ফকিরবাড়ি মসজিদ, বরিশাল

Barisalpedia থেকে

পলাশী যুদ্ধের পর পর বেশ কয়েকজন ইসলামধর্ম প্রচারক বরিশাল অঞ্চলে আগমন করেন। এই ধর্মপ্রচারকদের মধ্যে বাগদাদ থেকে আগত শাহ করিম বক্স অন্যতম। বরিশাল শহরের তখনকার মধ্যবর্তী স্থান বর্তমানের ফকিরবাড়ি এলাকায় অবস্থান করে তিনি ইসলাম ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। ফকির নামে পরিচিত বিখ্যাত শাহ করিম বক্স এই সময়ে রহমতপুরের জমিদার চন্দ্রকান্ত চক্রবর্তীর নিকট থেকে আটশত সাতান্ন একর নিষ্কর সম্পত্তি লাভ করেন। এই সম্পত্তির বলে আঠারোশ সতেরো সালে শাহ করিম বক্স ফকিরবাড়ি এলাকায় তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি তৈরি করেন। করিম বক্স প্রতিষ্ঠিত এই মসজিদটি পরবর্তীকালে ফকিরবাড়ি মসজিদ এবং তৎসংলগ্ন সড়কটি ফকির বাড়ি সড়ক নামে পরিচিত হয়। মসজিদ প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা শাহ করিম বক্সের মাজার রয়েছে।

Image 32.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।