পিয়ারীমোহন দাস
Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৫৯, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে (" জন্ম ১৮৮৮। মৃত্যু ১২ জুলাই ১৯৮০। জন্মস্থান বরিশাল। প্রথ..." দিয়ে পাতা তৈরি)
জন্ম ১৮৮৮। মৃত্যু ১২ জুলাই ১৯৮০। জন্মস্থান বরিশাল। প্রথম যৌবনে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে পাঁচ বছর কারারুদ্ধ থাকেন। পরে ১৯৩০খ্রি. আবার তাঁকে গ্রেপ্তার করে আট বছর আটক রাখা হয়। মুক্তি পেয়ে তিনি সাংবাদিকতার বৃত্তি গ্রহণ করেন। ১৯৪৪খ্রি. থেকে ৩০ বছর তিনি ‘দেশ’ পত্রিকায় ছিলেন।
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।