প্রাণকুমার সেন

Barisalpedia থেকে

জন্ম ৬ এপ্রিল ১৯০১। মৃত্যু ২৫ মার্চ ১৯৬২। জন্মস্থান ফুল্লশ্রী, গৌরনদী, বরিশাল। পিতা পদস্থ সরকারি কর্মচারী অনন্তকুমার। বাংলা সাহিত্যে এম.এ পাশ করে কলকাতায় ‘ভোটরঙ্গ’ পত্রিকার সম্পাদকের কাজ নেন। আর্থিক কারণে পত্রিকাটি বন্ধ হয়ে গেলে বরিশালে ফিওে গিয়ে ‘বরিশালবাণী’ ও ‘কল্যাণ’ নামে দু-টি পত্রিকা প্রকাশ করেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।