বঙ্গদর্পণ
Barisalpedia থেকে
‘বঙ্গদর্পণ’ বরিশালের প্রাচীন পত্রিকাগুলোর একটি। ১৮৭২ সালের অক্টোবর মাসে সাপ্তাহিক হিসেবে ‘বঙ্গদর্পণ’ প্রকাশিত হয়। সব আলোচক পত্রিকাটির নাম ‘বঙ্গদর্পণ’ বললেও সুরেশচন্দ্র গুপ্ত এর নাম ‘বঙ্গদর্শন’ লিখেছেন।
তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।