পিরোজপুর সদর উপজেলা
১৭৯০ সালে পিরোজপুর থানা সৃষ্টি হয়। ১৮৭০-৭১ খৃস্টাব্দের বিবরণী থেকে দেখা যায় পিরোজপুর মহকুমার ৩টি থানার একটি পিরোজপুর। ১/২/১৯৮৪ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ। উল্লেখ্য, নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।
পরিচ্ছেদসমূহ
- ১ পিরোজপুর পৌরসভা অঞ্চলের ব্যক্তিবর্গ
- ২ রায়েরকাঠি গ্রামের বিখ্যাত ব্যক্তিবর্গ
- ৩ শঙ্করপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তি
- ৪ পিরোজপুর উপজেলার পুরাকীর্তিসমূহ
- ৫ পিরোজপুর উপজেলার বিখ্যাত সামন্ত পরিবারসমূহ
- ৬ পিরোজপুর থানার শহীদ মুক্তিযোদ্ধাগণ
- ৭ পিরোজপুর উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ
- ৮ পিরোজপুর মহকুমার ঠিক কোনস্থানের অধিবাসী তা নিশ্চিত নয় এমন বিখ্যাত ব্যক্তিবর্গ
পিরোজপুর পৌরসভা অঞ্চলের ব্যক্তিবর্গ
১. আয়েত আলী চৌধুরী (বিংশ শতকের প্রথম ভাগ) লেখক; মাছিমপুর। ২. যোগেশচন্দ্র বাগল (২৭ মে ১৯০৩ - ৭ জানুয়ারি ১৯৭২), বিখ্যাত প-িত, সাংবাদিক ও সম্পাদক; জন্মস্থান কুমিরমারা। ৩. ক্ষেত্র গুপ্ত (১৭ জানুয়ারি ১৯৩০ - ২ সেপ্টেম্বর ২০১০), বিশিষ্ট অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক। ৪. মোয়াজ্জেম হোসেন, শহীদ লে. কমান্ডার (১৯৩২-১৯৭১): আগরতলা ষড়যন্ত্র মামলার ১ নম্বর আসামি ও শহীদ মুক্তিযোদ্ধা; ডুমুরতলা। ৫. সুনীলবিহারী সেনশর্মা (১৫.৫.১৯৩৩ - ১.১১.২০০৩), বিশিষ্ট ভূতত্ত্ববিদ। ৬. কামরুন্নাহার লাইলী (জন্ম ১৯৩৭ - ১২ মে ১৯৮৪), পূর্ব পাকিস্তান ছাত্রইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী এবং ডাকসুর নির্বাচিত সদস্য; ‘বাংলাদেশ-চীন মৈত্রী’ সমিতির সভানেত্রী।
রায়েরকাঠি গ্রামের বিখ্যাত ব্যক্তিবর্গ
১. রুদ্রনারায়ণ রায় (সপ্তদশ শতক), রায়েরকাঠিতে রায়দের জমিদারির প্রতিষ্ঠাতা। ২. নরনারায়ণ রায় (ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগ) বাংলা ভাষায় বরিশালের সর্ব প্রথম গদ্যলেখক মর্মে রোহিনীকুমার সেনের দাবি। ৩. উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রী (জন্ম ১৫ নভেম্বর ১৮৬৭। মৃত্যু ২১ জুলাই ১৯৫৯) খ্যাতনামা সংস্কৃতবিদ, আদর্শ শিক্ষাব্রতী ও অধ্যাপক; বেদপাঠের অধিকার আন্দোলনের পথিকৃৎ; রায়েরকাঠি রাজবংশের রাজা শশিভূষণ রায় চৌধুরীর পুত্র। ৪. শিশিরকুমার বসু (২৪ সেপ্টেম্বর ১৮৯৬ - ২৭ জুন ১৯৭০), শিশির পাবলিশিং হাউসের পরিচালক ও বিশিষ্ট সম্পাদক। ৫. নৃপেন্দ্রনাথ রায়চৌধুরী (১৯ ফেব্রুয়ারি ১৯০৬ - মৃত্যু ৩০ এপ্রিল) লেখক, প্রাবন্ধিক ও ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তা, উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রীর পুত্র। ৬. শিবনারায়ণ রায় (২০.১.১৯২১ - ২৬.২.২০০৮), বিশিষ্ট প্রাবন্ধিক ও অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ইউনিভার্সিটির অধ্যাপক।
শঙ্করপাশা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তি
১. আহসান হাবীব (২ জানুয়ারি, ১৯১৭ - ১০ জুলাই, ১৯৮৫), কবি ও সম্পাদক।
পিরোজপুর উপজেলার পুরাকীর্তিসমূহ
১. রায়েরকাঠি জমিদার বাড়ি, পিরোজপুর ২. রুদ্রনারায়ণের পঞ্চরত্ন মন্দির, রায়েরকাঠি
পিরোজপুর উপজেলার বিখ্যাত সামন্ত পরিবারসমূহ
১. রায়েরকাঠির জমিদার রায় পরিবার
পিরোজপুর থানার শহীদ মুক্তিযোদ্ধাগণ
১. লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন, ডুমুরতলা; আগরতলার মামলায় অভিযুক্ত ও লাহোর প্রস্তাব বাস্তবায়ন কমিটির সভাপতি; ১৯৭১ সালের ২৬ মার্চ প্রত্যুষে ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় পাক বাহিনী তাঁকে হত্যা করে। ২. আবদুর রাজ্জাক, এসডিও, পিরোজপুর। ৩. মিজানুর রহমান, ডেপুটি ম্যাজিস্ট্রেট, পিরোজপুর। ৪. ফয়জুর রহমান এসডিপিও, পিরোজপুর। ৫. হীরেন্দ্র মহাজন, দুনীর্তি দমন অফিসার, পিরোজপুর। ৬. ফজলুল হক খোকন, পিতা ওয়হেদ মোক্তার, পারের হাট রোড, বিপ্লবী ছাত্র ইউনিয়ন। ৭. বিধান চন্দ্র হালদার, পিরোজপুর কলেজের ছাত্র। ৮. শিক্ষক এনছানউদ্দীন হাওলাদার, উত্তর গাজীপুর, পারের হাট। ৯. কালু মহাজন, উত্তর রাণীপুর। ১০. আবদুল গফফার বিএ, জুজখোলা। ১১. সালাম সিকদার, কুমারখালী। ১২. বারীন্দ্র রায়, চন্ডিপুর। ১৩. আবদুল লতিফ জামাল, ডুমুরতলা। ১৪. হেমন্ত কুমার দত্ত, ডুমুরতলা। ১৫. ব্রজেন্দ্র নাথ ভক্ত, ডুমুরতলা। ১৬. কালীপদ দে, ডুমুরতলা। ১৭. অমূল্য পোদ্দার, পিরোজপুর। ১৮. হামিদ, গাজীপুর। ১৯. ইসমাইল উদ্দীন শেখ, কুনিয়ারী। ২০. বিনয় ভূষণ কর্মকার, শিকারপুর, ছাত্র। ২১. সতীশ চন্দ্র কর্মকার, পালপাড়া। ২২. ঘোষাল চন্দ্র দাস, কদমতলা। ২৩. হরনাথ সমাদ্দার, কদমতলা। ২৪. হরিপদ ঘোষ, মাছিমপুর। ২৫. খগেন্দ্রনাথ মন্ডল, মাছিমপুর। ২৬. জিতেন্দ্র নাথ রায়, কলারণ। ২৭. বীরেন্দ্র নাথ দত্ত, লখাকাটি। ২৮. নেপাল ঘরামী, নরকালী। ২৯. মৃণ¥য় কুমার, বিএসসি পরীক্ষার্থী, কদমতলী। ৩০. সুধীর কুমার দাস, বিএসসি পরীক্ষার্থী, কদমতলী। ৩১. ইপিআর আবুল কামার ফকির, চট্টগ্রামে শহীদ। ৩২. সামসুদ্দীন আহম্মদ, জুজখোলা। ৩৩. অনিল কুমার চন্দ্র, পিরোজপুর কলেজের ছাত্র। ৩৪. সুধীর রঞ্জন দে, ডুমুরিয়া। ৩৫. আবুল বাশার, কলাখালী। ৩৬. নির্মল চন্দ্র রায়, চরলাহরী, এমকম পরীক্ষার্থী। ৩৭. হাবিবুর রহমান। ৩৮. মহেন্দ্রনাথ চক্রবর্তী, পুরোহিত, পিরোজপুর। ৩৯. করিম সর্দার, খুমরিমা। ৪০. ইউনুস আলী শেখ, জুজখোলা। ৪১. নির্মলেন্দু দাস, পিরোজপুর শহর। ৪২. রবীন দাস গুপ্ত, পিরোজপুর কলেজ। ৪৩. বিমল চন্দ্র সেন, পিরোজপুর আদালতের করণিক। ৪৪. নরেশ চন্দ্র শীল, ১০ম শ্রেণির ছাত্র। ৪৫. নুরুল আলম সেলিম, পিরোজপুর; বরিশাল পলিটেকনিকের ছাত্র। ৪৬. পংকজ কুমার কর্মকার পিরোজপুর কলেজের ছাত্র। ৪৭. প্রতুল কর্মকার, ছাত্র, পিরোজপুর। ৪৮. উমেশ চন্দ্র চক্রবর্তী, পোস্টমাস্টার, পিরোজপুর। ৪৯. চিটাগাং রেলওয়ের হিসাব রক্ষণ অফিসার এম এ হামিদ; এবং ৫০. তার পুত্র। ৫১. ফুলুরাণী বিশ্বাস। ৫২. ভগিরথী দেবী। ৫৩. পুর্নেন্দু সরকার বাচ্চু, বসন্তপুর, পিরোজপুর। ৫৪. জাহাঙ্গীর মন্টু, বসন্তপুর, পিরোজপুর। ৫৫. সেলিম, পিতা আবদুর রশিদ পেশকার, বসন্তপুর।
পিরোজপুর উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ
১. পিরোজপুর মুক্ত দিবস, ৭ ডিসেম্বর
পিরোজপুর মহকুমার ঠিক কোনস্থানের অধিবাসী তা নিশ্চিত নয় এমন বিখ্যাত ব্যক্তিবর্গ
১. বলখী শাহ (অষ্টাদশ শতক) [উচ্চারণ অপভ্রংশে বোলাকি শাহ], সুফী-সাধক ও ১৭৯২ খ্রিস্টাব্দে বাখরগঞ্জের দক্ষিণ অঞ্চলে ইংরেজ বিরোধী এক শক্তিশালী কৃষক বিদ্রোহের সংগঠক। ২. অগ্নিকুমার মন্ডল (১৮৯৫ - ২০ ডিসেম্বর ১৯৫১) হিন্দু মহাসভার নেতা।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।