পঞ্চম আলী হাওলাদার, গাজী
বেইজ কমান্ডার, বাউফল। গাজী পঞ্চম আলী হাওলাদার ১৯২৬ সালে পটুয়াখালী জেলার বাউফল থানার ধুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গাজী আফেরউদ্দিন হাওলাদার এবং মাতা জিন্নাতুননেসা। তিনি ধুলিয়া ও বাউফল স্কুলে শিক্ষা গ্রহণ করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে ছুটিতে থাকাকালে মার্চ মাসে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাকে বাউফল থানার বেইজ কমান্ডার নিযুক্ত করা হয। তিনি বাকেরগঞ্জ, কালিশুরী, পাদ্রী শিবপুর, কাঁঠালিয়া যুদ্ধে পাকবাহিনী ও রাজাকারদের পর্যুদস্ত করেন। তিনি পি আলী নামে পরিচিত ছিলেন। সেনাবাহিনীতে তিনি সুবেদার মেজর পদে উন্নীত হন। তিনি ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। তাকে ঢাকার টঙ্গীতে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি চার পুত্র ও চার কন্যা রেখে যান।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।