিন দাস, বরগুনা বন্দর। ১২. কৃষ্ণচন্দ্র সাহা, বরগুনা বন্দর। ১৩. চিন্তাহরুণ নাথ, বরগুনা বন্দর। ১৪. সুনীল কুমার নাথ, বরগুনা বন্দর। ১৫. কানাইলাল থান, বরগুনা বন্দর। ১৬. বলরাম বণিক, বরগুনা বন্দর। ১৭. হরনাথ কর্মকার, বরগুনা বন্দর। ১৮. বাদলচন্দ্র নাথ, বরগুনা বন্দর। ১৯. সুভাষ চন্দ্র, বরগুনা বন্দর। ২০. বেচু, বরগুনা বন্দর। ২১. বলরাম, বরগুনা বন্দর। ২২. সুকুমার কর্মকার, বরগুনা বন্দর। ২৩. সুনীলনাথ, বরগুনা বন্দর। ২৪. অমূল্য কর্মকার, বরগুনা বন্দর। ২৫. সুনীলচন্দ্রকর্মকার, বরগুনা বন্দর। ২৬. মদনমোহন নাথ, বরগুনা বন্দর। ২৭. মধুসূদন থান, বরগুনা বন্দর। ২৮. সতীশচন্দ্র নাথ, বরগুনা বন্দর। ২৯. নগেন্দ্রচন্দ্র, বরগুনা বন্দর। ৩০. বৈদ্রনাথ সাহা, বরগুনা বন্দর। ৩১. নিশিকান্ত মিস্ত্রি, বরগুনা বন্দর। ৩২. শংকর কর্মকার, বরগুনা বন্দর। ৩৩. নগেন্দ্রনাথ কর্মকার, বরগুনা বন্দর। ৩৪. অক্ষয় কর্মকার, বরগুনা বন্দর। ৩৫. মানিক চন্দ্র, বরগুনা বন্দর। ৩৬. যুবরাজ সাহা, বরগুনা বন্দর। ৩৭. জগদীশ শীল, বরগুনা বন্দর। ৩৮. রজনীকান্ত শীল, বরগুনা বন্দর। ৩৯. গৌরাঙ্গ চন্দ্র নাথ, বরগুনা বন্দর। ৪০. কৃষ্ণ তাললুকদার, বরগুনা বন্দর। ৪১. ধ্রুব বল্লভ নাথ, বরগুনা বন্দর। ৪২. নিরঞ্জন শীল, বরগুনা বন্দর। ৪৩. মানিক কর্মকার, বরগুনা বন্দর। ৪৪. নরেশ চন্দ্র ব্রহ্মচারী, বরগুনা বন্দর। ৪৫. সিদ্দিকুর রহমান পনু, চেয়ারম্যান, বরগুনা। ৪৬. আবদুর রশীদ (মাজেদ), আওয়ামী লীগ সহসভাপতি, চেয়ারম্যান, কেওড়াবুনিয়া। ৪৭. মীর মোশারেফ হোসেন, ছোট গৌরিচন্না, আইডব্লিউটিএ’র কর্মচারী; বরিশালে শহীদ। ৪৮. লেহাজউদ্দীন, ঝালকাঠি কলেজের ছাত্র, পাতাকাটা; ৫ অক্টোবর বরগুনায় নিহত। ৪৯. আবু তাহের, কেওড়াবুনিয়া। ৫০. ফজলুল হক, ইটবাড়িয়া। ৫১. নাসিরউদ্দীন, মাইঠা। ৫২. কাঞ্চন মাঝি, গোলবুনিয়া। ৫৩. কাদের, কালির তবক। ৫৪. তাজেম, কালির তবক। ৫৫. দেলওয়ার হোসেন ননী, গৌরিচন্না। ৫৬. কালীকান্ত হালদার, ছাট গৌরিচন্না। ৫৭. নিখিল রঞ্চন গুহ, ছাট গৌরিচন্না। ৫৮. বলাই মল্লিক, ছাট গৌরিচন্না। ৫৯. আজিজ সিকদার, ছাট গৌরিচন্না। ৬০. আফছের আলী মুছল্লী, ছোট গৌরিচন্না। ৬১. ইসমাইল, হেউলিবুনিয়া। ৬২. আশরাফ আলী, গুদিঘাটা। ৬৩. মীর ইদ্রিস, ধুপতি। ৬৪. মুজাহার আলী খাঁ, লতাবাড়িয়া। ৬৫. হরেন্দ্র কুমার, আয়লা। ৬৬. ছত্তার খাঁ, মঠবাড়িয়া। ৬৭. তৈয়ব আলী, কালীর তবক। ৬৮. ইপিআর আবদুল হামিদ মোল্লা, আদাবাড়িয়া। ৬৯. আজান আলী, ঘটবাড়িয়া। ৭০. নিখিল রঞ্জন গুহ, খাজুরতলা। ৭১. মুজিবুর রহমান, আঙ্গারপাড়া। ৭২. ছোবহান তালুকদার, পাতাকাটা। ৭৩. ছোবহান, হেউলিবুনিয়া। ৭৪. চাঁদ মিয়া, কালির তবক। ৭৫. মোহাম্মদ হানিফ, ইটবাড়িয়া। [অসম্পূর্ণ]


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫