বঙ্গদর্পণ
Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫২, ৭ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("‘বঙ্গদর্পণ’ বরিশালের প্রাচীন পত্রিকাগুলোর একটি। ১৮৭২ স..." দিয়ে পাতা তৈরি)
‘বঙ্গদর্পণ’ বরিশালের প্রাচীন পত্রিকাগুলোর একটি। ১৮৭২ সালের অক্টোবর মাসে সাপ্তাহিক হিসেবে ‘বঙ্গদর্পণ’ প্রকাশিত হয়। সব আলোচক পত্রিকাটির নাম ‘বঙ্গদর্পণ’ বললেও সুরেশচন্দ্র গুপ্ত এর নাম ‘বঙ্গদর্শন’ লিখেছেন।
তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।