প্রতাপ চন্দ্র মুখোপাধ্যায়
Barisalpedia থেকে
প্রতাপ চন্দ্র মুখোপাধ্যায় বরিশালের নিকটবর্তী কাশীপুরের অধিবাসি। তাঁর জন্ম-মৃত্যুর সাল উদ্ধার করা যায়নি। রোহিনী কুমার সেন জানিয়েছেন, তিনি পোস্টাফিসের কার্যাবলীর উপর গ্রন্থ প্রণয়ন করে সরকারের প্রশংসায় ধন্য হয়েছিলেন। তাঁর গ্রন্থ ঃ কাশীপুর কুসুম, কাশীপুর নিবাসীর সংগ্রহ। ‘কাশিপুর নিবাসী’ নামে তিনি একখানি পত্রিকাও প্রকাশ করেছেলেন।
তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)