পটুয়াখালী জেলা

Barisalpedia থেকে

পটুয়াখালী জেলা ঐতিহাসিক প্রাচীনতায় বরিশাল বিভাগের দ্বিতীয় জেলা।


ইতিহাস:

১৮০৭ সালে মি. বেটি বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট হয়ে আসেন। দক্ষিণাঞ্চলের সুন্দরবন কেটে বসত বৃদ্ধি পাওয়ায় মি. বেটির শাসনামলেই ১৮১২ সালে পটুয়াখালীকে নিয়ে গঠন করা হয় মির্জাগঞ্জ থানা। পরবর্তীতে দেওয়ানী শাসন প্রসারের জন্য ১৮১৭ সালে বরিশালে ৪টি মুন্সেফি চৌকি স্থাপন করা হয়। এগুলো হলো বাউফল, কাউখালি, মেহেন্দিগঞ্জ ও কোটের হাট চৌকি। বাউফল চৌকির প্রথম মুন্সেফ ছিলেন ব্রজমোহন দত্ত। পরবর্তীতে ১৮৬০ সালের ১লা জুন বাউফল থেকে চৌকি স্থানান্তরিত হয় লাউকাঠিতে। জমিদার হৃদয় শঙ্করের পুত্র কালিকা প্রসাদ রায়ের নামানুসারে লাউকাঠির দক্ষিণ পড়ের নামকরণ হয় কালিকাপুর। এখানেই ধীরে ধীরে গড়ে ওঠে মহকুমা শহর। 

ব্রজমোহন দত্ত প্রথম পটুয়াখালীতে মহকুমা প্রতিষ্ঠা করার প্রস্তাব দেন। ১৮৬৭ সালের ২৭ মার্চ কলিকাতা গেজেটে পটুয়াখালী মহকুমা সৃষ্টির ঘোষণা প্রকাশিত হয়। ১৮৭১ সালে পটুয়াখালী মহকুমায় রূপান্তরিত হয়। মহকুমার নামকরণ হয় পটুয়াখালী। মহকুমা সদর অফিস স্থাপিত হয় কালীবাড়ি পুকুরের পূর্ব পাড়ে। তখন ব্রজমোহন দত্ত মুন্সেফ ও ডেপুটি ম্যাজিস্ট্রেট দুই পদেই অধিষ্ঠিত হন। এর ১০০ বছর পরে ১৯৬৯ সালে পটুয়াখালী উন্নীত হয় জেলায়। ১৯৬৯ সালের ১ জানুয়ারি খুলনা বিভাগের কমিশনার জেলা প্রশাসকের দরবার হলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যক্রম উদ্বোধন করেন। একই বছরের ৯ মার্চ পটুয়াখালী জেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস এডমিরাল এস এম আহসান।


পটুয়াখালীর জেলা প্রশাসকগণের তালিকা:

১। জনাব হাবিবুল ইসলাম (১/১/১৯৬৯ - ১/৩/১৯৭১); ২। জনাব আবদুল আওয়াল (১/৩/১৯৭১ - ৩১/১২/১৯৭১); ৩। জনাব বি. বি. বিশ^াস (১/১/১৯৭২ - ২৫/২/১৯৭২); ৪। জনাব পি. কে. সমাদ্দার (২৫/২/১৯৭২ - ৫/৮/১৯৭৩); ৫। জনাব এম ইউ আহমেদ খান (৩/৮/১৯৭৩ - ৩/৮/১৯৭৩ - ৬/৪/১৯৭৩); ৬। জনাব মোঃ আবদুস সাত্তার (২২/৪/১৯৭৪ - ২১/১০/১৯৭৫); ৭। জনাব জে. এ. খন্দকার (২১/১০/১৯৭৫ - ১/৯/১৯৭৬); ৮। জনাব আবদুস শাকুর (৯/১১/১৯৭৬ - ২০/৩/১৯৭৮); ৯। জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী (২১/৩/১৯৭৮ - ২০/৮/১৯৮১); ১০। জনাব মোঃ আজিজুল হক (২১/৮/১৯৮১ - ২৭/৬/১৯৮৫); ১১। জনাব ওয়ালি উল্লাহ সিদ্দিকি (২৫/৬/১৯৮৫ - ৩০/৭/১৯৮৭); ১২। জনাব মোঃ হেমায়েত উদ্দিন তালুকদার (২৩/৭/১৯৮৭ - ১/১০/১৯৮৯); ১৩। জনাব মোঃ খালেকুজ্জামান (৩০/৯/১৯৮৯ - ২৪/৫/১৯৯০); ১৪। জনাব শেখ মোঃ সালাহউদ্দিন (১৯/৬/১৯৯০ - ২০/৮/১৯৯২); ১৫। জনাব মোঃ ইয়াহিয়া মোল্লা (১৫/৮/১৯৯২ - ১৬/৮/১৯৯৫); ১৬। জনাব মোঃ শহীদুল্লাহ মিয়া (১৪/৮/১৯৯৫ - ২১/১০/১৯৯৬); ১৭। জনাব এম হাবিবুল্লাহ (১৭/১০/১৯৯৬ - ৮/৭/১৯৯৯); ১৮। জনাব আবদুস সামাদ (১০/৭/১৯৯৯ - ৩০/৪/২০০১); ১৯। জনাব মাহমুদুল করিম (২৮/৩/২০০১ - ৩০/৭/২০০১); ২০। জনাব মোঃ সফিকুল ইসলাম (৬/৮/২০০১ - ১৬/১০/২০০২); ২১। জনাব প্রশান্ত ভূষণ বড়–য়া (১৭/১০/২০০২ - ১২/৫/২০০৫); ২২। জনাব মোঃ রফিকুল ইসলাম (১১/৫/২০০৫ - ২৭/৯/২০০৬); ২৩। জনাব হাসান জাহাঙ্গীর আলম (২৭/৯/২০০৬ - ২৩/১১/২০০৬); ২৪। জনাব এ জি এম মীর মশিউর আলম (২৩/১১/২০০৬ - ৩১/৮/২০০৮); ২৫। জনাব মোঃ রিয়াজ আহমেদ (৩১/৮/২০০৮ - ৩১/৫/২০১০); ২৬। জনাব মোঃ ইউছুব আলী মোল্লা (ভারপ্রাপ্ত) (১/৬/২০১০ - ৩০/৬/২০১০); ২৭। জনাব মোহাম্মদ ইউসুফ (১/৭/২০১০ - ১১/৮/২০১১); ২৮। জনাব গোলাম মোঃ হাসিবুল আলম (১০/৮/২০১১ - ২৬/৪/২০১২); ২৯। জনাব অমল কৃষ্ণ মন্ডল (ভারপ্রাপ্ত) (২৬/৪/২০১২ - ২৪/৫/২০১২); ৩০। জনাব অমিতাভ সরকার (২৪/৫/২০১২ - ২৮/১/২০১৬); ৩১। জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী (২৮/১/২০১৬ - ১১/৫/২০১৭); ৩২। ড. মোঃ মাছুমুর রহমান (১২/৫/২০১৭ - ৯/১০/২০১৮); ৩৩। জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী (৯/১০/২০১৮ - )


তথ্যসূত্র: কুয়াকাটা অনন্যা পটুয়াখালী সাগরকন্যা। জেলা প্রশাসন পটুয়াখালী। ২০২০।