পূর্ণানন্দ স্বামী, মহারাজ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:০১, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম (?)। মৃত্যু ১৩ নভেম্বর ১৯৩৬। জন্মস্থান গুঠিয়া, উজিরপ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম (?)। মৃত্যু ১৩ নভেম্বর ১৯৩৬। জন্মস্থান গুঠিয়া, উজিরপুর, বরিশাল। সেনবংশে জন্ম। সন্ন্যাসগ্রহণের পূর্বে বি.এ. বি.এল. পাশ করে শিক্ষাকতা ও ওকালতি করেছেন। ‘গিরি’ সম্প্রদায়ের সন্ন্যাসী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেন। শিষ্যদের কাছে তাঁর লিখিত পত্রাবলি ‘বেদবাণী’ নামে তিনখ-ে প্রকাশিত হয়েছে। অন্যান্য গ্রন্থ: ‘যোগ অ্যান্ড পারফেকশন’ এবং ‘পূর্ণজ্যোতি’ (সংস্কৃত)। হৃষীকেশের ‘শিবালয়’ আশ্রম তাঁরই প্রতিষ্ঠিত।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।