ফজলাল করিম চৌধুরী

Barisalpedia থেকে

ফজলাল করিম চৌধুরী বরিশালের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তাঁর পিতার নাম ইসহাক চৌধুরী। জন্ম: ১৮৯২ সাল। মৃত্যু: ৫ জানুয়ারি ১৯৬৩ সাল। গ্রাম: উলানিয়া, থানা: মেহেন্দীগঞ্জ, জেলা: বরিশাল।

ফজলাল করিম চৌধুরী ছিলেন ব্রিটিশ আমলের একসাইজ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা। পরে তিনি ব্রিটিশ-বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি জেলা বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় রাস্তাঘাটের ব্যাপক উন্নতি সাধিত হয়। তিনি নিজ এলাকা থেকে দু’বার বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হন। পাকিস্তান অর্জনের পর তিনি গ্রাম ত্যাগ করে বরিশাল শহরে বসবাস শুরু করেন এবং প্রেস ব্যবসায় আত্মনিয়োগ করেন।

অত্যন্ত ধর্মানুরাগী, পরোপকারী ও অতিথি বৎসল ফজলাল করিম সাহেব ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক সাহেবের বড় জামাতা। তিনি পারিবারিকভাবে নোয়াব মিঞা নামেই পরিচিত ছিলেন। পরিণত বয়সে ১৯৬৩ সালে তিনি ইন্তেকাল করেন।



তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, ঢাকা। ২০০৬।