পিরোজপুর হিতৈষী

Barisalpedia থেকে

‘পিরোজপুর হিতৈষী’ পিরোজপুর থেকে প্রকাশিত একসময়ের একটি পাক্ষিক পত্রিকা। ১৯৩৬ সালের ডিসেম্বরে পিরোজপুর থেকে আবদুল গফুর ও নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় স¤পাদিত এবং কার্তিকচন্দ্র দত্ত কর্তৃক প্রকাশিত ‘পিরোজপুর হিতৈষী’ আত্মপ্রকাশ করে। ১৯৯৭ সালের নভেম্বর-ডিসেম্বর সংখ্যা নিরীক্ষা পত্রিকায় বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস (১৭৮০-১৯৪৭) শীর্ষক রচনায় পিরোজপুর হিতৈষী স¤পর্কে বলা হয়েছে : ‘বাংলা পাক্ষিক। স¤পাদক ছিলেন ধীরেন্দ্র নাথ মিত্র।’


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।