ফরওয়ার্ড ব্লক, বরিশাল

Barisalpedia থেকে

১৯৩৯ খ্রিস্টাব্দে রামগড় কনফারেন্সে সুভাষ চন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। বরিশাল থেকে দেবেন ঘোষ, মনা ঘোষ, নরেন দাশ, তারা প্রসাদ গুপ্ত, নলিনী দাশ, অনিল চৌধুরী, যোগেশ মজুমদার, নুরুল ইসলাম খান রামগড় কনফারেন্সে যোগদান করেন। ১৯৪০ খ্রিস্টাব্দের ২৯ জনু আলবার্ট হলের জনসভায় সুভাষ চন্দ্র বসু ইংরেজ সরকারকে হলওয়েল মনুমেন্ট সরিয়ে নেয়ার জন্য চাপ দেন। সুভাষ বসুর নির্দেশে নুরুল ইসলাম খান বরিশালে ১ জুলাই প্রতিবাদসভার আয়োজন করেন। টাউন হলে সভা শেষে তাঁর উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়। ১৮ জুলাই কলকাতা ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে প্রতিবাদসভায় পুলিশ হামলা চালায়। পুলিশের লাঠির আঘাতে নুরুল ইসলাম খান গুরুতরভাবে আহত হন। আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়ে হলওয়েল মনুমেন্ট সরিয়ে নেয় এবং সুভাষ বসুকে মুক্তি দেয়। সুভাষ বসু ১৯৪০ খ্রিস্টাব্দের শেষে ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করার জন্য বরিশাল আগমন করেন। বাণীপীঠ বিদ্যালয়ের মাঠে যোগেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়। অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন দেবেন্দ্রনাথ ঘোষ। সুভাষ বসু আগৈলঝাড়া গমন করেন এবং এক জনসভায় ভাষণ দেন। এ জনসভায় সভাপতিত্ব করেন তরুণ ছাত্রনেতা নূরুল ইসলাম খান। জেলা ফরওয়ার্ড বøক দলের সভাপতি ছিলেন রোহিণী রায় উকিল, সম্পাদক ছিলেন বারৈকরণের জিতেন্দ্র লাল ভট্টাচার্য এবং দপ্তর সম্পাদক ছিলেন নূরুল ইসলাম খান।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০