ফুল্লশ্রী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:২৪, ৩ আগস্ট ২০২০ পর্যন্ত সংস্করণে ("কবি বিজয় গুপ্ত তাঁর জন্মস্থানের বর্ণনায় লিখেছেন- ‘পশ্..." দিয়ে পাতা তৈরি)

কবি বিজয় গুপ্ত তাঁর জন্মস্থানের বর্ণনায় লিখেছেন- ‘পশ্চিমে ঘাঘর নদী, পূর্বে ঘন্টেশ্বর,/ মধ্যে ফুল্লশ্রী গ্রাম পÐিতনগর’। কবি বিজয়গুপ্তের জন্মস্থান হিসেবেই ফুল্লশ্রী গ্রাম সারা বাংলায় বিখ্যাত। বর্তমানে ফুল্লশ্রী গ্রাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার অন্তর্গত। কবি বিজয়গুপ্ত ১৪৮৪ খৃৃস্টাব্দে তার বিখ্যাত ‘মনসা মঙ্গল’ কাব্য রচনা করেন। তিনি এ গ্রামে মনসা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০