প্রতাপ নারায়ণ বসু (রাজা)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:১৮, ২৬ জুলাই ২০১৭ পর্যন্ত সংস্করণে ("বাসুদেবের মৃত্যুর পর ১৬৮৮ সালে তার পুত্র প্রতাপ নারায়ণ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বাসুদেবের মৃত্যুর পর ১৬৮৮ সালে তার পুত্র প্রতাপ নারায়ণ বসু চন্দ্রদ্বীপের রাজা হন। তিনি চন্দ্রদ্বীপের দ্বাদশ রাজা ছিলেন। তিনি ভীরু ও অলস ছিলেন। তার রাজত্ব কালে বাকলা মগ ও পর্তুগিজদের অত্যাচারে জর্জরিত হয়। রাজ্যের অবস্থা যাই হোক তিনি ১৭২৩ সাল পর্যন্ত চন্দ্রদ্বীপের রাজা ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০