পাষাণময়ী কালী মন্দির, বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩৭, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বরিশাল শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি রাস্তার মাঝামাঝি এ..." দিয়ে পাতা তৈরি)

বরিশাল শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি রাস্তার মাঝামাঝি এই অঞ্চলের একটি প্রাচীন কালী মন্দিরটির অবস্থান। আঠরোশ তের সালে অর্থাৎ এই অঞ্চলে বরিশাল জেলার সদর দফতর স্থাপিত হওয়ার মাত্র বারো বছর পর এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। শহর সংলগ্ন রহমতপুরের জমিদার চন্দ্রশেখর রায় চৌধুরী এই কালী মন্দিরটির প্রতিষ্ঠাতা। মন্দির স্থাপন করার পর মন্দিরসহ তৎসংলগ্ন জায়গা এই প্রতিষ্ঠানের জন্য দান করা হয়। কয়েকবার সংস্কার করার কারণে মন্দিরটির প্রাচীন সেই স্থাপনারীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাষাণময়ী কালী মন্দরি


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।