পটুয়াখালী পৌরসভা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৪৮, ২৪ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("পটুয়াখালী নদীর দক্ষিণ তীরে ১৮৬৮ খ্রিষ্টাব্দে একটি মুন্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

পটুয়াখালী নদীর দক্ষিণ তীরে ১৮৬৮ খ্রিষ্টাব্দে একটি মুন্সেফ কোর্ট প্রতিষ্ঠিত হয়। তখন শহর জঙ্গলে পূর্ণ ছিল। জঙ্গলের মধ্যে ডাকাতিয়া কালী মন্দির ছিল। নদীর তীরে সাপ্তাহিক হাট বসত। লোকবসতি ছিল খুবই কম। ১৮৭১ খ্রিষ্টাব্দে পটুয়াখালী মহকুমা সৃষ্টি হয়। ঢাকা, ফরিদপুর হতে ব্যবসায়ী ও উকিল-মোক্তার শহরে বসতি স্থাপন করে। ১৯০১ খ্রিষ্টাব্দে পৌরসভার লোকসংখ্যা ছিল ৫০০৩ জন, ১৯৪১ খ্রিষ্টাব্দে ছিল ১০৮৪৭ জন। ১৯৩৯ খ্রিষ্টাব্দে উমাদেব গাঙ্গুলী পটুয়াখালী শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু করে এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। আওরঙ্গপুর পরগণার জমিদার রাজেশ্বর রায় চৌধুরী ১৯০০ খ্রিষ্টাব্দে শহরে পানীয়জলের বন্দোবস্ত করেন। মিঠাপুকুরের পাড়ে জল সরবরাহের কেন্দ্র ছিল। শহরে লোন অফিস ছিল। ১৮৮৭ খ্রিষ্টাব্দে পটুয়াখালী জুবিলী স্কুল প্রতিষ্ঠিত হয়। এবং ১৯০৬ খ্রিষ্টাব্দে হাই স্কুলে পরিণত হয়। ১৯০১ খ্রিষ্টাব্দে পটুয়াখালী ড্রামেটিক ক্লাব প্রতিষ্ঠিত হয়। ১৯১৬ খ্রিষ্টাব্দে লতিফ সেমিনারি স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৮১২ খ্রিষ্টাব্দে পটুয়াখালী হসপিটাল প্রতিষ্ঠা করা হয় এবং ১৯০৪ খ্রিষ্টাব্দে নতুন হসপিটাল নির্মাণ করা হয়। ঢাকার নবাব খাজা আহসান উল্লাহের স্ত্রীর নামে নতুন ভবনের নামকরণ হয় বেগম হসপিটাল। ১৯১১-১২ খ্রিষ্টাব্দে শহরে একটি হোসিয়ারি কারখানা প্রতিষ্ঠাকরা হয়।

পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যানগণ:

১. বাবু ললিত মোহন সেন বিএল ১৯১৭-২৪; ২. হেমন্ত কুমার রুদ্র বিএল ১৯২৪-২৭; ৩. উমেশ চন্দ্র চ্যাটার্জী ১৯২৭-৩০; ৪. অন্নদা চরণ মুখার্জী ১৯৩০-৩৩; ৫. খান সাহেব আকরাম ১৯৩৩-৩৮; ৬. নিবারণ চন্দ্র সেন বিএল ১৯৩৮-৪১; ৭. রমেশ চন্দ্র দে ১৯৪১-৪২; ৮. নিরঞ্জন ব্যানার্জী ১৯২৪-৪৭; ৯. রাখাল রাজ ১৯৪৭-৫১।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খÐ)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।