বয্লুর রহমান
বযলুর রহমান ছিলেন একজন খ্যাতনামা সুফিতাত্ত্বিক সাধক ও লেখক। ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় শৌলজালিয়া গ্রামে ১৯০১ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যু: ১৯৮৫। তার পিতার নাম আলী শরীফ মিয়া এবং মাতার নাম হাফিজা খাতুন।
স্কুল জীবনের পাঠ সম্পন্ন করেন বরিশালে। কোলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এন্ট্রান্স পাস করেন। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করে স্কুল শিক্ষকতার কর্ম বেছে নেন। তবে পরিণত বয়সে তিনি সুফীতাত্ত্বিক সাধনায় আত্মনিয়োগ করেন এবং মারেফতি ধারার তাত্ত্বিক তথা মুর্শিদ হিসেবে চতুর্দিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ১৯৮৫ সালে ফেব্রুয়ারি মাসে তিনি পরলোক গমন করেন। ইসলামের অনেক বিষয়, সুফীতত্ত্ব, ধর্মদর্শন ইত্যাদি ধারায় অনেক গ্রন্থ তিনি প্রণয়ন করেন। তার কতিপয় গ্রন্থ হলো: ১. তওহীদ, ২. সুফিদর্শন, ৩. শরীয়ত মা’রফত, ৪. জিজ্ঞাসা, ৫. মালায়েকা, ৬. সত্য দর্শন, ৭. সর্ব ধর্মদর্শন, ৮. সমাজ ও রাষ্ট্র দর্শন, ৯. সৃষ্টির উদ্দেশ্য, ১০. পাপ-পুণ্য।
তথ্যসূত্র: বিজন অশ্রুবিন্দু, সংখ্যা ৯।