পোনাবালিয়ার চৌধুরী পরিবার
পোনাবালিয়ার চৌধুরী পরিবার ছিল সেলিমাবাদের তপ্পে হাবেলীর জমিদার।
জমিদারি প্রতিষ্ঠা
তপ্পে হাবেলী সেলিমাবাদ পরগণা হতে সৃষ্ট হয়েছিল। ১৭ শতকের শেষ ভাগে রামহরি গুপ্ত কবিরাজ নবাব পত্নীর চিকিৎসা করে হাবেলী সেলিমাবাদ পরগণার জমিদারী লাভ করে নলছিটির দেউরী গ্রামে বাসস্থান প্রতিষ্ঠা করেন। রামহরির পুত্র যশশাচন্দ্র। তার পুত্র নরেন্দ্র নারায়ণ। রামকৃষ্ণ বিদ্যার্নব রাঢ় দেশ হতে এসে নরেন্দ্র নারায়ণ রায়ের শিবদা ও সারদা কন্যাদ্বয়ের পাণি গ্রহণ করেন। শিবদার গর্ভে গোপী বল্লভ, সারদার গর্ভে রাজীব লোচন, শ্রীরাম ও রামজীবন গোবিন্দ জন্মে। গোপী বল্লভ বারৈকরণে ও অপর চার ভ্রাতা দেওরী গ্রামে বাস করত। রামকৃষ্ণ বিদ্যার্নব হতে পোনাবালিয়া, কুলকাঠি, বারৈকরণ, দেউরী ও কেওরার চৌধুরী বংশের উদ্ভব হয়েছে। রামকৃষ্ণ বিদ্যার্ণবের পুত্র শ্রীরামের বংশ পোনাবালিয়ার জমিদার হিসেবে পরিচিত। রামকৃষ্ণ বিদ্যার্ণবের পুত্র গোপীবল্লভের বংশ কুলকাঠি-বারৈকরনের জমিদার। রামকৃষ্ণ বিদ্যার্ণবের অপর দুই পুত্র রাজীব লোচন ও রামজীবন দেওরির জমিদারদের আদিপুরুষ।
বংশ তালিকা
রামকৃষ্ণ বিদ্যার্নবের চারপুত্র শ্রীরাম, গোপী বল্লভ, রাজীব লোচন ও রামজীবন গোবিন্দ; শ্রীরামের পুত্র রামভদ্র; রামভদ্রের দুই পুত্র শ্রীকৃষ্ণ ও হরেকৃষ্ণ; শ্রীকৃষ্ণের পুত্র ইন্দ্রনারায়ণ, তাঁর পুত্র রাজা নারায়ণ, তাঁর পুত্র চন্দ্র কিশোর, তাঁর পুত্র রাধানাথ, তাঁর পুত্র কৃষ্ণলাল, তাঁর পুত্র সুরেন্দ্র, তাঁর পুত্র খোকা; হরেকৃষ্ণর পুত্র মনোহর, তাঁর তিন পুত্র নন্দ কিশোর, রতœ কিশোর ও রাধাকৃষ্ণ; নন্দ কিশোরের দুই পুত্র দুর্গা প্রসাদ ও শিব প্রসাদ, দুর্গা প্রসাদের পুত্র চন্দ্র কুমার, তাঁর পুত্র রাধানাথ, তাঁর পুত্র কৃষ্ণলাল, তাঁর পুত্র সুরেন্দ্র, তাঁর পুত্র খোকা; শিব প্রসাদের পুত্র রাজকুমার, তাঁর পুত্র গণপতি; রাধাকৃষ্ণের পুত্র তারিনী, তাঁর পুত্র বসন্ত, তাঁর পুত্র যোগেন, তাঁর পুত্র মণীন্দ্র।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।