পানপট্টির যুদ্ধ, পটুয়াখালী, ১৯৭১

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৩০, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("পটুয়াখালী অঞ্চলে গলাচিপার আবদুর রব সুন্দরবনের সাব সেক্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

পটুয়াখালী অঞ্চলে গলাচিপার আবদুর রব সুন্দরবনের সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জিয়াউদ্দীনের নিকট হতে অস্ত্র এনে দল গঠন করেন এবং অন্যান্য দলকে অস্ত্র সরবারাহ করেন। কমান্ডার নুরুল হুদা ও শওকত মুজিবনগর হতে একটি দল নিয়ে গলাচিপা পৌঁছেন এবং পানপট্টি কমিউনিটি সেন্টারে ক্যাম্প স্থাপন করেন। ২৬ নভেম্বর মেজর ইয়ামিন পটুয়াখালী হতে এক বিরাট বাহিনী নিয়ে পানপট্টি আক্রমণ করে। নুরুল হুদা ও আবদুর রব হাদের বাহিনী নিয়ে পাক সেনাদের আক্রমণ প্রতিহত করতে থাকেন। তাদের সহযোদ্ধাদের মধ্যে ছিলেন শওকত, খোকন, মোস্তফা, রতন, ভূদেব, গোমেজ প্রমুখ। সকাল হতে বিকেল পর্যন্ত যুদ্ধ চলে। পাক সেনাদের অনেকে নিহত ও আহত হয়। পরিশেষে মেজর ইয়ামিন তার বাহিনী নিয়ে পানপট্টি থেকে পালিয়ে পটুয়াখালী ফিরে আসে। পানপট্টি যুদ্ধে প্রমাণিত হলো যে মুক্তিযোদ্ধারা শত্রুকে মোকাবিলা করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়েছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫