ফজলুল করিম

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:২০, ২০ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("ফজলুল করিম ভোলা সদর উপজেলার শিবপুর গ্রামে ১৯৯০ সালের ১৮ই..." দিয়ে পাতা তৈরি)

ফজলুল করিম ভোলা সদর উপজেলার শিবপুর গ্রামে ১৯৯০ সালের ১৮ই জুলাই জন্মগ্রহণ করেন। ১৯২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবী ভাষায় এম,এ ডিগ্রী লাভ করেন। আইন পাশ করেন ১৯২৭ সালে। পেশা: সাব-ডেপুটি কালেক্টর, ঢাকা মন্সেফ ও জজ, পরে ঢাকা হাইকোর্টের উকিল। প্রকাশিত গ্রন্থ: আল হাদিস (১-৪/১৯৪০), মেশকাত শরীফ (১-৪/১৯৫৪), উলুমিদ্দীন (১-৭/১৯৬৩), আদর্শ মানব (১৯৫৩), শরীয়ত শিক্ষা (১৯৫৯), মানব ধর্ম (১৯৪৪), ইসলামের রূপ (১৯৫০)।


তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)