"পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তিগণ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
(" == দুমকি উপজেলা == '''শ্রীরামপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তি..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
 
+
পটুয়াখালী জেলার গুণী ও বিখ্যাত ব্যক্তিবর্গের একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নে প্রদত্ত হলো। এই ব্যক্তিগণের প্রত্যেককে নিয়ে বরিশালিপিডিয়ায় স্বতন্ত্র নিবন্ধ রয়েছে। তাঁদের সম্পর্কে বিস্তারিত জানতে উক্ত নিবন্ধগুলো দেখা যেতে পারে।
  
 
== দুমকি উপজেলা ==
 
== দুমকি উপজেলা ==

০৯:২৭, ২৭ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

পটুয়াখালী জেলার গুণী ও বিখ্যাত ব্যক্তিবর্গের একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নে প্রদত্ত হলো। এই ব্যক্তিগণের প্রত্যেককে নিয়ে বরিশালিপিডিয়ায় স্বতন্ত্র নিবন্ধ রয়েছে। তাঁদের সম্পর্কে বিস্তারিত জানতে উক্ত নিবন্ধগুলো দেখা যেতে পারে।

দুমকি উপজেলা

শ্রীরামপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শ্রী শিবন মজুমদার (অষ্টাদশ শতকের প্রথমভাগ), মুর্শিদকুলী খানের খাজাঞ্চি, গ্রাম- শ্রীরামপুর। ২. মোহাম্মদ কেরামত আলী (১ জানুয়ারি ১৯২৬ - ৪ জুন ২০০৪), বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সরকারের প্রশাসনিক বিভাগে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের দায়িত্বও পালন করেছেন; গ্রাম- শ্রীরামপুর ৩. রফিকুল ইসলাম (১৯৩৬ - ২৯ জুলাই ১৯৭১), শহীদ বুদ্ধিজীবী ও অধ্যাপক; গ্রাম- শ্রীরামপুর।


পটুয়াখালি সদর উপজেলা

পটুয়াখালি পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ: ১. দীনেশচন্দ্র সেন (১৯০৩ - ৩ আগস্ট ১৯৭৪), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। ২. লাবণ্যপ্রভা দাশগুপ্ত (জন্ম ১৯০৩ - ২১ ফেব্রুয়ারি ১৯৮৪), বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী।

লোহালিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শেখ কবির মাহমুদ (১৮ শতক), ইসলাম ধর্ম প্রচারক; গ্রাম: লোহালিয়া। ২. বি. ডি. হাবীবুল্লাহ (১৯০৮ - ১২ নভেম্বর ১৯৯৮), বাকসম্রাট হিসেবে খ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও লেখক, গ্রাম: লোহালিয়া।


বাউফল উপজেলা

ধুলিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. গাজী পঞ্চম আলী হাওলাদার (১৯২৬ - ১০ ফেব্রুয়ারি ১৯৯৪), মুক্তিযুদ্ধকালে বাউফলের বেইজ কমান্ডার; গ্রাম: ধুলিয়া। ২. সৈয়দ আশরাফ হোসেন (১৩ডিসেম্বর ১৯২৯ - ৩ মে ২০০৮), রাজনীতিবিদ, ভাষাসৈনিক, ও এমপিএ; গ্রাম: ধুলিয়া।

কাচিপাড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. আবদুল আজিজ খন্দকার, এডভোকেট (১৯২৩- ১৯৯১), রাজনীতিবিদ, ১৯৭০ সালে এমপিএ, ১৯৭৩ সালে এমপি; গ্রাম: বৌলতলা। ২. এম. এ. মুনএম (১৯৩৫ - ১৯৯৯), সাবেকমন্ত্রী; গ্রাম: কারখানা।

কালাইয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. মনোরঞ্জন সিকদার (১৯১৩ - ২৭ ডিসেম্বর ১৯৭৬), ১৯৫৬ সনে প্রাদেশিক মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী; গ্রাম: কর্পুরকাঠী।

কালিশুরি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. সাইয়েদুল আরেফিন (র.) (পঞ্চদশ শতক), সুফী-সাধক ও ইসলাম প্রচারক।

কেশবপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিবর্গ: ১. ডা. মোখলেছুর রহমান (১৯৩৪ - ৪ এপ্রিল ২০১৬), বরিশাল জেলা পরিষদের প্রশাসক; গ্রাম: কেশবপুর।


তথ্যসূত্র: ১। সংসদ বাঙালি চরিতাভিধান। ২। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৩। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস।