বঙ্গ মিহির

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:১২, ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯২৪ সালে আইনজীবী মফিজ উদ্দিন আহমেদ ও আছমত আলী খানের সম্পাদনায় আত্মপ্রকাশ করে সাপ্তাহিক ‘বঙ্গ মিহির’। পত্রিকাটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খান বাহাদুর হেমায়েত উদ্দীন আহমদ। এ পত্রিকাটি ছিল ডবল ফুল স্ক্র্যাপ সাইজের। পত্রিকাটি সম্পর্কে বাংলা ১৩৩১ সনের আষাঢ় সংখ্যায় ব্রহ্মবাদীতে লেখা হয়েছে: ‘মাসাধিক যাবৎ বরিশাল হইতে ‘বঙ্গ মিহির’ নামে নূতন একখানি সাপ্তাহিক পত্র বাহির হইতেছে। এখানি মুসলমান সমাজের মুখপত্র। স্থানীয় বিশিষ্ট মুসলমান বন্ধুগণ ইহার পৃষ্ঠপোষক। আমরা পত্রিকার স্থায়িত্ব ও মঙ্গল কামনার সহিত এইমাত্র বলি- কাগজ খানি যেন সাম্প্রদায়িকভাবে পরিচালিত না হয়।’



তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।