প্রাণকুমার সেন

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৭, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ৬ এপ্রিল ১৯০১। মৃত্যু ২৫ মার্চ ১৯৬২। জন্মস্থান ফুল্..." দিয়ে পাতা তৈরি)

জন্ম ৬ এপ্রিল ১৯০১। মৃত্যু ২৫ মার্চ ১৯৬২। জন্মস্থান ফুল্লশ্রী, বরিশাল। পদস্থ সরকারি কর্মচারী অনন্তকুমার। বাংলা সাহিত্যে এম.এ পাশ কওে কলকাতায় ‘ভোটরঙ্গ’ পত্রিকার সম্পাদকের কাজ নেন। আর্থিক কারণে পত্রিকাটি বন্ধ হয়ে গেলে বরিশালে ফিওে গিয়ে ‘বরিশালবাণী’ ও ‘কল্যাণ’ নামে দু-টি পত্রিকা প্রকাশ করেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।