"পঙ্কজকান্তি দাস"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পঙ্কজকান্তি দাসের (১৯৩৪-..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৪:৩২, ১৭ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পঙ্কজকান্তি দাসের (১৯৩৪- ২৬.৪.১৯৯৮) জন্মস্থান গৌরনদীর চাদসী।

পিতা নলিনীভূষণ কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পঙ্কজকান্তি বামপন্থী রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকায় ১৯৪৯ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানে গ্রেপ্তার হয়ে কারাবাস করেন। জেলে রাজনৈতিক বন্দি মর্যাদার দাবিতে ২৯ দিন অনশন ধর্মঘট করেন। পরে পশ্চিমবঙ্গে আসেন এবং ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। ইস্টার্ন রেলওয়ের কর্মী তিনি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে কারাবাস করেছেন এবং মোট পাঁচ বছরের বেশি তাঁর চাকুরিচ্ছেদ ঘটে। পার্টি ভাগ হলে সি.সি.আই. (এম.)- এ যোগ দিয়েছিলেন। পূর্ব কলকাতার ট্যাংরা অঞ্চলের অধিবাসী ছিলেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।